Advertisement

স্পেশাল

Lunar Eclipse 2025: শুরু হল বছরের শেষ চন্দ্রগ্রহণ, দেখুন নানা জায়গা থেকে তোলা ছবি

Aajtak Bangla
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 07 Sep 2025,
  • Updated 11:30 PM IST
  • 1/10

বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছেন বিশ্ববাসী। রাতের আকাশে আলো ছড়াবে রক্তবর্ণ চাঁদ। শুরু হয়ে গিয়েছে বছরের শেষ চন্দ্রগ্রহণ।

  • 2/10

রবিবার রাত প্রায় ৯টা থেকে রাত আড়াইটে পর্যন্ত রাতের আকাশে উদয় হবে রক্তবর্ণ চন্দ্র। আকাশ পরিষ্কার থাকলে ভারত-সহ একাধিক জায়গা থেকে খোলা চোখে দেখা যাবে ‘ব্লাড মুন’, এমনই জানাচ্ছেন বিজ্ঞানীরা।

  • 3/10

জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। নইলে হতে পারে বিপদ। জেনে নিন কী কী করবেন আর কী ভুলেও করবেন না।

 

  • 4/10

কী করবেন না:
* গ্রহণের সময় বাইরে কোথাও না যাওয়াই ভালো। নিজের ঘরে থাকুন। তবে ভুলেও শোবেন না।
* গ্রহণের সময় খাওয়াদাওয়া করবেন না। এমনকী খাবার তৈরির প্রস্তুতিও না নেওয়াই উচিত। কারণ, এই সময় ছুঁরি, কাঁচিতে হাত দিলে বিপদ হতে পারে।
* এই সময় শৌচালয়ে যাবেন না। স্নান তো দূর অস্ত, মলমূত্রও ত্যাগ না করাই ভালো।
* পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় দাঁত মাজবেন না। চুল, দাড়ি আঁচড়াবেন না। কাটবেনও না।
* খালি চোখে গ্রহণ দেখবেন না। তাতে চোখের ক্ষতি হতে পারে।
* গ্রহণের সময় গায়ে গয়নাগাটিও পরে না থাকাই ভালো বলে মনে করেন জ্যোতিষ শাস্ত্রবিদরা।
* পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় পুজো করবেন না।

  • 5/10

৭ সেপ্টেম্বর রাত ৯ টা ৫৮ মিনিট থেকে রয়েছে চন্দ্রগ্রহণ। আর গ্রহণ শেষ হবে মধ্যরাত পার করে। ততক্ষণে ঘড়িতে ১২ টা পেরিয়ে যাবে। খাতায় কলমে ৮ সেপ্টেম্বর রাত ১ টা ২৬ মিনিটে গ্রহণ শেষ হবে।

  • 6/10

১১ টার পর একটা সময় চন্দ্রগ্রহণের মধ্যকাল তৈরি হবে। পূর্ণগ্রাসের সময় চাঁদের রঙ লাল হবে। রাতে ১১ টা ৪২ মিনিট থেকে গ্রহণের মধ্যকাল হবে। মোক্ষকাল ১২.২৩ মিনিট থেকে শুরু হবে।

  • 7/10

৭ সেপ্টেম্বর রাত ১১টা থেকে ৮ সেপ্টেম্বর রাত ১২টা ২২ মিনিট পর্যন্ত সময়ের মধ্যে আকাশে লাল চাঁদ দেখা যাবে।

  • 8/10

গ্রহণ দেখা যাবে কলকাতায়: দিল্লি, চণ্ডীগড়, জয়পুর, লখনউতে এই গ্রহণ দেখা যাবে। এছাড়াও দেশের পশ্চিম প্রান্তে মুম্বই, আহমেদাবাদ, পুণেতে দেখা যাবে এই গ্রহণ।

  • 9/10

দক্ষিণ ভারতে চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, কোচিতে দেখা যাবে এই গ্রহণ। এছাড়াও কলকাতায় গ্রহণ দেখা যাবে। কলকাতা ছাড়াও ভুবনেশ্বর, গুয়াহাটির মতো জায়গাতেও দেখা যাবে এই গ্রহণ।

  • 10/10

চন্দ্রগ্রহণ দেখার জন্য কোনো বিশেষ যন্ত্রের প্রয়োজন নেই। এটি সম্পূর্ণ নিরাপদ এবং খালি চোখে দেখা যায়। তবে টেলিস্কোপ বা বাইনোকুলারের সাহায্যে দেখলে চাঁদের সৌন্দর্য আরও ভালোভাবে উপভোগ করা সম্ভব। পরিষ্কার আকাশ থাকলে ভারতের যেকোনো জায়গা থেকেই এই বিরল দৃশ্য চাক্ষুষ করা যাবে। শহর থেকে দূরে, কম দূষণযুক্ত এলাকা থেকে গ্রহণ আরও স্পষ্ট দেখা যাবে।

Advertisement
Advertisement