Advertisement

ধর্ম

Puri Rathyatra : ভক্তশূন্য রথযাত্রা হলেও সাজছে পুরী, রইল শেষ মুহূর্তের প্রস্তুতির ছবি

Aajtak Bangla
  • 11 Jul 2021,
  • Updated 5:16 PM IST
  • 1/8

কাল রথযাত্রা। একমাত্র পুরীতেই রথযাত্রার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে করোনার কারণে এবারও ভক্ত সমাগম হবে না সেখানে।

  • 2/8

তবে ভক্ত সমাগমের অনুমতি না থাকলেও প্রস্তুতিতে ঘাটতি নেই। রীতি-প্রথা মেনে পুরী সেজে উঠছে নিজের ছন্দে। 

  • 3/8

 সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, লাইভ সম্প্রচার করা হবে রথযাত্রা। পুরীর জগন্নাথের মন্দির-সহ যে রাস্তা দিয়ে রথ যাবে, তার ৩ কিলোমিটারের মধ্যে সব ধরনের কার্যকলাপ বন্ধ থাকবে। 

  • 4/8

এবার প্রায় ৩ হাজার সেবায়েত অংশ নেবেন অনুষ্ঠানে। প্রত্যেকের কোভিড রিপোর্ট দেখে তবেই অনুষ্ঠানে অংশ নেওয়ায়র অনুমতি দেওয়া হবে।

  • 5/8

প্রতিবারের মতো এবারও কড়া নিরাপত্তার মোড়কে ঘেরা হচ্ছে পুরী।  ১ হাজার পুলিশকর্মী মোতায়েন থাকবেন। আজ রাত ৮টা থেকে জারি হবে কার্ফু

  • 6/8

ই কার্ফু চলবে ১৩ তারিখ রাত পর্যন্ত। এই ৪৮ ঘণ্টা কড়া নজরদারি চালানো হবে পুরীতে। কেউ যেন বাড়ির ছাদে ভিড় না করে, সেদিকেও নজর থাকবে পুলিশের। 

  • 7/8

এই রথযাত্রার জন্য হেল্পলাইন নম্বরও চালু করেছে সরকার। তা হল ১৮০০-৩৪৫-৭৪৯৫। এই নম্বরে ফোন করে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে। 

  • 8/8

 এই উৎসব উপলক্ষ্যে ৮৫ প্লটুন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে পুরীতে। ১২ টি এলাকায় বিভক্ত হয়ে শহরের নিরাপত্তা নিশ্চিত করছেন তাঁরা।

Advertisement
Advertisement