Advertisement

ধর্ম

Shib Puja Vidhi Mantra : শিবলিঙ্গে জল-বেলপাতা অর্পণের সময় জপ করুন এই মন্ত্র, পাবেন মহাদেবের পরম আশীর্বাদ

Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 19 Jul 2022,
  • Updated 7:48 PM IST
  • 1/10

Shib Puja Vidhi Mantra: পুরাণে শিবের পুজোর জন্য সোমবার নির্ধারণ করা হয়েছে। পৌরাণিক বিশ্বাস অনুসারে, শঙ্করের উপাসনার জন্য শ্রেষ্ঠ দিনকে মহাশিবরাত্রি এবং তার পর শ্রাবণের সোমবার হিসাবে বিবেচনা করা হয়। 

  • 2/10

মহাদেবের পুজোর জন্য শুধু শ্রাবণের সোমবার নয়, প্রতিটি দিনই সমান ভাবে গুরুত্বপূর্ণ। মনে ভক্তি এবং মুখে হর হর মহাদেবের স্তব থাকলে শ্রাবণের যে কোনও দিনে ডমরুধরকে ধন্য করা যায়।

আরও পড়ুন: জেলে বসেই জয় দেখলেন রামপুরহাটের CPIM প্রার্থী সঞ্জীব

আরও পড়ুন: তৃতীয় বিশ্বযুদ্ধ হবে পরমাণুর এবং ভয়ঙ্কর: রুশ প্রতিরক্ষামন্ত্রী

আরও পড়ুন: বিএসএনএলে চাকরির সুযোগ, আবেদন খরচ নেই, যোগ্যতা-শেষদিন কবে?

  • 3/10

শিবের পুজোর মন্ত্র
যখনই আপনি শিবলিঙ্গে জল ও বেলপত্র নিবেদন করেন, তখন আপনি "ওম নমঃ শম্ভবায় চ, মায়োভবায় চ, নমঃ শঙ্করায় চ, মায়াস্করায় চ, নমঃ শিবায় চ, শিবতারায় চ" মন্ত্রটি উচ্চারণ করবেন। তবে এটি আরও বেশি উপকারী হবে এবং নিবেদন করবেন। করা জিনিসের সঠিক সুবিধা লাভ পাবেন।

  • 4/10

আপনি শিবলিঙ্গে কোনও কিছু অর্পিত করার সময় এই মন্ত্র জপ করলে আরও উপকার পাবেন। এই মন্ত্র ভাল করে মনে রাখুন। পাবেন শিবের আশীর্বাদ। এই মন্ত্র পড়ে বেলপাতা, চন্দন দিলে আরও ভাল উপকার পাবেন।

  • 5/10

যেহেতু এই মাসে মহাবিশ্বের সৃষ্টি স্বয়ং ভগবান শিবের হাতে, তাই আপনি যে কোনও দিন তাঁর পুজো করতে পারেন। শ্রাবণ মাস হল জল উপাদানের মাস। এই মাসে শুক্র এবং চন্দ্র উভয়ই শক্তিশালী। এই দুটি গ্রহই সহজেই সুখ ও সমৃদ্ধি দেয়। 

  • 6/10

শুক্র এবং চন্দ্রের সঙ্গে ভগবান শিবের পুজো সম্পদ এবং ঐশ্বর্যের জন্য খুব ভাল, তাই শ্রাবণর প্রতিটি দিন বিশেষ কৃপায় ধন্য হয়।

  • 7/10

জ্যোতিষীরা বলছেন, শ্রাবণের মঙ্গলবারের গুরুত্ব সোমবারের চেয়ে মোটেই কম নয়। শ্রাবণর মঙ্গলবার, মা পার্বতী মঙ্গলা গৌরী হয়ে তার ভক্তদের ওপর আশীর্বাদ বর্ষণ করেন। 

  • 8/10

তাই শ্রাবণের সোমবার, মঙ্গলবার মঙ্গলা গৌরী উপবাস পালনের বিধান বলে দেওয়া হয়েছে। 

  • 9/10

একইভাবে শ্রাবণর শনিবারকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যদি রাশিতে শনি দোষ থাকে তাহলে শবন মাসের প্রতি শনিবার খুব বিশেষ হতে পারে। সাড়ে সাতি হোক বা শনির ধৈয্য, শ্রাবণর শনিবার বিশেষ কিছু ব্যবস্থা নিলে এর থেকে মুক্তি পেতে পারেন। 

  • 10/10

এ ছাড়া আসন্ন মহাপর্ব ও শ্রাবণ মাসে শুভ সমাপতনেও ভোলেনাথের পুজো অত্যন্ত ফলদায়ক। শ্রবণ কামিকা একাদশী, হরিয়ালি অমাবস্যা, হরিয়ালি তিজ, নাগপঞ্চমী, পুত্রদা একাদশী, ভৌম প্রদোষ ব্রত এবং রক্ষা বন্ধনের মতো বড় উৎসব আসবে। এই ধরনের শুভ উপলক্ষে ভগবান শিবের আরাধনা খুবই শুভ বলে মনে করা হয়।

Advertisement
Advertisement