Advertisement

ধর্ম

Shravan Month: শিবকে তুষ্ট করতে এই কাজগুলি শ্রাবণের সোমবারে ভুলেও করবেন না!

Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Jul 2021,
  • Updated 7:00 PM IST
  • 1/9

গত ১৮ জুলাই থেকে শুরু হয়েছে শ্রাবণ মাস (Shravana Month) । ১৯ জুলাই ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। শ্রাবণ মাসকে দেবাদিদেব শিবের (Lord Shiva) মাস বলে মনে করা হয়। হিন্দু ধর্মে (Hinduism) এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুণ্যার্থীরা শ্রাবণের প্রতি সোমবার শিবের জন্যে ব্রত পালন করেন। সাধারণত মাসভর চলে নানা ধর্মীয় রীতি পালন। সেই সঙ্গে কিছু বিশেষ কাজ এই মাসে শুভ বলে মনে করা হয়। আবার কিছু কাজ করা একদম ঠিক না। পণ্ডিত প্রবীণ মিশ্র জানাচ্ছেন, শ্রাবণ মাসে কোন কাজগুলি করবেন না, তা কোনগুলি করা ভাল। 

  • 2/9

শ্রাবণ মাসের সমস্ত পুজো মূলত শিবকে কেন্দ্র করেই করা উচিত। প্রতিদিন শিবলিঙ্গে জল ঢালা অত্যন্ত শুভ। যদি তা সম্ভব না হয়, প্রতি সোমবার এই কাজটি করতে পারেন আপনি। শ্রাবণের সোমবারে শিবের কপালে চন্দনের তিলক এঁকে দিন এবং সেই সঙ্গে জল ও ফুল উৎসর্গ করুন। এর ফলে জীবনে সুখ -স্বাছন্দ্য আসবে। 
 

  • 3/9

শ্রাবণ মাসে হালকা খাবার খাওয়া ভাল। যে সমস্ত খাবার হজমে সমস্যা হয় সেগুলো এড়িয়ে যাওয়াই ভাল। মনে করা হয় এই মাসে বিপাকক্রিয়া কম দুর্বল থাকে। তাই স্বাস্থ্যকর খাওয়া-দাওয়া না করলে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে।  
 

  • 4/9

এই মাসে অনেক পোকামাকড় বাড়িতে আসতে পারে, যা নেগেটিভিটি তৈরি করে। তাই বাড়ি পরিষ্কার - পরিচ্ছন্ন রাখুন। গোটা মাস বাড়িতে সুগন্ধি ধুপকাঠি জ্বালান। এটা আপনার গৃহের পরিবেশ ভাল রাখবে। সেই সঙ্গে সমস্যামুক্ত হতে প্রতিদিন ওম নমঃ শিবায় মন্ত্রোচ্চারণ করুন। 
 

  • 5/9

যারা দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছেন, তাঁরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে উপকার মিলবে। যারা প্রতিদিন আরতি করেন, তাঁদের ওপর এই মাসে বিশেষভাবে ভোলেনাথ সন্তুষ্ট হন। 
 

  • 6/9

মাংস, মদ ইত্যাদি এই মাসে বর্জন করাই ভাল। যারা আমিষ খান, শ্রাবণ মাসে সেটা এড়িয়ে চলুন। এমনকী এতে আপনার স্বাস্থ্যও ভাল থাকবে। 
 

  • 7/9

শ্রাবণ মাসে মিথ্যা কথা বললে ঘোর অমঙ্গল হয়। ছোট করে পুজো করলেও মহাদেব তুষ্ট হন। কিন্তু মিথ্যা কথা বলা অত্যন্ত অশুভ বলেই বিবেচিত। 
 

  • 8/9

এই মাসে জ্যেষ্ঠদের কোনও ভাবে অপমান করবেন না। তাঁদের আশীর্বাদ খুব কাজে লাগে। এমনকী বাড়ি থেকে বেরনোর সময় অশান্তি করে না বেরনোই ভাল। এতে জীবনে নেগেটিভিটি আসে। 
 

  • 9/9

যদি আপনি শ্রাবণ মাসের সোমবার উপবাস করেন, তাহলে সেটি নিষ্ঠা করে পালন করতে হবে। অনেকে বলেন প্রতিটি সোমবারই উপবাস করবেন, কিন্তু মাত্র দু'টো ব্রত পলান করেই আর করেন না। যদি আপনি না পারেন, তাহলে সেটা প্রকাশ করবে না, আগে থেকে। যদি ভক্তি মনে সব নিয়মকানুন মেনে উপবাস বা শিবের পুজো করেন, তবেই এটি শুভ ফল দেবে।   

Advertisement
Advertisement