Advertisement

ধর্ম

Things not to donate: দান করলে উল্টে আপনারই Loss হবে, ভুলেও কাউকে দেবেন না ৪ জিনিস

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Nov 2025,
  • Updated 5:14 PM IST
  • 1/10

দান করা নিঃসন্দেহে ভাল কাজ। কিন্ত সবক্ষেত্রে দান করা শুভ নাও হতে পারে।

  • 2/10

শাস্ত্র মতে, এমন বেশ কিছু জিনিস রয়েছে যা কখনই দান করা উচিত্ নয়।

  • 3/10

এগুলি দান করলে আপনার সুখ, সমৃদ্ধি, শান্তি বিঘ্নিত হতে পারে বলে মনে করা হয়। তাছাড়া কিছু ক্ষেত্রে নীতিগতভাবেই এই দ্রব্যগুলি কাউকে দান করা উচিত্ নয়।

  • 4/10

শাস্ত্র অনুযায়ী কোনগুলি দান করতে নেই? আসুন জেনে নেওয়া যাক।

  • 5/10

এঁটো খাবার- অন্ন দান করা অবশ্যই খুবই পুণ্যের ব্যাপার। কোনও দরিদ্র, ক্ষুধার্ত ব্যক্তিকে অন্য দান করলে ভাগ্য প্রসন্ন হয়। কিন্তু কখনও এঁটো, আধখাওয়া খাবার কাউকে দিতে নেই।

  • 6/10

এমনিতেই যাঁকে এই খাবার দিচ্ছেন, তিনি অপমানিত হন। তাছাড়া এঁটো খাবার দান করলে দেবী অন্নপূর্ণাও রুষ্ট হন।

  • 7/10

লক্ষ্মী মূর্তি- শাস্ত্র অনুযায়ী, কাউকে কখনও দেবী লক্ষ্মীর মূর্তি দান করতে নেই। লক্ষ্মীর ছবিসহ রূপা বা সোনার কয়েনও কখনও দান করতে নেই।

  • 8/10

মনে করা হয়, এমনটা করলে গৃহ থেকে লক্ষ্মী বিদায় করা হয়।

  • 9/10

ধর্মীয় পুস্তক- নাস্তিক ব্যক্তিকে কখনও ধর্মীয় পুস্তক দান করতে নেই। কোনও ব্যক্তি যদি ধর্মীয় পুস্তকের ব্যাপারে আগ্রহী না হন, তবে তাঁকে জোর করে সেটি দিতে নেই।

  • 10/10

পাত্র- শাস্ত্র অনুযায়ী কোনও ব্যক্তিকে পাত্র দান করা উচিত্ নয়। পাত্র দান করলে শুধুমাত্র অসহায়, দরিদ্র ব্যক্তিকেই দেওয়া উচিত্। পাত্র ব্যবহার না করে রেখে দেবেন, ফেলে দেবেন, এমন কাউকে দেবেন না।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement