জীবনে সব মানুষই সুস্বাস্থ্য চায়। শান্তি চায় সংসারে। তবু মানুষ যা চায় তা পায় না। গ্রহের ফেরে অশান্তিই চিরসঙ্গী হয়ে ওঠে। সেই সঙ্গে অর্থের অনটন। এজন্য নানা উপায়ের খোঁজ করেন অনেকে। কিন্তু সাধারণ কয়েকটা প্রতিকারেই যে কার্যসিধি হতে পারে তা করতে চান না। তেমনই কিছু প্রতিকার হল, গাছ লাগানো। এমন কয়েকটি উদ্ভিদ রয়েছে যেগুলি বাড়ির আশেপাশে থাকলে মা লক্ষ্মীর আশীর্বাদ মেলে। ঘর ধন-সম্পদে ভরে উঠতে সময় লাগবে না।
সবুজ গাছপালা বাড়িতে থাকা এমনিতেই খুব শুভ বলে মনে করা হয়। মন ভাল থাকে। তাজা হাওয়া আসে। কিন্তু প্রশ্ন হল, বাড়িতে কোন গাছ লাগাবেন, যাতে আপনার ঘরও আলোকিত হয় এবং মা লক্ষ্মীও খুশি হন। তেমনই কিছু গাছের সন্ধান দেওয়া হল এই প্রতিবেদনে।
বাড়ির বাইরে কলা ও বেল গাছের চারা লাগান
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, বাড়ির পিছনে একটি কলা গাছ লাগানো শুভ বলে মনে করা হয়। কলাকে ভগবান বিষ্ণুর প্রিয় বলে মনে করা হয়। মা লক্ষ্মী তাঁর স্ত্রী। বাড়িতে একটি কলা গাছ থাকলে লক্ষ্মী খুশি হন।
বাড়ির সামনের অংশে আপনি বেল পাতার একটি চারা রোপণ করতে পারেন। এই গাছটিকে ভগবান শিবের প্রিয় বলে মনে করা হয়। শিবের পুজোয় শুধুমাত্র বেল পাতাই দেওয়া হয়।
বাড়ির সদর দরজার কাছে লাগান ডালিম গাছ। এই গাছ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে মা লক্ষ্মী ও ধনকুবেরের আশিস মেলে। পরিবারে সুখ ও সমৃদ্ধি আসে। ডালিম গাছ লাগালে ঘুমন্ত ভাগ্যও জেগে ওঠে।
এছাড়া ক্রাসুলা গাছও লাগাতে পারেন ঘরের প্রধান দরজায়। ক্রাসুলাকে মানি ট্রি-ও বলা হয়। বাস্তুশাস্ত্রে বলা হয়, এই গাছ লাগালে ঘরে টাকা আসে। এই গাছের বেশি দেখভালের দরকার পড়ে না।
লজ্জাবতী গাছ বাড়ির সদর দরজায় লাগালেও মেলে লক্ষ্মীর আশিস। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বাড়ির প্রধান দরজার কাছে একটি লজ্জাবতী গাছ লাগালে অর্থ আসে। উত্তর-পূর্ব কোণে এই গাছটি লাগান। পরিবারে কখনও আর্থিক অনটন আসে না।
ঘরের ভিতরে লাগাতে পারেন মানি প্ল্যান্টের চারা। এতেও আসে সৌভাগ্য। জ্যোতিষ অনুযায়ী, মানি প্লান্ট লাগালে শ্রীবৃদ্ধি ঘটে।