Advertisement

ধর্ম

Vastu Tips : বাড়ি থেকে এখনই সরান এই ৮ জিনিস, নয়তো পথে বসতে পারেন

Aajtak Bangla
  • দিল্লি,
  • 29 May 2022,
  • Updated 7:02 PM IST
  • 1/9

আমাদের জীবনে গ্রহের বিশেষ গুরুত্ব থাকে। কোনও গ্রহ ক্রুদ্ধ হলে ব্যক্তির প্রায় শেষ হয়ে আসা কাজও নষ্ট হয়ে যেতে পারে। আবার গ্রহ প্রসন্ন থাকলে ব্যক্তি মালামালও হয়ে যেতে পারেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক জ্যোতিষী ও বাস্তুশাস্ত্র অনুযায়ী কোন ৮টি জিনিস মানুষের ধনী হওয়ার পথে বাধা সৃষ্টি করে। 

  • 2/9

পায়রার বাসা - বাড়িতে পায়রার বাসা বাঁধা ও ডিম পাড়া আর্থিক অগ্রগতিতে বাধা দেয় বলে মনে করা হয়। কেউ কেউ বাড়ির ছাদে পাখির জন্য গম, বাজরা ইত্যাদি রাখেন। কিন্তু তেমনটা করা ঠিক নয়।। পাখিদের জন্য ঘরে জল-খাবার না রেখে বাইরে দেওয়া উচিত। বাড়িতে পায়রা আনাগোনা বন্ধ করুন, কারণ এটি আর্থিক সংকটের কারণ হয়ে উঠতে পারে। 

  • 3/9

বাড়িতে কাঁটাযুক্ত গাছ লাগাবেন না - ঘরে কাঁটাযুক্ত বা দুধযুক্ত গাছ যেমন ক্যাকটাস, রাবার উদ্ভিদ ইত্যাদি লাগাবেন না। বিশেষ করে তুলসী গাছের সঙ্গে বা কাছাকাছি এই গাছগুলি যেন একেবারেই না থাকে। কারণ এগুলি রাহু এবং শনির প্রতিনিধিত্ব করে। 

  • 4/9

ঝাঁটা - ঝাঁটা বা ঝাড়ু সবসময় লোকচক্ষুর আড়ালে রাখতে হবে। ঝাড়ুকে লক্ষ্মী ও শুক্রের প্রতীক মনে করা হয়। ঝাড়ু সবসময় সোফা বা খাটের নিচে লুকিয়ে রাখুন। ঝাড়ু কখনই দাঁড় করিয়ে রাখবেন না। 
 

  • 5/9

নষ্ট জিনিসপত্র রাখবেন না - খারাপ ঘড়ি, ভাঙা কাঁচ, কোনও খারাপ হয়ে যাওয়া ইলেকট্রনিক জিনিস, মরিচা পড়া লোহা, বৃষ্টিতে ভিজে যাওয়া কাঠ, ভাঙা চিনা বা মাটির পাত্র, ভাঙা আসবাবপত্র বা ভাঙা টুকরো, এগুলি হল গ্রহের পিড়িত অবস্থা। তাই অবিলম্বে এগুলি ঘর থেকে বের করুন। 

  • 6/9

সিঁড়ির নিচে রান্নাঘর বানাবেন না - বাড়িতে সিঁড়ির নিচে রান্নাঘর বা বাথরুম বানাবেন না। সিঁড়ির নিচে ইনভার্টার, জুতা ও স্লিপার রাখবেন না। বাস্তু অনুসারে, সিঁড়ি জীবনে উচ্চতা নিয়ে যায়। তাই সিঁড়ির নিচে এসব জিনিস তৈরি করা থেকে বিরত থাকুন। 

  • 7/9

দরজার আওয়াজ - দরজা খোলার সময় কোনও কারণে শব্দ হলে বা মাটিতে ঘষে দরজা খুললে সঙ্গে সঙ্গে তা সারিয়ে নিন। কারণ এটি আর্থিক সংকটের কারণ হয়ে উঠতে পারে।

আরও পড়ুন"এখনও জোকার-সুলভ কথা বলছে", দিলীপকে পালটা বাবুলের

  • 8/9

ছিঁড়ে যাওয় পোশাক - ছেঁড়া জামা- ছেঁড়া জিন্স বা ছেঁড়া জামাকাপড় একেবারেই পরবেন না। ইন ফ্যাশন হলেও না।  সবসময় পরিষ্কার, পারফিউম দেওয়া এবং ইস্ত্রি করা কাপড় পরুন। তাতে শুক্র শক্তিশালী হবে এবং জীবনের আর্থিক সমস্যা দূর হবে। 

  • 9/9

স্যাঁতস্যাঁকে ঘর নয় - ঘর স্যাঁতসেঁতে হলে অবলম্বে তা ঠিক করুন। এটি শনি এবং রাহুর একটি খারাপ সংমিশ্রণ যা অর্থহানি ঘটয়া। একইসঙ্গে ত্বকে সংক্রমণের আশঙ্কাও দেখা দেয়।  

 

আরও পড়ুনক্যানসারে আক্রান্ত? মাত্র ১৫ সেকেন্ডে জেনে নিন স্মার্টফোনে

Advertisement
Advertisement