Advertisement

ধর্ম

Vastu Tips: সংসারে অশান্তি-টাকার অভাব? আয়নাটা কোথায় আছে দেখুন তো!

Aajtak Bangla
Aajtak Bangla
  • 07 Jan 2022,
  • Updated 12:19 PM IST
  • 1/9

প্রত্যেক মানুষই চায় যে, তার জীবন সুখকর হোক! তবে অনেক সময় হাজার চেষ্টা করেও যখন ফল মেলে না, জীবনে দুর্ভোগ কমে না, তখন সেটাকে ভাগ্যের দোষ বলেই মনে করা হয়।

  • 2/9

বাস্তুশাস্ত্রে এমন বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে, যেগুলি মেনে চললে ভাগ্যের দোষ কাটিয়ে সহজেই সুখকর জীবনযাপন সম্ভব। বাস্তুশাস্ত্রের প্রতি মানুষের নির্ভরতা ক্রমশ বাড়ছে। কারণ, ইদানীং বাস্তুশাস্ত্রের কার্যকারীতা অনেকেই সম্পর্কে অবগত হচ্ছেন।

  • 3/9

অনেক ক্ষেত্রে দেখা যায় যে, গ্রহ দোষ না থাকা সত্ত্বেও সংসারে, ব্যক্তিগত জীবনে সমস্যা হচ্ছে, প্রতি পদে বাধা-বিপত্তি আসছে। তখন বুঝতে হবে, বাড়িতে কোনও রকম বাস্তু দোষ বা ত্রুটি তৈরি হয়েছে। বাস্তুশাস্ত্রে আয়নার জন্য কিছু নিয়ম বলে দেওয়া হয়েছে, যা মেনে চললে পরিবারে সুখ ও সমৃদ্ধি আসে।

  • 4/9

যদি কেউ সঠিকভাবে, ঘরের সঠিক স্থানে আয়না রাখে, তবে তার ব্যক্তিগত জীবনের একাধিক সমস্যা, উপার্জন বৃদ্ধির ক্ষেত্রে বাধা কেটে যায়। বাস্তুশাস্ত্র অনুযায়ী, আয়না রাখার ক্ষেত্রে যদি কোনও ভুল করে থাকেন, তাহলে এর জন্য আপনার স্বাস্থ্য, সম্পদ এবং উন্নতিতে সমস্যা হতে পারে। চলুন বিষটি সম্পর্কে জেনে নেওয়া যাক...

  • 5/9

বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়ির উত্তর বা পূর্ব দেওয়ালে অবস্থিত বেসিনের উপরে একটি আয়না রাখুন। এটা সংসারের জন্য শুভ। ঘরে একটি ছোট এবং সংকীর্ণ অংশে একটি আয়না রাখতে পারলে তার অলৌকিক প্রভাব পড়ে ওই বাড়িতে বসবাসকারী ব্যক্তিদের জীবনের নানা ক্ষেত্রে।

  • 6/9

ঘরের যে কোনও কোণে আয়না রাখার সময় খেয়াল রাখতে হবে, তাতে যেন শুভ কিছু প্রতিফলিত হয়। ঘরের দেওয়ালে মুখোমুখি আয়না লাগালে বাড়ির সদস্যদের মধ্যে অস্থিরতা ও বিভ্রান্তির সৃষ্টি হতে পারে।

  • 7/9

ঘরের দেয়ালে আয়না রাখার সময় খেয়াল রাখবেন আয়না যেন খুব উঁচুতে বা খুব নিচুতে না থাকে। এতে বাড়ির সদস্যদের নানা শারীরিক বা স্বাস্থ্য সমস্যা হতে পারে। ভাঙা আয়না বাড়ি থেকে দ্রুত সরিয়ে ফেলা জরুরি। না হলে ব্যক্তিগত জীবনের একাধিক সমস্যা, উপার্জন বৃদ্ধির ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে।

  • 8/9

বেডরুমে বিছানার সামনে যদি আয়না থাকে তবে তা অবিলম্বে সরিয়ে ফেলুন। কারণ, এখানে আয়নার উপস্থিতি দাম্পত্য ও পারস্পরিক সম্পর্ককে নষ্ট করে দিতে পারে। বিছানার ঠিক সামনে আয়না থাকলে স্বামী-স্ত্রীর বৈবাহিক সম্পর্কে তিক্ততা সৃষ্টি হতে পারে।

  • 9/9

বিশেষ দ্রষ্টব্য:
এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং বাস্তুশাস্ত্রে বলা তথ্যের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, bangla.aajtak.in কোনও ধরনের অন্ধবিশ্বাস, কুসংস্কারকে সমর্থন করে না। কোনও তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নিন।
 

Advertisement
Advertisement