Advertisement

ধর্ম

Palmistry: হাতের উল্টো পিঠ দেখে জেনে নিতে পারেন আপনার ভাগ্য, কীভাবে ?

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 08 Jan 2022,
  • Updated 2:33 PM IST
  • 1/8

হস্তরেখা দেখে ভাগ্যে কী আছে তা জ্যোতিষীরা বলে দেন অনায়াসেই। সেক্ষেত্রে দেখা হয়, ডান বা বাঁ হাতের তালু। কিন্তু জানেন কি? পিছনের অংশ অর্থাৎ হাতের বিপরীত দিকও আপনার ভাগ্য সম্পর্কে অনেক কিছু বলে। ভাগ্যের রেখা হাতের উল্টো দিকেও লুকিয়ে থাকে।
 

  • 2/8

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, তালুর বিপরীত দিক থেকেও আপনি আপনার ভাগ্য জানতে পারেন। এর পাশাপাশি জীবনকে সুখী করার উপায়ও জানতে পারবেন। 

  • 3/8

হাতের তালুর উল্টো দিকে লোম থাকলে মানুষ নরম ও সরল প্রকৃতির হয়। তিল বা রেখার জাল থাকযে, তাহলে সেই ব্যক্তি খুব বেশি চিন্তায় থাকেন। এই লোকেরা ছোটখাটো বিষয় নিয়ে চাপে পড়েন। অন্যদিকে, যদি বিপরীত দিকে একটি সরল রেখা দেখা যায়, তবে এই ধরনের মানুষেরা খুব ভাগ্যবান হন এবং জীবনেও খুব সফল হন।
 

  • 4/8

হাতের পিছনের দিকে কোনও আঘাতের চিহ্ন থাকলে তা জীবনের সংগ্রাম বাড়িয়ে দেয়।

  • 5/8

যদি উভয় হাতের বিপরীত দিকের গায়ের রঙ ভিন্ন হয়, অর্থাৎ একটি হাত বেশি পরিষ্কার এবং একটি কম পরিষ্কার হয়, তাহলে এ ধরনের ব্যক্তিদের প্রথমে চাকরি পেলেও, পরে ব্যবসা করে।
 

  • 6/8

হাতের উল্টো  পিঠে কোনও আঙুলে যদি ক্রস চিহ্ন থাকে, তাহলে এই ধরনের ব্যক্তিরা চাকরি করেন না, নিজের ব্যবসা করেন।

  • 7/8

বয়সের আগে যদি উল্টো হাতে বলিরেখা দেখা দেয়, তাহলে দাম্পত্য জীবনে বাধা আসে। অন্যদিকে হাতের উল্টো দিকে ত্বক সুন্দর ও কোমল হলে এমন অবস্থায় বিবাহিত জীবন ভালো থাকে।
 

  • 8/8

উল্টো দিকে জয়েন্টের মাঝখানে গভীর গর্ত থাকলে এমন ব্যক্তিদের বিবাহিত জীবন বারবার বাধাগ্রস্ত হয় তবে পরে সবকিছু ঠিক হয়ে যায়।
 

Advertisement
Advertisement