Advertisement

ধর্ম

Vastu Tips For Money : পকেটে থাকবে টাকা-গৃহে আসবে সমৃদ্ধি, শুধু মেনে চলুন এই ৬ নিয়ম

Aajtak Bangla
  • দিল্লি,
  • 06 Nov 2022,
  • Updated 2:14 PM IST
  • 1/7

মানুষের জীবনে জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্রের বিশেষ গুরুত্ব রয়েছে। জ্যোতিষশাস্ত্রে যেমন অর্থাভাব দূর করার বিধান রয়েছে, তেমনই বাস্তুশাস্ত্রেও অর্থিক লাভের অনেক উপায় দেখানো হয়েছে। আর সেগুলি ঠিকঠাকভাবে অবলম্বন করলে পরিবারে আসে সুখ-সমৃদ্ধি, দূর হয়ে যায় সমস্ত সমস্যা। 
 

  • 2/7

১. বৃহস্পতিকে গ্রহদের গুরু বলে মনে করা হয়। কথিত আছে যে সমস্ত মানুষের রাশিচক্রে বৃহস্পতি শক্তিশালী, তাঁরা জীবনে প্রচুর সুখ ও সমৃদ্ধি লাভ করেন। তাই যদি বৃহস্পতি দুর্বল হয়, তাহলে সেটিকে মজবুত করার চেষ্টা করুন।

  • 3/7

২. যদি বাড়িতে কোনও ধরণের নেতিবাচক শক্তির উপস্থিতি অনুভব করেন তাহলে অবশ্যই একটি তুলসী গাছ লাগান। হিন্দু ধর্ম অনুসারে, তুলসী গাছ অত্যন্ত পবিত্র এবং এটি ঘরে ইতিবাচক শক্তিকে নিয়ে আসে। যার জেরে ঘরে অর্থাগমও হয়।

  • 4/7

৩. বাড়িতে অর্থের অভাব রয়েছে, বা কোনও ধরনের বিবাদে ভুগছেন? তাহলে বাড়ির উত্তর-পূর্ব দিকটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। তাতে দেবতাদের আশীর্বাদ তো পাবেনই, সঙ্গে অর্থিক সমস্যারও সমাধান হবে।

  • 5/7

৪. বাড়িতে ব্যাকটাস বা কাঁটাযুক্ত উদ্ভিদের জন্মানো খুবই অশুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয়। যদি বাড়িতে এই ধরনের গাছপালা জন্মায়, তাহলে অবিলম্বে সেগুলিকে উপড়ে ফেলুন। পরিবর্তে এমন গাছ লাগান যা বাড়িতে ইতিবাচক শক্তিকে বয়ে নিয়ে আসে।

  • 6/7

৫. যে কোনও বাড়িতেই ঠাকুর ঘর খুব গুরুত্বপূর্ণ। তাই বাড়ির পুজোর স্থানটি খুব ভেবেচিন্তে নির্ধারণ করা উচিত। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে পুজোর স্থান সবসময় উত্তর-পূর্ব দিকে রাখাই শুভ। তাতে ঘরে সমৃদ্ধি আসে।

প্রতীকী ছবি - শিয়ালদা দক্ষিণে চলন্ত ট্রেনে ব্যবসায়ীকে এলোপাথাড়ি কোপ, আতঙ্কে যাত্রীরা

  • 7/7

৬. বাস্তু মতে অকারণে কল বা ট্যাঙ্ক থেকে জল পড়া অশুভ। তাতে বাড়ির সমৃদ্ধি থমকে যায়। তাই বাড়িতে যদি এমন কোনও সমস্যা থাকে, তাহলে অবিলম্বে তার সমাধান করুন।

Advertisement
Advertisement