Advertisement

Mahadev Favorite Zodiac: মহাদেবের প্রিয় এই ৪ রাশি, শ্রাবণ মাসে পুজো দিলেই মিলবে বিশেষ আশীর্বাদ

Lord Shiva favorite zodiac signs: শ্রাবণ মাস মানেই ভক্তির আবহ। এই সময়টা শিবভক্তদের জন্য অত্যন্ত পবিত্র বলে ধরা হয়। শাস্ত্রমতে, শ্রাবণ মাসে শিবের পুজো করলে জীবনে শান্তি, সমৃদ্ধি ও রোগমুক্তি আসে।

যাঁরা এই ৪টি রাশির অন্তর্গত, তাঁরা যদি এই শ্রাবণ মাসে নিষ্ঠাভরে শিবপুজো করুন।যাঁরা এই ৪টি রাশির অন্তর্গত, তাঁরা যদি এই শ্রাবণ মাসে নিষ্ঠাভরে শিবপুজো করুন।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Jul 2025,
  • अपडेटेड 8:05 PM IST
  • সময়টা শিবভক্তদের জন্য অত্যন্ত পবিত্র বলে ধরা হয়।
  • শ্রাবণ মাসে শিবের পুজো করলে জীবনে শান্তি, সমৃদ্ধি ও রোগমুক্তি আসে।
  • আসুন জেনে নেওয়া যাক সেই ৪টি রাশির কথা।

Lord Shiva favorite zodiac signs: শ্রাবণ মাস মানেই শিবপুজো। এই সময়টা শিবভক্তদের জন্য অত্যন্ত পবিত্র বলে ধরা হয়। শাস্ত্রমতে, শ্রাবণ মাসে শিবের পুজো করলে জীবনে শান্তি, সমৃদ্ধি ও রোগমুক্তি আসে। তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এমন ৪টি রাশি আছে, যাঁরা এই মাসে মহাদেবের বিশেষ আশীর্বাদ পান। এই রাশির জাতক-জাতিকারা যদি শ্রাবণ মাসে নিষ্ঠা সহকারে শিবপুজো করেন, তাহলে তাঁদের জীবনে বড় ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

আসুন জেনে নেওয়া যাক সেই ৪টি রাশির কথা:

১. বৃশ্চিক (Scorpio)

বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা শ্রাবণ মাসে শিবপুজো করলে তাঁদের জীবনে আর্থিক উন্নতি ঘটে। বহু দিন ধরে আটকে থাকা কাজও এগিয়ে যায়। কর্মক্ষেত্রে সম্মান ও প্রভাব বাড়ে। এই রাশির জাতকরা যদি প্রতি সোমবার নির্জলা উপবাস রেখে 'ওঁ নমঃ শিবায়' মন্ত্র জপ করেন, তাহলে তাঁদের শারীরিক এবং মানসিক শান্তি বজায় থাকে।

২. কুম্ভ (Aquarius)

কুম্ভ রাশির সঙ্গে শিবের গভীর যোগ রয়েছে। এই রাশির জাতকরা যদি শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল ও বেলপাতা নিবেদন করেন, তবে জীবনের বাধা, দুশ্চিন্তা ও মানসিক চাপ কমে যায়। ছাত্রছাত্রীদের জন্য সময় অত্যন্ত অনুকূল হয়। পরীক্ষায় সাফল্য, চাকরি বা উচ্চশিক্ষার জন্য দারুণ সুযোগ আসে।

৩. মেষ (Aries)

মেষ রাশির জাতকরা খুবই কর্মঠ ও উদ্যমী হন। শ্রাবণ মাসে মহাদেবের আরাধনা করলে তাঁদের ধৈর্য ও আত্মবিশ্বাস অনেক গুণ বেড়ে যায়। বেকারদের চাকরির সুযোগ আসতে পারে। ব্যবসায়ীরা লাভের মুখ দেখতে পারেন। শিবকে গঙ্গাজল দিয়ে স্নান করালে ও রুদ্রাভিষেক করলে বিশেষ ফল পাওয়া যায়।

৪. কর্কট (Cancer)

এই রাশির জাতকরা সহজে আবেগপ্রবণ হন। শ্রাবণ মাসে মহাদেবের পূজার মাধ্যমে তাঁরা মানসিক ভারসাম্য রক্ষা করতে পারেন। পারিবারিক অশান্তি কমে। বিবাহ বা সম্পর্ক সংক্রান্ত জট কাটে। যদি শিবচতুর্দশী তিথিতে ব্রহ্মমুহূর্তে শিবপুজো করেন, তাহলে সংসার জীবন আরও মজবুত হয়।

শিবপুজোর সহজ নিয়ম

শ্রাবণ মাসে প্রতি সোমবার সূর্যোদয়ের আগে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে শিবমন্দিরে যান। শিবলিঙ্গে দুধ, গঙ্গাজল, বেলপাতা, ধুতুরা ও চন্দন নিবেদন করুন। সঙ্গে জপ করুন — "ওঁ নমঃ শিবায়"।

Advertisement

মনে রাখবেন
যাঁরা এই ৪টি রাশির অন্তর্গত, তাঁরা যদি এই শ্রাবণ মাসে নিষ্ঠাভরে শিবপুজো করেন, তাহলে জীবনের বহু সমস্যার সমাধান হতে পারে। তবে মনে রাখবেন, মহাদেবের আরাধনায় সততা ও বিশ্বাসই সবচেয়ে বড় চাবিকাঠি।

দ্রষ্টব্য: রাশি, জ্যোতিষ, ধর্ম সংক্রান্ত প্রতিবেদনগুলি লোকমতভিত্তিক। প্রকাশক-সম্পাদক এগুলির সত্যতা নিশ্চিত করে না।

Read more!
Advertisement
Advertisement