গোটা দেশের হিন্দুদের জন্যে একটি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত শুভ উৎসব অক্ষয় তৃতীয়া (Akshaya Tritiya)। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়ার পুজো হয়। যে কোনও কাজ সম্পন্ন করার জন্য এদিন অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
সংস্কৃত অনুসারে 'অক্ষয়' শব্দের অর্থ হল 'যার কোনও ক্ষয়' নেই অর্থাৎ যা কখনোও শেষ হয় না। তাই মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় করা যে কোনও কাজ অক্ষয় থাকে। সেই সঙ্গে শাস্ত্র মতে, অক্ষয় তৃতীয়া সুখ প্রদানকারী এবং পাপ নাশকারী তিথি। তাই এই দিনে জপ, যজ্ঞ, পিতৃ-তর্পণ, দান-পুণ্য করার শুভ।
অক্ষয় তৃতীয়ায়, বেশিরভাগ মানুষ সোনা কেনেন কারণ এটি বিশ্বাস করা হয় যে, এই দিনে সোনা কিনলে ভবিষ্যতে সমৃদ্ধি হয়।
অক্ষয় তৃতীয়া-র দিনক্ষণ
আগামী ১৪ মে (বাংলায় ৩০ বৈশাখ) অক্ষয় তৃতীয়ার শুভ তিথি পড়েছে। ১৪ মে সকাল ৫টা ৩৮ মিনিট থেকে ১৫ মে সকাল ৭টা ৫৯ মিনিট পর্যন্ত তৃতীয়া থাকবে। সকাল ৫টা ৩৮ মিনিট থেকে দুপুর ১২টা ১৮ পর্যন্ত মোট সময়- ৬ ঘণ্টা ৪০ মিনিট অক্ষয় তৃতীয়া পুজোর শুভক্ষণ থাকছে।
অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার শুভ সময়
অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার সময়কাল ১৪ মে ৫.৩৮ থেকে ১৫ মে ১০.৩৬ পর্যন্ত (সময়কাল: ২৩ ঘন্টা ৫২ মিনিট) থাকবে।
আরও পড়ুন: পুজোয় ফুল আবশ্যক! জানুন এর আসল মাহাত্ম্য
হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে, অক্ষয়া তৃতীয়া দিনই ত্রেতা যুগ শুরু হয়েছিল। সাধারণত অক্ষয় তৃতীয়া এবং ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্মবার্ষিকী একই দিনে পড়ে। তবে, কখনও পরশুরাম জয়ন্তী ও অক্ষয় তৃতীয় একদিন আগে- পড়েও পড়তে দেখা গেছে।