Advertisement

ঠাকুরের আসনে একাধিক শিবলিঙ্গ? না রাখাই ভালো, শিবঠাকুরের ছবিও বাড়িতে একটিই রাখুন

আপনার বাড়িতে ঠাকুরের আসনে কটি শিবলিঙ্গ রয়েছে? যদি একাধিক থাকে তবে না রাখাই ভালো। শোনা যায় একাধিক শিবলিঙ্গ থাকলে নাকি শিবপুজোয় বাধ বিপত্তি আসে। আর হ্যাঁ, ভুলেও বাড়িতে সাদা শিবলিঙ্গের পুজো করবেন না। কারণ সাদা শিবলিঙ্গ মহিলাদের স্পর্শ করা বারণ।

ফাইল ছবিফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Oct 2020,
  • अपडेटेड 12:13 PM IST
  • ঠাকুরের আসনে রাখুন একটিই শিবলিঙ্গ
  • শিবঠাকুরের একটিই ছবি রাখুন বাড়িতে
  • বাড়িতে নটরাজের মূর্তি রাখবেন না

দেবাদিদেব মহাদেব, এমনিতে তিনি শান্তই, ভক্তি ভরে ডাকলে ভক্তের মনোবাঞ্ছা তিনি নাকি ঠিক পূরণ
করেন। কিন্তু রেগে গেলেই ভয়ঙ্কর। তাই বাবার পুজো করতে হবে নিষ্ঠা ভরে ও নিয়ম মেনে। 

বাড়িতে ঠাকুরের আসনে কটি শিবলিঙ্গ?

আপনার বাড়িতে ঠাকুরের আসনে কটি শিবলিঙ্গ রয়েছে? যদি একাধিক থাকে তবে না রাখাই ভালো।
শোনা যায় একাধিক শিবলিঙ্গ থাকলে নাকি শিবপুজোয় বাধ বিপত্তি আসে। আর হ্যাঁ, ভুলেও বাড়িতে 
সাদা শিবলিঙ্গের পুজো করবেন না। কারণ সাদা শিবলিঙ্গ মহিলাদের স্পর্শ করা বারণ। এখানেই শেষ
নয়, পুজোর ক্ষেত্রেও রয়েছে বেশকিছু আচার বিচার। যেমন, শিবপুজো করতে হয় সবসময় দক্ষিণ দিকে 
মুখ করে। সবসময়ই বাবার মাথায় ও নিচে বেলপাতা দিয়ে রাখবেন। পুজো করবেন ঘি মাখিয়ে। আর 
সোমবার, উপবাস রেখে বাবার মাথায় দুধ গঙ্গাজল তিন, ব্যাস তাহলেই বাবা সন্তুষ্ট।

আরও পড়ুন

মহাদেবের ছবি একটিই রাখুন

শুধু শিবলিঙ্গ নয়, মহাদেবের ছবিও বাড়িতে একটিই রাখুন। তবে যেখানে সেখানে রাখলে কিন্তু হবে না। শাস্ত্র মতে শিব ঠাকুরের মূর্তি বা ছবি সবসময় বাড়ির উত্তর পূর্ব দিকে মুখ করে রাখতে হয়। আর কখনোই বাবার মূর্তি বা ছবি মাটিতে রাখবেন না। যদি একান্তই রাখতে হব, তবে জায়গাটি ভালোভাবে পরিস্কার করে সাদা কাপড়ের ওপর বসান বাবাকে। এতে বাবার আশীর্বাদ পাবেন, পরিবারের সমৃদ্ধি হবে। 

বাবার ধ্যানমগ্ন ছবিতে গৃহস্থের কল্যাণ

সবসময় বাড়িতে বাবার ধ্যনমগ্ন ছবি বা মূর্তি রাখবেন। এতে গৃহকর্তার কল্যাণ হবে। পরিবারের বাকিদেরও মন শান্ত থাকবে। সবাই মিলে মিশে থাকবে। কিন্তু ভুলেও নটরাজের মূর্তি রাখবেন না। শাস্ত্র মতে নটরাজের মূর্তি রাখলে অমঙ্গলের আশঙ্কা থাকে। তাহলে সবাই মিলে একবার ভক্তি ভরে বলুন, জয় ভোলেনাথ।  

Read more!
Advertisement
Advertisement