চলে এল আষাঢ়। এ মাসের শুরুতেই অম্বুবাচী। পঞ্জিকা মতে,৭ থেকে ১০ আষাঢ় পর্যন্ত অম্বুবাচী পালন করা হয় এই পার্বণ। সনাতনী মতে, আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণ শেষ হলে মা বসুন্ধরা ঋতুমতী হন। তখনই উৎযাপিত হয় অম্বুবাচী। এইসময় চাষাবাস নিষিদ্ধ। ঘটা করে অম্বুবাচী পালিত হয় কামরূপ কামাক্ষ্যায়। ঋতুমতী হন স্বয়ং দেবী। বন্ধ থাকে মন্দিরের দরজা।
সূর্যের দক্ষিণায়নের দিন থেকে তিন দিন অর্থাৎ আষাঢ়ের ৭ তারিখ থেকে ১০ তারিখে উৎযাপন করা হয় অম্বুবাচী। চলতি বছর ২২ জুন শুরু অম্বুবাচী। চলবে ২৫ জুন পর্যন্ত। এই সময় গ্রামবাংলায় পিঠে পায়েস বানানোর রীতি আছে এই সময়। নানা ধরনের ব্রতও রয়েছে।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী-
অম্বুবাচী প্রবৃত্তি (শুরু)- ২২ জুন বাংলায় ৭ আষাঢ়, বুধবার, সকাল ১১টা ৪৪ মিনিটে
অম্বুবাচী নিবৃত্তি (শেষ)- ২৫ জুন, বাংলায় ১০ আষাঢ় শনিবার রাত ১১টা ৩৪ মিনিটে।
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী-
অম্বুবাচী প্রবৃত্তি (শুরু)- ২২ জুন, বাংলায় ৭ আষাঢ়, বুধবার, রাত ৮টা ১৮ মিনিট ১৩ সেকেন্ড।
অম্বুবাচী নিবৃত্তি (শেষ)- ২৬ জুন, বাংলায় ১১ আষাঢ়, রবিবার, ৮টা ৪১ মিনিট ৫১ সেকেন্ড।
কথিত আছে,আষাঢ় মাসে সূর্য মিথুন রাশিতে প্রবেশের সময় ঋতুমতী হয়ে ওঠেন ভূদেবী। পুরাণ বলছে, তিনি কশ্যপ প্রজাপতির কন্যা ভূদেবী। রামায়ণে তিনি সীতার মা। আবার আর একটি মত হল, দ্বাপরযুগে কৃষ্ণের স্ত্রী সত্যভামা রূপে জন্মেছিলেন ভূদেবী। বর্ষার আগে অম্বুবাচীতে ঋতুমতী হন তিনি।
শক্তির আর এক রূপ দেবী কামাক্ষ্যা রজঃস্বলা হন অম্বুবাচীতে। যোনিপীঠের উপর বিছিয়ে দেওয়া সাদা কাপড়। ২২ থেকে ২৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে মন্দির। ওই সময় সাদা কাপড় লাল হয়ে ওঠে। চার দিন ধরে চলে অম্বুবাচীর মেলা। কথিত আছে, এই সময়ে তন্ত্রচর্চা করলে শ্রেষ্ঠ ফল মেলে। তান্ত্রিক, অঘোরীদের ভিড় জমে কামাক্ষ্যায়। বছরের তন্ত্র সাধনার সবচেয়ে সেরা দিন শনিবারের অষধি অমাবস্যা। গত দু'বছর কোভিডের কারণে অম্বুবাচী মেলা হয়নি। এ বার মেলা বসছে বলে জানিয়েছে কামাক্ষ্যা মন্দির কর্তৃপক্ষ।
কী করবেন না অম্বুবাচীতে-
- গুরুদেব বা গুরুমার পুজো করতে পারেন। এতে কোনও বাধা নেই।
- ঘরে দেবীর ছবি বা মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখুন। দেবীর সকল রূপকেই ঢেকে রাখুন। মা লক্ষ্মীকেও।
-অম্বুবাচীর পর দেবীর কাপড় খুলে দেবেন। নিবেদন করুন দুধ আম। এতে শুভ ফল মেলে।
- কোনও মাঙ্গলিক কাজ করবেন না। বিবাহ, গৃহপ্রবেশ তো নয়ই।
- বৃক্ষরোপন ও ভূমিকর্ষণ বা চাষাবাস নিষিদ্ধ।
-মন্ত্র জপ করে পুজো করবেন না। কেবল প্রদীপ দেখান।
- বাড়ি, জমি বা দামি জিনিস কিনবেন না।
- সাপকে আঘাত করবেন না।
- চলাফেরায় নিয়ন্ত্রণ রাখুন।
আরও পড়ুন- কম বয়সেই ধনী হন মাসের এই তারিখে জন্মানো ব্যক্তিদের, ব্যবসাতেও সফল