Advertisement

নিজের হাতে মা'কে সাজাবেন অনুব্রত, ৫৪০ ভরি গয়না পরবেন কালী

চন্দ্রনাথ সিনহা জানান, 'প্রতিবারের মতো এবারেও শ্যামাপুজোর আয়োজন করা হচ্ছে। আগামিকাল (Tomorrow) থেকেই মূলত শুরু হয়ে যাচ্ছে উৎসব। আগামিকালই আসবে মায়ের মূর্তি এবং গয়নায় সাজিয়ে তোলা হবে প্রতিমাকে।' 

শ্যামাপুজোর আয়োজন অনুব্রত মণ্ডলেরশ্যামাপুজোর আয়োজন অনুব্রত মণ্ডলের
ভাস্কর মুখোপাধ্যায়
  • বীরভূম,
  • 01 Nov 2021,
  • अपडेटेड 9:08 AM IST
  • এবারেও শ্যামাপুজোর আয়োজন অনুব্রতর
  • আগামিকাল আসবে মূর্তি
  • শুক্রবার মায়ের বিসর্জন

মাঝে আর মাত্র ২ দিন। তারপরেই কালপুজো (Kali Puja 2021)। আলোর রোশনাইতে সেজে উঠবে গোটা বাংলা। সেই উপলক্ষ্যে প্রতিবারের মতো এবারও শ্যমাপুজোর আয়োজন করছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এবারে মায়ের অঙ্গে মোট ৫৪০ ভরি গয়না থাকবে বলে জানা গিয়েছে।

সোমবার এক সাংবাদিক সম্মেলনে বীরভূম জেলার আরও এক শীর্ষ তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, 'প্রতিবারের মতো এবারেও শ্যামাপুজোর আয়োজন করা হচ্ছে। আগামিকাল (Tomorrow) থেকেই মূলত শুরু হয়ে যাচ্ছে উৎসব। আগামিকালই আসবে মায়ের মূর্তি এবং গয়নায় সাজিয়ে তোলা হবে প্রতিমাকে।' 

শ্যামাপুজোর আয়োজন অনুব্রত মণ্ডলের

এই উপলক্ষ্যে প্রত্যেককে মাতৃ মূর্তি দর্শন করার আমন্ত্রণ জানান চন্দ্রনাথ সিনহা (Chandranath Sinha)। তিনি বলেন, 'শুধু দলের লোকেরা নন, বাইরের দর্শনার্থীরাও বিভিন্ন সময় মানসিক করেন। তাঁরাও আসবেন। আমার চাই সবার মনোবাঞ্চা পূর্ণ হোক।' 

আরও পড়ুন

একইসঙ্গে মন্ত্রী বলেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে যেভাবে শান্তির বাংলা এগিয়ে যাচ্ছে তা বজায় থাকুক।' পাশাপাশি জেলার নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) যেভাবে বীরভূমকে পিছিয়ে পড়া অবস্থা থেকে এগিয়ে নিয়ে চলেছেন তাতেও মানুষ সন্তুষ্ট বলে জানান তিনি। পুজোর পর শুক্রবার মায়ের বিসর্জন বলে জানান চন্দ্রনাথ সিনহা। 


 

Read more!
Advertisement
Advertisement