Advertisement

Grah Dosh Remedies: রত্নের বিকল্প, গ্রহদোষ কাটাতে যে যে গাছের মূল ধারণ করবেন

Plantary Defects Solution: গাছের মূল বা শিকড় ধারণের ক্ষেত্রে জাতকেরা ডান হাতে এবং জাতিকারা বাম হাতে ধারণ করবেন। কোমরেও পরতে পারেন। শিকড় ধারণের পূর্বে গরিব মানুষকে দান করুন।

নবগ্রহের শান্তিতে যে গাছের মূল ধারণ করবেন।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 Aug 2022,
  • अपडेटेड 4:19 PM IST
  • গাছের মূল বা শিকড় ধারণের ক্ষেত্রে জাতকেরা ডান হাতে এবং জাতিকারা বাম হাতে ধারণ করবেন।
  • গ্রহের বীজমন্ত্রটি ১৬ বার জপ করতে পারেন। 

কোষ্ঠীতে গুরুত্বপূর্ণ স্থান রয়েছে নবগ্রহের। নবগ্রহের শুভ প্রভাবের কারণে একজন ব্যক্তির জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি লাভ করেন। গ্রহগুলি দুর্বল হলে শারীরিক, মানসিক, অর্থনৈতিক ও বিবাহিত জীবনের সমস্যায় ঘিরে ফেলে। জ্যোতিষশাস্ত্রে এমন অনেক প্রতিকারের কথা বলা হয়েছে, যা দিয়ে এই গ্রহগুলির অশুভ প্রভাব কমানো যায়। এর মধ্যে অন্যতম প্রতিকার- গাছের শিকড়। নবগ্রহ শান্তির জন্য এই সব গাছের শিকড় খুবই উপকারী।

গাছের মূল বা শিকড় ধারণের ক্ষেত্রে জাতকেরা ডান হাতে এবং জাতিকারা বাম হাতে ধারণ করবেন। কোমরেও পরতে পারেন। শিকড় ধারণের পূর্বে গরিব মানুষকে দান করুন। গ্রহ শান্তির পূজাপাঠও করতে পারেন। সেই গ্রহের বীজমন্ত্রটি ১৬ বার জপ করতে পারেন। 

সূর্য- যদি কোনও ব্যক্তির কোষ্ঠীতে সূর্য দুর্বল হলে তাঁর নানা কাজে বাধা আসে। উন্নতি করতে পারেন না জীবনে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে না। অশুভ ফল মেলে। রবিবার বেল গাছের শিকড় গোলাপি রঙের সুতোয় পরলে বিশেষ উপকার পাওয়া যায়। কোষ্ঠীতে বাড়ে সূর্যের তেজ। 

চন্দ্র- জ্যোতিষশাস্ত্র অনুসারে চন্দ্র গ্রহের অশুভ প্রভাব দূর করতে বাংলা খেজুর গাছের মূল একটি সাদা কাপড়ে রেখে একটি সাদা সুতো দিয়ে বাঁধুন। এতে উপকার পাবেন।

মঙ্গল- মঙ্গল সবল হলে  শক্তিশালী এবং সাহসী হন কোনও ব্যক্তি। মঙ্গলকে শক্তিশালী করতে লাল কাপড়ে খয়ের গাছের মূল মুড়ে লাল সুতো দিয়ে বাঁধতে পারেন।

বুধ- সবুজ কাপড়ে বেঁধে বৃহদ্বারক মূল ধারণ করতে পারেন। এটি শুধুমাত্র বুধবার পরুন। বুধ শক্তিশালী হলে ব্যক্তি সুবক্তা হন।  

বৃহস্পতি- কোষ্ঠীতে বৃহস্পতি দুর্বল হলে টাকা-পয়সা ও শান্তির অভাব দেখা দিতে পারে। বৃহস্পতিবার একটি হলুদ কাপড়ে কলাগাছের মূল বেঁধে একটি হলুদ সুতো দিয়ে ধারণ করুন।

শুক্র- শুক্র গ্রহ বৈভব আনে জীবনে। শুক্রবার একটি সাদা কাপড়ে রামবাসকের মূল একটি সাদা সুতো দিয়ে ধারণ করুন।

Advertisement

শনি- শনিদেবের লজ্জাবতী গাছ খুবই প্রিয়। তাই শনিবার নীল কাপড়ে নীল সুতো দিয়ে লজ্জাবতী গাছের মূল ধারণ করুন।

রাহু- রাহু গ্রহকে ছায়া গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। এর অশুভ প্রভাব দূর করতে একটি নীল কাপড়ে সাদা চন্দনের টুকরো রেখে নীল সুতো দিয়ে বাঁধুন।

কেতু- কেতুকেও ছায়া গ্রহ হিসেবে ধরা হয়। রাশিতে কেতুকে শক্তিশালী করতে হলে অশ্বগন্ধার মূল বৃহস্পতিবার নীল কাপড়ে নীল সুতো দিয়ে ধারণ করুন।

আরও পড়ুন- দূর হবে কালসর্প যোগ থেকে ভয়, রোগ, জপ করুন শিবের ৬ অলৌকিক মন্ত্র

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement