Dhan Prapti Remedies: প্রচুর অর্থ, প্রতিপত্তি, উন্নতি এবং সুখশান্তি কে না চান! বেশিরভাগ মানুষই মনে মনে চান অর্থসংকট যেন না থাকে। কিন্তু অনেক সময় চেষ্টা করেও ফল মেলে না। শত চেষ্টাতেও শেয়ার বাজারে বা ব্যবসায় লোকসান এড়ানো যাচ্ছে না। অপচয় হচ্ছে অর্থের। কাজের অবনতি হচ্ছে দিনকে দিন। ভাগ্যের সঙ্গ কিছুতেই মিলছে না। জ্যোতিষশাস্ত্রে এই সমস্যাগুলি থেকে মুক্তির উপায় বলে দেওয়া হয়েছে। তেমনই কিছু কার্যকরী প্রতিকার জেনে নিলে প্রচুর অর্থ, সম্মান, সুখ পাওয়ার রাস্তা সহজ হয়ে যায়।
সম্পদ ও সমৃদ্ধির জন্য প্রতিদিন মেনে চলুন এই উপায়গুলি
কর্মজীবনে সাফল্য, সম্মান, উন্নতি দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা থাকে সূর্যের। সূর্যকে শক্তিশালী করার জন্য প্রতিদিন সকালে স্নান করে অর্ঘ্য নিবেদন করুন। সম্ভব হলে ১০৮বার সূর্যমন্ত্রের জপ করুন। দেখবেন আপনার কর্মস্থলে শ্রীবৃদ্ধি হবে।
হিন্দু ধর্মে তুলসীকে দেবী লক্ষ্মীর রূপ হিসেবে পুজো করা হয়। ধনী হতে গেলে মা লক্ষ্মীর কৃপা প্রয়োজন। তাই ঘরে একটি তুলসী গাছ লাগান এবং প্রতিদিন পুজো করুন। প্রতিদিন সকালে স্নান করে তুলসীকে জল অর্পণ করুন। সন্ধ্যায় তুলসীতলায় প্রদীপ জ্বালান। প্রদীপ সরাতে ভুলবেন না।
দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য কনকধারা স্তোত্র এবং লক্ষ্মী স্তোত্র পাঠ সর্বোত্তম উপায়। এতে আর্থিক অবস্থার উন্নতি ঘটে।
ভগবান শিবের কৃপায় জীবনের সমস্ত দুঃখ দূর হয়। অপরিসীম সুখ এবং সমৃদ্ধিও দেয় শিবের বরাভয়। তাই প্রতিদিন শিবলিঙ্গের অভিষেক করুন। সম্ভব হলে দুধের সঙ্গে জল মিশিয়ে করুন য়ে রুদ্রাভিষেক।
রাতে বাড়ির রান্নাঘর নোংরা রাখলে বা বাসনপত্র না মেজে রাখলে মা লক্ষ্মী ও মা অন্নপূর্ণা ক্রুদ্ধ হন। তাই এই ভুলটি কখনই করবেন না। অন্যথায় অর্থের অনটন পিছু ছাড়বে না। প্রতিদিন রান্নাঘর পরিষ্কার করে বাসন মেজেই ঘুমোন।
আরও পড়ুন- সুসময় আসছে জীবনে, এভাবেই আগাম বুঝে যাবেন