Advertisement

Baba Vanga 2025 Prediction: মিলে গেল ২০২৫ নিয়ে বাবা ভাঙ্গার করা ভবিষ্যদ্বাণী, কী ঘটল বছরের শেষে?

২০২৫ সালের শেষ দিকে এসে এমনই এক ভয়াবহ ঘটনা ঘটবে, তা আগে থেকেই সতর্ক করে গিয়েছেন বাবা ভাঙ্গা। বুলগেরিয়ার এই ভবিষ্যৎদ্রষ্টার ভবিষ্যদ্বাণী নাকি সত্য হয়ে গিয়েছে এ বছর। কী এমন ঘটল?

বাবা ভাঙ্গাবাবা ভাঙ্গা
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 27 Nov 2025,
  • अपडेटेड 4:22 PM IST
  • ২০২৫ সালের শেষ দিকে মিলে গেল বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী
  • আগে থেকেই সতর্ক করে গিয়েছেন বুলগেরিয়ার এই ভবিষ্যৎদ্রষ্টা
  • কী এমন ঘটল চলতি বছরের শেষে?

গত ২৩ নভেম্বর ইথিওপিয়ায় হাইলি গুব্বি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করে। যার প্রভাব পড়েছে ভারতের আকাশেও। ১২ হাজার বছর পর এই আগ্নেয়গিরি জেগে উঠেছে। বিজ্ঞানীরা এই ঘটনাটিকে ইতিহাসের সবচেয়ে অসাধারণ ঘটনাগুলির মধ্যে একটি বলে বর্ণনা করেছেন। তবে অনেকেই বলছেন, এটি কোনও কাকতালীয় ঘটনা নয়। কারণ, বুলগেরিয়ার ভবিষ্যৎদ্রষ্টা বাবা ভাঙ্গা আগেই সতর্ক করেছিলেন এই নিয়ে।

অতীতেও অনেক ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছে বাবা ভাঙ্গার। তিনি ১৯৮৬ সালের চেরনোবিল পরমাণু বিপর্যয়, ৯/১১ সন্ত্রাসী হামলা এবং রাজকুমারী ডায়নার মৃত্যু সম্পর্কেও ভবিষ্যদ্বাণী করেছিলেন। যেগুলোর সবক'টিই অত্যন্ত নির্ভুল বলে বিবেচিত হয়েছিল। তিনি ২০২৫ সালের জন্যও বেশ কিছু ভবিষ্যদ্বাণী করেছিলেন। যার মধ্যে একটি কার্যত মিলে গিয়েছে।

২৩ নভেম্বরের অগ্ন্যুৎপাত

২৩ নভেম্বর রবিবার উত্তর-পূর্ব ইথিওপিয়ার হাইলি গুব্বি আগ্নেয়গিরিতে অপ্রত্যাশিত ভাবে অগ্ন্যুৎপাত হয়। সোশ্যাল মিডিয়ায় আগ্নেয়গিরির ভিডিও ছড়িয়ে পড়ে। মানুষ আতঙ্কিত হয়ে পড়ে সেই বীভৎস আগ্নেয়গিরির ছবি, ভিডিও দেখে। ধোঁয়া এবং ছাইমেঘ আকাশে উঠে যায়। বিজ্ঞানীদের মতে, অগ্ন্যুৎপাতের ফলে আশপাশের গ্রাম ও কৃষকরাও ক্ষতিগ্রস্ত হয়। আগ্নেয়গিরির কারণে উড়ান পরিষেবাও বিঘ্নিত হয়।

এক প্রত্যক্ষদর্শী অ্যাসোসিয়েটেড প্রেস-কে সেই ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করে বলেন, 'মনে হচ্ছিল যেন ধোঁয়া এবং ছাইয়ের বোমা হঠাৎ বিস্ফোরণ ঘটিয়েছে।' প্রত্যক্ষদর্শী আরও বলেন, 'সোমবারের মধ্যে পুরো গ্রাম ছাইয়ে ঢেকে যায়।'

১২ হাজার বছর পর আগ্নেয়গিরির আকস্মিক অগ্ন্যুৎপাতের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই অনলাইনে নানারকম তথ্য শেয়ার হতে থাকে। বিজ্ঞানীদের মতে, শেষবার এই আগ্নেয়গিরি জেগে উঠেছিল বরফযুগের শেষের দিকে। তাই মানুষ এটি নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলছে এবং এই খবর ইন্টারনেটে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে।

এদিকে, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পরপরই একদল মানুষ বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী সম্পর্কে প্রশ্ন করতে শুরু করেছে। অনেকে অনুমানও করে ফেলেছে, ২০২৫ সাল সম্পর্কে এই ভবিষ্যদ্বাণীই করেছিলেন বাবা ভাঙ্গা।

Advertisement

আগ্নেয়গিরির ভবিষ্যদ্বাণীর সঙ্গে বাবা ভাঙ্গার কোনও সম্পর্ক রয়েছে?

ইউরোনিউজ দাবি করেছে, বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী ইঙ্গিত দেয়, ২০২৫ সালে বেশ কয়েকটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত সম্ভব। তবে সকলে এই মতামত মানতে নারাজ। অনেকেই বলেন, প্রায় ৩০ বছর আগে মারা যাওয়া একজন মহিলা ভবিষ্যৎদ্রষ্টা ঘটনাগুলি এত নিশ্চিত ভাবে ভবিষ্যদ্বাণী করতে পারেন কি? সেক্ষেত্রে এই ভবিষ্যদ্বাণীগুলিকে অন্ধ ভাবে বিশ্বাস করা ভুল হবে বলে মনে করেন অধিকাংশ।

বাবা ভাঙ্গা নাম করে ছড়িয়ে দেওয়া বেশিরভাগ ভবিষ্যদ্বাণীই খুব অস্পষ্ট। মানুষ এই ভবিষ্যদ্বাণীগুলিকে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করে। উদাহরণস্বরূপ, আগ্নেয়গিরির ভবিষ্যদ্বাণীকে কেবল হেইলি গুব্বির সঙ্গেই নয়, রাশিয়ার কামচাটকা উপত্যকায় জেগে ওঠা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সঙ্গেও তুলনা করা হয়।

কিন্তু বৈজ্ঞানিক কারণ হল, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত কোনও বিরল ঘটনা নয়, কোনও ভবিষ্যদ্বাণীর দ্বারাও এটি ঘটে না। ব্রিটিশ ভূতাত্ত্ববিদ্যা অনুসারে, প্রতি বছর প্রায় ৫০ থেকে ৭০টি আগ্নেয়গিরি জেগে ওঠে।

Read more!
Advertisement
Advertisement