Advertisement

Bhai Phota 2022: ভাইফোঁটার সময় মুখ থাকবে কোন দিকে? অমঙ্গল এড়াতে মেনে চলুন এই নিয়মগুলি

Bhai Phota 2022: কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বাঙালির ঘরে ঘরে অনুষ্ঠিত হয় ভাইফোঁটা। ভাই- দাদার দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে দিদি-বোনেরা এই রীতি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন। 

ভাইফোঁটার রীতিনীতি ভাইফোঁটার রীতিনীতি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 26 Oct 2022,
  • अपडेटेड 2:51 PM IST

বাঙালিদের বিভিন্ন উৎসবের মধ্যে, ভাইফোঁটা অন্যতম গুরুত্বপূর্ণ। কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বাঙালির ঘরে ঘরে অনুষ্ঠিত হয় ভাইফোঁটা (Bhai Phota)। তবে অনেক বাড়িতে রয়েছে কিছু নিয়মভেদ। তাই এটি শুক্লপক্ষের প্রতিপদের দিনও উদযাপিত হয় ভাইফোঁটা। ভাই- দাদার দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে দিদি-বোনেরা এই রীতি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন। 

জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুসারে, ফোঁটা দেওয়ার শুভ সময় মেনে চলা ছাড়াও, বোনদের তাদের ভাই- দাদাদের মঙ্গল কামনায় আরও কিছু জিনিসের বিশেষ যত্ন নেওয়া উচিত। কালো জামাকাপড় পরে ভাইফোঁটা দেওয়া উচিত না। এছাড়াও, খেয়াল রাখুন আরও বিশেষ কিছু বিষয়ের। জ্যোতিষী ডক্টর অরবিন্দ মিশ্রর মতে, ফোঁটা দেওয়ার সময় ভাইয়ের মুখ যেন উত্তর বা উত্তর-পশ্চিম দিকে হয় এদিকে খেয়াল রাখতে হবে। বোনের মুখ উত্তর-পূর্ব বা পূর্ব দিকে হওয়া উচিত।

অমঙ্গল এড়াতে বোনেরা এই ভুল এড়িয়ে চলুন

আরও পড়ুন

* এদিন বোনেরা, শুভ সময় মনে রাখবেন। রাহুর সময়, ভাইফোঁটা এড়ানো উচিত।

* এই শুভ দিন একে অপরের সঙ্গে মারামারি করবেন না। 

* ভাইয়ের দেওয়া কোনও উপহারকে অসম্মান করবেন না।

* ভাইফোঁটা দেওয়ার সময় কালো রঙের জামাকাপড় পরবেন না।

ভাইফোঁটা ২০২২ দিনক্ষণ, শুভ সময় 

* ভ্রাতৃ দ্বিতীয়া - ২৭ অক্টোবর (৯ কার্তিক), বৃহস্পতিবার। 

* প্রতিপদ থাকছে - ২৫ অক্টোবর (৭ কার্তিক) অপঃ ৪/২৭ মিনিট থেকে ২৬ অক্টোবর (৮ কার্তিক) ঘ ৩/২৭/৪৯ পর্যন্ত।   

* দ্বিতীয় শুরু - ২৬ অক্টোবর (৮ কার্তিক) ঘ ৩/২৭ মিনিট থেকে। 

* দ্বিতীয়া শেষ - ২৭ অক্টোবর (৯ কার্তিক) ঘ ২/৪/১০ পর্যন্ত। 

ভাইফোঁটার মন্ত্র 

দ্বিতীয়ায় দিয়া ফোঁটা, তৃতীয়ায় দিয়া নিতা,
যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা,  
ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা।  

 

Advertisement
Read more!
Advertisement
Advertisement