Advertisement

Vastu Tips Dharma: পুজোর মধ্যেই কিনুন সোনা-রুপো, ধন সম্পদ উপচে পড়বে

Vastu Tips Dharma: দুর্গাপুজোর আজ অষ্টমী। গোটা দেশে তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এই সময় শুভযোগ। তাই এই সময়কালে যদি পাঁচটি সহজ কাজ আমরা করতে পারি, তাহলে সারা বছর সমৃদ্ধিতে ভরে থাকতে পারবেন। তার মধ্যে অন্যতম সোনা বা রুপো কেনা।

পদ্মের উপর বসা মা লক্ষ্মীর ছবি
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 03 Oct 2022,
  • अपडेटेड 3:25 PM IST
  • দুর্গাপুজোয় কয়েকটি জিনিস ঘরে আনুন
  • কখনও অর্থের অভাব হবে না ঘরে
  • ঘরে থাকবে চির সুখ ও সমৃদ্ধি

Durga Puja 2022: দুর্গাপুজো আসছে। মা দুর্গা সপরিপারে মর্ত্যে আসবেন। গোটা দেশে তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এই সময় থাকে শুভযোগ। তাই এই সময়কালে কয়েকটি সহজ কাজ যদি আমরা করতে পারি, তাহলে সারা বছর সমৃদ্ধিতে ভরে থাকতে পারব। খুব সহজ পাঁচটি কাজ।

পদ্মের উপর বসা মা লক্ষ্মীর ছবি

দুর্গাপুজোর সময় বাড়িতে আনুন পদ্মের উপর বসা অবস্থায় মা লক্ষ্মীর ছবি। আপনার ঘরে ধন-সমৃদ্ধি আনবে এই ছবি। এ জন্য দুর্গাপুজোর ক'দিনের মধ্যে দেবী লক্ষ্মীর এমন ছবি আনুন, যার মধ্যে তিনি পদ্মাসনে বসে রয়েছেন। এর সঙ্গে তাঁর হাতে যেন ধনবর্ষা হচ্ছে এমন ছবি থাকতে হবে।

ষোলটি শৃঙ্গারের উপকরণ

ঘরে আনুন ষোলটি শৃঙ্গারের উপকরণ। পুজোর সময় ১৬ শৃঙ্গারের উপকরণ বাড়িতে আনতে হবে। শৃঙ্গারের বস্তু ঘরের মন্দিরে স্থাপন করলে মা দুর্গার কৃপা চিরদিন বজায় থাকে।

সোনা অথবা রুপোর কয়েন 

এই সময় সোনা বা রুপোর কয়েন ঘরে আনুন। দুর্গাপুজো এবং নবরাত্রির সময় ঘরে সোনা অথবা রুপোর কয়েন আনা শুভ বলে মনে করা হয়। এই কয়েনে মা লক্ষ্মীর অথবা ভগবান গণেশের ছবি চিত্রিত থাকলে ভাল হয়। নিজের পার্সে এই সোনা বা রুপোর উপর কয়েন অবশ্যই রাখুন। এতে আপনার ও আপনার পরিবারে ওপর মা লক্ষ্মীর কৃপা বজায় থাকবে।

ময়ূরের পালক 

শাস্ত্রে ময়ূরের পালককে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। দুর্গাপুজো বা নবরাত্রির সময়কালে সরস্বতীর প্রিয় ময়ূরপঙ্খ এনে মন্দিরে রাখলে একাধিক ফায়দা হয়। এই ময়ূরের পালক শিক্ষার্থীর ঘরে রাখলে বিদ্যালাভ হয়। লকার এর কাছে ময়ুরের পালক রাখলে আর্থিক স্থিতি ভাল হয়। এটি নেতিবাচক শক্তি থেকে ঘরকে রক্ষা করে।

কলা গাছ

দুর্গাপুজার সময় কলার গাছ ঘরে আনা ভাল। এটি ঘরের উঠোনে এবং বাড়ির চত্বরে লাগালে এবং পুজো করলে মঙ্গল ও সমৃদ্ধি লাভ হয়। গাছটিকে রোজ জল দিন। বৃহস্পতিবার দিন এর উপর দুধও ঢালতে পারেন। এটি করলে ঘরে পয়সার সমস্যা দূর হয়ে যায়।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement