Advertisement

Lunar Eclipse 2025: রবিবার চন্দ্রগ্রহণ, ঘরে শান্তি রাখতে এই কাজগুলি ভুলেও করবেন না

Lunar Eclipse 2025: শাস্ত্রানুসারে গ্রহণ শুরুর প্রায় ৯ ঘণ্টা আগে অর্থাৎ ৭ সেপ্টেম্বর দুপুর ১২টা ৫৭ মিনিট থেকে শুরু হবে সুতককাল, যা চলবে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ ৮ সেপ্টেম্বর রাত ১টা ২৬ মিনিট পর্যন্ত।

রাত পোহালেই চন্দ্রগ্রহণ, ঘরে শান্তি রাখতে এই কাজগুলি ভুলেও করবেন নারাত পোহালেই চন্দ্রগ্রহণ, ঘরে শান্তি রাখতে এই কাজগুলি ভুলেও করবেন না
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Sep 2025,
  • अपडेटेड 4:55 PM IST

Lunar Eclipse 2025: ৭ সেপ্টেম্বর ২০২৫ রাত ৯টা ৫৮ মিনিটে শুরু হচ্ছে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ জ্যোতির্বিজ্ঞানীয় ঘটনা চন্দ্রগ্রহণ। এই অনবদ্য মহাজাগতিক ঘটনার সঙ্গে ধর্মীয় বিশ্বাস জড়িয়ে রয়েছে সুতক পালনের রীতি, যা হিন্দু শাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সময় হিসেবে গণ্য।

শাস্ত্রানুসারে গ্রহণ শুরুর প্রায় ৯ ঘণ্টা আগে অর্থাৎ ৭ সেপ্টেম্বর দুপুর ১২টা ৫৭ মিনিট থেকে শুরু হবে সুতককাল, যা চলবে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ ৮ সেপ্টেম্বর রাত ১টা ২৬ মিনিট পর্যন্ত।

এই সময়টাতে কিছু নিয়মকানুন মেনে চলা অত্যাবশ্যক বলে ধরা হয়। বিশেষ করে সুতককালীন সময়ে মন্দিরের দরজা বন্ধ রাখা হয়, মূর্তিপূজা নিষিদ্ধ থাকে। নতুন করে রান্না না করার নিয়ম রয়েছে, এবং পূর্বে রান্না করা খাবার তুলসী পাতা দিয়ে সংরক্ষণ করতে হয়, যা খাবারকে দূষণ থেকে রক্ষা করে বলে বিশ্বাস। তবে তুলসী পাতা সুতক শুরু হওয়ার আগেই তুলে রাখা জরুরি।

সুতকের সময় শাকসবজি কাটা, মশলায় সম্বার দেওয়া, ছুরি-কাঁচি, ব্লেডের মতো ধারালো যন্ত্র ব্যবহার বারণ। শাস্ত্র মতে, এইসব কাজ অশুভ শক্তির প্রবেশের পথ প্রশস্ত করে। নারীদের এই বিষয়ে বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে।

এছাড়া, সুতক ও গ্রহণের সময় কোনও ধরনের শুভ কাজ যেমন বিবাহ, গৃহপ্রবেশ, মুণ্ডন ইত্যাদি করা উচিত নয়। শাস্ত্র বিশ্বাস করে, এই সময়ের শুভ কাজ বৃথা যায় এবং অপদৃষ্টির কারণ হয়ে দাঁড়ায়।

এক নজরে চন্দ্রগ্রহণ ও সুতক সময়সূচি
বিষয়    সময় (IST)    নির্দেশনা
সুতক শুরু    ৭ সেপ্টেম্বর, দুপুর ১২:৫৭    নিষিদ্ধ কার্যাবলী শুরু
চন্দ্রগ্রহণ শুরু    ৭ সেপ্টেম্বর, রাত ৯:৫৮    গ্রহণ শুরু
চন্দ্রগ্রহণ শেষ    ৮ সেপ্টেম্বর, রাত ১:২৬    গ্রহণ শেষ
সুতক শেষ    ৮ সেপ্টেম্বর, রাত ১:২৬    স্বাভাবিক কার্যাবলী পুনরায় শুরু

এবারের চন্দ্রগ্রহণ শুধুমাত্র জ্যোতির্বিজ্ঞানী হিসেবে নয়, ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও সজাগ থাকার সময়। সুতকের নিয়ম মেনে চললে শান্তি-শান্তি বজায় থাকে বলেই বহু শ্রদ্ধালু বিশ্বাস করেন। তাই ৭ ও ৮ সেপ্টেম্বর এই সময়টাতে বিশেষ যত্ন নিন, নিয়মকানুন মেনে চলুন, এবং গ্রহণ শেষে নিজের ও আশপাশের পরিবেশের পবিত্রতা রক্ষা করুন।

Advertisement

Read more!
Advertisement
Advertisement