Advertisement

Mahalaxmi Mantra: ধন-বৈভব সব পাবেন, এই সহজ মন্ত্রে মা লক্ষ্মীকে জপ করুন

ধন-বৈভব-যশ সব পাবেন, শুধু সহজে এভাবে মা লক্ষ্মীকে ডাকুন। সঙ্গে এভাবে পুজো ঘর সাজান। গরিবি থেকে চিরমুক্তি মিলবে।

ধন , বৈভব, যশ আনবে এই মন্ত্রধন , বৈভব, যশ আনবে এই মন্ত্র
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 08 May 2022,
  • अपडेटेड 3:56 PM IST
  • ধন-বৈভব সব পাবেন সহজে
  • এই সহজ মন্ত্রে মা লক্ষ্মীকে জপ করুন
  • আর এই আচারগুলি পালন করুন

শ্রীহরি বিষ্ণুপত্নী দেবী মহালক্ষী ধনসম্পত্তি বৈভবের সুখ অধিষ্ঠাত্রী দেবী হিসেবে সর্বজনবিদিত। পৌরাণিক মতানুসারে দেবী লক্ষ্মীর জন্ম সমুদ্র মন্থন থেকে হয়েছিল। সমুদ্র থেকে উৎপন্ন সমস্ত অমূল্য রত্ন, মুক্তা, কড়ির অধিষ্ঠাত্রী দেবী মহালক্ষ্মী নিজেই। কড়ি একটি রত্ন এবং ধনের সমান মূল্যবান। প্রাচীনকালে কড়ি দিয়ে কেনা-বেচা চলত।

জ্যোতিষ কমল নন্দলাল জানাচ্ছেন যে ভিখারি দশা থেকে কীভাবে ধনবান হবেন। কিন্তু তার আগে জানতে হবে যে কীভাবে আপনার আসন্ন সময় সুন্দর হবে।

১. জলে একটু দই মিলিয়ে স্নান করুন।

আরও পড়ুন

২. স্নানের সময় লক্ষ্মী-নারায়ণের ধ্যান করুন।

৩. লক্ষী-নারায়ণ মন্দিরে অথবা নিজের ঘরে পূজা ঘরে লক্ষী নারায়ণের পুজা করে তাঁর ওপর গোলাপি ফুল দিন।

৪. এই মন্ত্র জপ করুন- শ্রী জগতপ্রসূতে নমো'।

৫. লক্ষ্মী-নারায়ণের উপর চন্দনের তিলক লাগান।

৬. লক্ষী-নারায়ণকে দেওয়া পায়েস কোনও কিশোরী বা বালিকাকে খাওয়ান।

৭. সন্ধ্যায় উত্তর দিকে লক্ষ্মীর ছবি স্থাপন করুন।

৮.গরুর দুধের ঘিতে আতর মিলিয়ে প্রদীপ জ্বালান

৯. দই চিনি ভোগে দিন।

১০. সুগন্ধি ধুপকাঠি জালান।

১১. দই চিনিতে ভোগ দিন

১২. স্ফটিকের মালাতে ওম শ্রী নমঃ জপ করুন

১৩. জপ সম্পূর্ণ হওয়ার পর ১১টি কড়ি লাল কাপড়ে মুড়ে সিন্দুকে রেখে দিন

১৪. কড়ি ধোয়া জল ফেলে দিন।

এতে আপনার ব্যবসায় যেমন মুনাফা হবে। তেমনি ঘরে পয়সার অভাব শেষ হয়ে যাবে। গরিবী থেকে চিরমুক্তি মিলবে।

 

Read more!
Advertisement
Advertisement