Advertisement

Color Cloth: কোন দিন কোন রঙের পোশাক পরলেই জীবন বদলায়, জেনে রাখুন

সপ্তাহের প্রতিটি দিনের আলাদা তাৎপর্য রয়েছে। দিন অনুযায়ী রঙেরও আলাদা ভূমিকা রয়েছে। সপ্তাহের প্রতিটা দিনের আলাদা আলাদা রং রয়েছে। সেই মতো রঙের পোশাক পরলে ভাগ্য বদলায়। যা কালার থেরাপি নামেও পরিচিত। 

প্রতীকী চিত্র।প্রতীকী চিত্র।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 01 Jul 2025,
  • अपडेटेड 3:34 PM IST
  • সনাতন ধর্মে সব দেবতার প্রিয় রং রয়েছে।
  • সপ্তাহের প্রতিটি দিনের আলাদা তাৎপর্য রয়েছে।
  • ইদানীং অনেকেই কালার থেরাপি করছেন।

রং ছাড়া আমাদের জীবন চলে না। সনাতন ধর্মে সব দেবতার প্রিয় রং রয়েছে। আমাদের প্রত্যেকেরই প্রিয় রং রয়েছে। কারও লাল রং প্রিয়, আবার কালো রং অনেকের পছন্দের। জ্যোতিষ মতে, রং যে কারও জীবন বদলে দিতে পারে। কীভাবে?

সপ্তাহের প্রতিটি দিনের আলাদা তাৎপর্য রয়েছে। দিন অনুযায়ী রঙেরও আলাদা ভূমিকা রয়েছে। সপ্তাহের প্রতিটা দিনের আলাদা আলাদা রং রয়েছে। সেই মতো রঙের পোশাক পরলে ভাগ্য বদলায়। যা কালার থেরাপি নামেও পরিচিত। 

ইদানীং অনেকেই কালার থেরাপি করছেন। সপ্তাহের দিনের সঙ্গে মিলিয়ে নির্দিষ্ট রঙের পোশাক পরছেন। জ্যোতিষ মতে, কালার থেরাপি করলে, অর্থাৎ, দিনের সঙ্গে সামঞ্জস্য রেখে রঙের পোশাক পরলে কপাল খুলতে পারে। কালার থেরাপি করলে ভাগ্য ফেরে। জেনে নেওয়া যাক, কোন দিন কোন রঙের পোশাক পরবেন...

কোন দিন কোন রঙের পোশাক পরা শুভ, রইল তালিকা...

*রবিবার- কমলা বা লাল রঙের পোশাক পরা শুভ।

* সোমবার- সাদা বা সিলভার রঙের পোশাক পরা ভাল।

*মঙ্গলবার- লাল রং শুভ। এদিন লাল রঙের পোশাক পরলে ইতিবাচক ফল পাওয়া যায়। 

* বুধবার-সবুজ রঙের পোশাক পরলে সৌভাগ্য আসে।

* বৃহস্পতিবার-হলুদ রঙের পোশাক পরা শুভ। এতে বৃহস্পতি ভাল থাকে। 

* শুক্রবার- সাদা পোশাক পরতে হয়।

*শনিবার- নীল রঙের পোশাক পরা শুভ। কালো রঙের পোশাকও পরতে পারেন। 
 

ভাগ্যের চাকা ঘোরাতে হলে কখনও ট্রাই করে দেখতে পারেন, ফল পাচ্ছেন কিনা। তবে সবটাই বিশ্বাসের উপর। সব সময় যে কালার থেরাপি করলেই সাফল্য আসবে, তেমনটা নয়। 

Read more!
Advertisement
Advertisement