ধনতেরাসে (Dhanteras 2022) দেবী লক্ষ্মীর পাশাপাশি ভগবান ধন্বন্তরীরও পুজো করার বিধান রয়েছে। দীপাবলির উৎসব শুরু হয় ধনতেরাস দিয়ে এবং শেষ হয় ভাই ফোঁটায়। দীপাবলি আসতে আর মাত্র কয়েকদিন বাকি। জ্যোতিষশাস্ত্র অনুসারে, রোগ, ক্লেশ, দুঃখ ইত্যাদি থেকে মুক্তি পেতে ধনতেরাস থেকেই পুজো শুরু হয়। কথিত আছে, যে বাড়িতে ঝগড়া-অশান্তি থাকে মা লক্ষ্মী সেখানে কখনও বাস করেন না। তাই দেবী লক্ষ্মীকে খুশি করতে বাড়িতে শান্তি ও ইতিবাচকতা বজায় রাখা খুবই জরুরি।
বাড়িতে লক্ষ্মীর দেবীর অবস্থান রাখতে কিছু উপায় অবলম্বনের পরামর্শ দেওয়া হয়, যা বাড়ির বাস্তু দোষ এবং নেতিবাচকতা দূর করে। তাই ধনতেরাসে সেই নিয়মগুলি অবশ্যই মেনে চলা উচিত।
ধনতেরাসকে যমের দিন হিসাবে ধরা হয়। মনে করা হয়, এই দিন যমকে প্রসন্ন করলে পরিবারে সুখ শান্তি বজায় থাকে। আর শুধু তাই নয়, এই দিন স্বাস্থ্যের দেবতা ভগবান ধনন্তরীরও পুজো করা হয়। ভগবান ধন্বন্তরীর পুজো করে তাঁকে প্রসন্ন করতে পারলে সুস্বাস্থ্যের বর পাওয়া যায় বলেই বিশ্বাস। তাই এই দিন উভয় দেবতার আশীর্বাদব পেতে জল পুজো ও দীপ দান অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়।
ধনতেরাসে করুন এই প্রতিকারগুলি (Dhanteras Upay)
পরিবারে কলহ বা অশান্তির বাতাবরণ, সন্তান প্রাপ্তিতে বাধা, সন্তানের বিয়েতে বাধা আসছে, ব্যবসায় উন্নতি থমকে যাওয়া, কিংবা চাকরিতে সমস্যা কাটাতে ধনতেরাসের দিন কিছু নিয়ম অবশ্যই মেনে চলা উচিত। এই দিন ভক্তি সহকারে যমের আরাধনা করলে চাকরিতে স্থবির পদোন্নতি, পিতৃদোষ বা গ্রহ দোষ, শনি কিংবা রাহু প্রকোপ থেকে মুক্তি পাওয়া যায়। এই দিন জল পুজো করে প্রদীপ দান করুন। যেকোনও নদী, পুকুর বা জলাশয়ের কাছে গিয়ে এই কাজটি করতে পারেন। এছাড়া বাড়িতে নুনজল নিয়ে মোছামুছি করলেও নেতিবাচকতা দূর হয়।
আরও পড়ুন - বিকেলে মেগা কার্নিভাল, বৃষ্টি মাটি করবে না তো? পূর্বাভাস