Advertisement

Premanand Maharaj: বিয়ের কার্ড ছাপানোয় এই বড় ভুল এড়িয়ে যান, সতর্ক করলেন প্রেমানন্দ মহারাজ

বিয়ের মরশুমে কার্ড ছাপানোর হিড়িক বর ও কনেপক্ষের মধ্যে। কোন কোন বিষয়গুলিতে বড় ভুল হয় কার্ড ছাপানোর ক্ষেত্রে? এই নিয়ে এবার সতর্কবার্তা দিলেন প্রেমানন্দ মহারাজ। তাঁর দেওয়া টোটকা অনুসরণ করে বিয়ের কার্ড ছাপানোর এই ভুল সংশোধন করে নিন।

প্রেমানন্দ মহারাজপ্রেমানন্দ মহারাজ
Aajtak Bangla
  • বৃন্দাবন ,
  • 20 Nov 2025,
  • अपडेटेड 10:13 AM IST
  • বিয়ের কার্ড ছাপানোয় হচ্ছে বড় ভুল
  • সংশোধন করার উপায় বলে দিলেন প্রেমানন্দ মহারাজ
  • সতর্কবার্তায় বর ও কনপক্ষকে কী বললেন তিনি?

শুরু হতে চলেছে বিয়ের মরশুম। ঘরে ঘরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিয়ের কার্ড ছাপানোর জন্য মেয়ে বা ছেলের বাড়ির লোক ব্যস্ত। কিন্তু অনেক সময়েই আত্মীয়-পরিজনদের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর এই কার্ডে বড় ভুল করে ফেলেন কনে বা বরপক্ষ। ঐতিহ্যবাহী হিন্দু পরিবারগুলি বিয়ের কার্ডে অনেক সময়ে দেবদেবীদের ছবি ছাপায়। তবে সেটি অসাবধানবশত অসম্মানজনক হয়ে উঠছে। ফলত বিয়ের কার্ড হিন্দু দেবদেবীদের ছবি ছাপানো উচিত নয়। এমনটাই মনে করেন বৃন্দাবন-মথুরার জনপ্রিয় প্রেমানন্দ মহারাজ। তিনি এই সম্পর্কে বিভ্রান্তি দূর করতে বর ও কনপক্ষকে সতর্কও করেছেন। 

এক ভক্ত সম্প্রতি প্রেমানন্দ মহারাজকে প্রশ্ন করেছিলেন, 'আমাদের কি বিয়ের কার্ডে দেবদেবীর ছবি ছাপানো উচিত?' জবাবে প্রেমানন্দ মহারাজ বলেন, 'বিয়ের কার্ড হল সীমিত সময়ের জন্য ব্যবহৃত জিনিস। বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে গেলে এই কাগজটি কেবল অপচয়ের জিনিসে পরিণত হয়। কখনও কখনও এটি আবর্জনার পাত্রে ফেলে দেওয়া হয়। কখনও আবার এটি ঘরের কোণে ফেলে রাখা হয়। ফলত এত মুদ্রিত ঈশ্বরের প্রতিচ্ছবি অসম্মানিত হয়। ঈশ্বরকে সর্বদা সম্মান করা উচিত। তাঁকে কখনও কোনও ভাবেই অপমান করা উচিত নয়। তাই বিয়ের আমন্ত্রণপত্রে দেবতাদের ছবি ব্যবহার করা উপযুক্ত নয়। এই ভুল করো না।'

সেক্ষেত্রে বিয়ের কার্ডে কী থাকা উচিত? প্রেমানন্দ মহারাজ বলেন, 'বিয়ের কার্ডে কেবল বর-কনের নাম, বিয়ের তারিখ এবং স্থানের মতো প্রয়োজনীয় তথ্য থাকা উচিত। তবে আজকাল অনেকেই কার্ডগুলিতে পবিত্র ছবি ছাপায়। যেমন ভগবান শিব ও পার্বতী, রাধা ও কৃষ্ণের ছবি অথবা রাম সীতার বিয়ের ছবি।' তিনি আরও বলেন, 'কার্ডগুলি কেবল একবার ব্যবহার করা হয়। তারপর সেগুলি আবর্জনার স্তূপে ফেলে দেওয়া হয়। ফল সেই কার্ডের উপর মুদ্রিত দেবদেবীর ছবিগুলি অসম্মানের একটি রূপ হয়ে ওঠে। পবিত্র ছবিগুলিকে আবর্জনা হিসেবে ফেলে দেওয়া বা পদদলিত করা আমাদের ঐতিহ্যের বিরুদ্ধে। অতএব, সমাজে এটি এক ধরনের বিকৃতি বলেই আমি মনে করি।'

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement