Advertisement

Friday Astrology: মা লক্ষ্মীর কৃপায় জীবন বদলাবে, শুক্রবার এসব কাজ করলেই চরম সুখ

রবিবার থেকে শনিবার, সপ্তাহের প্রতিটি দিনেরই আলাদা তাৎপর্য রয়েছে। হিন্দু ধর্মে সপ্তাহের প্রতিটি দিন কোনও কোনও দেবতার উদ্দেশ্যে নিবেদন করা। বলা হয়, শুক্রবার হল মা লক্ষ্মীর দিন। তাই এই দিনটি খুবই শুভ বলে বিশ্বাস করা হয়। 

শুক্রবার এই কাজ করলেই মা লক্ষ্মীর আশীর্বাদ মেলে।শুক্রবার এই কাজ করলেই মা লক্ষ্মীর আশীর্বাদ মেলে।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 03 Jul 2025,
  • अपडेटेड 2:03 PM IST
  • হিন্দু ধর্মে সপ্তাহের প্রতিটি দিন কোনও কোনও দেবতার উদ্দেশ্যে নিবেদন করা।
  • বলা হয়, শুক্রবার হল মা লক্ষ্মীর দিন।
  • তাই এই দিনটি খুবই শুভ বলে বিশ্বাস করা হয়। 

রবিবার থেকে শনিবার, সপ্তাহের প্রতিটি দিনেরই আলাদা তাৎপর্য রয়েছে। হিন্দু ধর্মে সপ্তাহের প্রতিটি দিন কোনও কোনও দেবতার উদ্দেশ্যে নিবেদন করা। বলা হয়, শুক্রবার হল মা লক্ষ্মীর দিন। তাই এই দিনটি খুবই শুভ বলে বিশ্বাস করা হয়। 

আবার, জ্যোতিষ মতে, শুক্রবারের অধিপতি হল শুক্র গ্রহ। এদিন সাদা রঙের পোশাক পরতে বলা হয়। বিশ্বাস করা হয়, শুক্রবার সাদা রঙের পোশাক পরলে তুষ্ট হয় শুক্র। আর শুক্র তুষ্ট হলে জীবনে সুখ-সমৃদ্ধি আসে। তাই সপ্তাহে শুক্রবার খুবই ভাল দিন। 

জ্যোতিষ মতে, শুক্রবার এসব টোটকা করলে, জীবন বদলে যায়। মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। জেনে নিন বিশদে...

* জ্যোতিষ মতে, শুক্রবার পঞ্চমুখী প্রদীপ দিয়ে মা লক্ষ্মীর আরতি করলে সংসার থেকে অশুভ শক্তি দূর হয়। সংসারে সুখ-সমৃদ্ধি আসে। আরতির পর শাঁখ বাজালে উপকার হয়। 

* হিন্দু ধর্মে গরুকে পুজো করা হয়। গরুকে সেবা করা পবিত্র বলে বিশ্বাস করা হয়। শুক্রবার গরুকে সবুজ শাকপাতা খাওয়ালে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। এতে আর্থিক সঙ্কট দূর হয়। 

* শাস্ত্র মতে, বাড়ির লক্ষ্মী হলেন গৃহিণী। তাই স্ত্রীকে মিষ্টি খাওয়ান কিংবা কোনও উপহার দিন শুক্রবার, এতে মা লক্ষ্মী প্রসন্ন হবেন। 

* জুঁই ফুল মা লক্ষ্মীর খুবই প্রিয়। শুক্রবার মা লক্ষ্মীকে জুঁই ফুল নিবেদন করলে দাম্পত্য সুখ বাড়ে। 

* শুক্রবার রাতে বাড়ির উত্তর-পূর্ব দিকে  ঘিয়ের প্রদীপ জ্বালান, এর ফলে সংসারে মা লক্ষ্মীর আগমন হয়। 
 

Read more!
Advertisement
Advertisement