Advertisement

Maha Panchami & Maha Shasthi Fixture: দেবীর বোধন থেকে পুজো! জানুন মহাপঞ্চমী ও মহাষষ্ঠীর নির্ঘণ্ট

Maha Panchami & Maha Shasthi Fixture: পৌরাণিক কাহিনি অনুসারে, মহাষষ্ঠীর দিন দেবী দুর্গা তাঁর সন্তান- সরস্বতী, লক্ষ্মী, গণেশ এবং কার্তিককে নিয়ে মর্তে অবতরণ করেন। দেখে নিন মহাপঞ্চমী (Maha Panchami) ও মহাষষ্ঠীর (Maha Shasthi) নির্ঘণ্ট। 

মহাপঞ্চমী ও মহাষষ্ঠীর নির্ঘণ্টমহাপঞ্চমী ও মহাষষ্ঠীর নির্ঘণ্ট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Oct 2021,
  • अपडेटेड 9:05 PM IST
  • মহাষষ্ঠীর প্রাক্কালে দুর্গার বোধনের পর সমস্ত আচার-অনুষ্ঠান শুরু হয়।
  • এই বছর মহাপঞ্চমী ও মহাষষ্ঠী একই দিনে পড়েছে।
  • এই বছর দেবী দুর্গার আগমন ঘোটকে এবং গমন দোলায়।

Maha Panchami & Maha Shasthi Fixture: এই বছরও করোনা পরিস্থিতিতেই বাপের বাড়ি আসছে উমা (Goddess Durga)। তবে আগের বছরের থেকে পরিস্থিতি তুলনামূলক ভাল। এবারও দুর্গাপুজো নিয়ে রয়েছে হাইকোর্টের একাধিক বিধি নিষেধ। তবু উৎসবের আবহে গা ভাসিয়েছেন বাঙালি।    

আশ্বিন মাসে প্রায় দশ দিন ধরে দুর্গা পুজোর উৎসব (Durga Puja Festival) পালিত হয়। যদিও প্রকৃত অর্থে, উৎসব শুরু হয় ষষ্ঠি দিন থেকে। দুর্গাপুজোর পাঁচ দিন মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী হিসেবে পরিচিত। এই বছর মহাপঞ্চমী ও মহাষষ্ঠী একই দিনে পড়েছে। দেখে নিন মহাপঞ্চমী (Maha Panchami) ও মহাষষ্ঠীর (Maha Shasthi) নির্ঘণ্ট। 

আরও পড়ুন

পৌরাণিক কাহিনি অনুসারে, মহাষষ্ঠীর দিন দেবী দুর্গা তাঁর সন্তান- সরস্বতী, লক্ষ্মী, গণেশ এবং কার্তিককে নিয়ে মর্তে অবতরণ করেন। মহাষষ্ঠীর প্রাক্কালে দুর্গার বোধনের পর সমস্ত আচার-অনুষ্ঠান শুরু হয়। পুজো প্যান্ডেল,মন্দির, বনেদিবাড়ি এমনকি যেখানে দুর্গার আরাধনা করা হয়, সর্বত্র ঢাকের তালে মেতে ওঠেন সকলে। 

 

 মহাপঞ্চমী ও মহাষষ্ঠীর তারিখ (Maha Panchami & Maha Shasthi Date)

* ২৪ আশ্বিন, ইং ১১ অক্টোবর সোমবার 

 মহাপঞ্চমী ও মহাষষ্ঠীর নির্ঘণ্ট  (Maha Panchami & Maha Shasthi Time)

* ১১ অক্টোবর-  পঞ্চমী প্রাতঃ ঘ ৬।২৪ পরে ষষ্ঠী শেষরাত্রি ঘ ৪।৪ পর্যন্ত। প্রাতঃ ঘ ৬।২৪ গতে দুর্গা ষষ্ঠী। 

* প্রাতঃ ঘ ৬।২৪ গতে পূর্বাহ্ণ মধ্যে (কিন্তু কালবেলানুরোধে দিবা ঘ ৭।৩ মধ্যে পুনঃ দিবা ঘ ৮।৩০ গতে পূর্বাহ্ণ মধ্যে)।  

* দেবী দুর্গার শতাধিক ষষ্ঠাদিকল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা। সায়ংকালে দুর্গার বোধন আমন্ত্রণ ও অধিবাস।

Advertisement

দেবী দুর্গার আগমন 

এই বছর দেবী দুর্গার আগমন ঘোটকে, যার অর্থ ছত্রভঙ্গ।

দেবী দুর্গার আগমন গমন 

উমা কৈলাসে ফিরবেন দোলায় যার অর্থ মড়ক কিংবা মহামারী।

 

Read more!
Advertisement
Advertisement