Advertisement

Durga Puja 2022 Date: আগামী বছর কবে থেকে পুজো? একই সঙ্গে পড়েছে ৩টি ছুটির দিন!

Durga Puja 2022 Date: নবমীর রাত থেকেই সকলের মন ভারাক্রান্ত হয়ে যায়। এই বছর উমা কৈলাসে ফিরবেন দোলায় যার অর্থ মড়ক কিংবা মহামারী। বিজয়া দশমীর দিন একরাশ মন খারাপ থাকলেও সকলে তাকিয়ে থাকেন আগামী দুর্গাপুজোর দিকে। দেখে নিন ২০২২ সালের দুর্গাপুজোর দিনক্ষণ। 

২০২২ সালের দুর্গাপুজোর দিনক্ষণ২০২২ সালের দুর্গাপুজোর দিনক্ষণ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Oct 2021,
  • अपडेटेड 10:45 AM IST
  • এই বছর উমা কৈলাসে ফিরবেন দোলায় যার অর্থ মড়ক।
  • তাই সকলেই বেজায় মন খারাপ এবং মনে ভীতি সকলের।
  • মন খারাপ থাকলেও সকলে তাকিয়ে থাকেন আগামী দুর্গাপুজোর দিকে।  

Durga Puja 2022 Date:  দশমী (Dashami) মানেই বিষাদের সুর। উমার (Goddess Durga) কৈলাসে ফেরার সঙ্গে সঙ্গে সকলের মন ভারাক্রান্ত হয়ে যায়। সকলের মন খারাপ নিয়ে ঘরের মেয়েকে বিদায় জানায়। এই বছর উমা কৈলাসে ফিরবেন দোলায় যার অর্থ মড়ক কিংবা মহামারী। তাই সকলেই বেজায় মন খারাপ এবং মনে ভীতি সকলের। বিজয়া দশমীর দিন একরাশ মন খারাপ থাকলেও সকলে তাকিয়ে থাকেন আগামী দুর্গাপুজোর (Next Year's Durga Puja) দিকে।  
 
বছরের নতুন পঞ্জিকা বা ক্যালেন্ডার হাতে পেলেই বাঙালিরা যেই দিনগুলিতে সবার আগে চোখ বোলায়, তার মধ্যে দুর্গা পুজো (Durga Puja) একটি। উৎসবপ্রেমী বাঙালির সবচেয়ে বড় পার্বণ এই দুর্গা পুজো। এক নজরে দেখে নিন আগামী বছর অর্থাৎ ২০২২ সালের দুর্গাপুজোর দিনক্ষণ (Durga Puja 2022 Date & Time)। 

 

আরও পড়ুন


২০২২ সালের মহালয়ার তারিখ  (Mahalaya 2022 Date)

* ২৫ সেপ্টেম্বর, রবিবার 

২০২২ সালের দুর্গাপুজোর তারিখ  (Durga Puja 2022 Date)

* মহাপঞ্চমী - ৩০ সেপ্টেম্বর, শুক্রবার 

* মহাষষ্ঠী - ১ অক্টোবর, শনিবার 

* মহাসপ্তমী - ২ অক্টোবর, রবিবার

* মহাঅষ্টমী - ৩ অক্টোবর, সোমবার 

* মহানবমী - ৪ অক্টোবর, মঙ্গলবার 

* মহাদশমী - ৫ অক্টোবর, বুধবার 


২০২২ সালের লক্ষ্মী পুজো ও কালী পুজোর তারিখ (Lakshmi Puja & Kali Puja Date 2022)

*  লক্ষ্মী পুজো - ৯ অক্টোবর, রবিবার 

* কালী পুজো - ২৪ অক্টোবর, সোমবার 

আগামী পুজোয় দুটো ছুটির দিন একসঙ্গে পড়েছে। একে রবিবার, তাও আবার গান্ধী জয়ন্তী। তাঁর মধ্যে যাঁদের গোটা পুজোয় ছুটি থাকে, তাঁদের একসঙ্গে তিনটি ছুটির বাদ যাবে। অন্যদিকে লক্ষ্মীপুজোও পড়েছে রবিবার। তাই কিছুটা মন খারাপ হবে অনেক বাঙালিদেরই। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement