Advertisement

Life Partner Astro Tips: ফেসবুক, টিন্ডার ঘেঁটেও সিঙ্গল! এই ৭ উপায়ে পান জীবনসঙ্গী

জ্যোতিষশাস্ত্রের কয়েকটি বিধি মেনে চললে প্রতিকার পাবেন। খুঁজে পাবেন মনের মতো জীবনসঙ্গী। দূর হবে বিবাহের বাধা। 

ভালবাসার মানুষকে পেতে কী করবেন? ভালবাসার মানুষকে পেতে কী করবেন?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 12 Jun 2022,
  • अपडेटेड 8:08 PM IST
  • জ্যোতিষশাস্ত্রের কয়েকটি বিধি মেনে চললে প্রতিকার পাবেন।
  • খুঁজে পাবেন মনের মতো জীবনসঙ্গী।
  • দূর হবে বিবাহের বাধা। 

একাকীত্বের জীবন কাটছে। দু'দণ্ড মনের কথা বলার মতো কেউ নেই। মনের মতো কাউকে খুঁজেই পাচ্ছেন না। নেট মাধ্যমে থেকেও জীবনসঙ্গী খুঁজতে কালঘাম ছুটছে! সেক্ষেত্রে নিশ্চিত কোনও দোষের কারণে ভাগ্য সুপ্রসন্ন হচ্ছে না।

জ্যোতিষশাস্ত্রের কয়েকটি বিধি মেনে চললে প্রতিকার পাবেন। খুঁজে পাবেন মনের মতো জীবনসঙ্গী। দূর হবে বিবাহের বাধা। 

- আপনার জীবন সঙ্গীর খোঁজ এখনও না পেলে শ্রী কৃষ্ণের মন্দিরে বাঁশি ও পান নিবেদন করুন। দেখবেন আপনার জীবনে প্রেম আসবে। 

আরও পড়ুন

- বিয়েতে সমস্যা হলে শুক্রবার মা দুর্গার পুজো করুন। দেবীকে লাল পতাকা বা চুনরি অর্পণ করুন। এতে শিগগিরই বিয়ের পথ খুলে যাবে।

- একজন ভাল এবং সত্যিকারের জীবনসঙ্গী পেতে ভগবান শিবের উপাসনা করুন। ১৬ সোমবার উপবাসব্রত পালন করুন নিষ্ঠাভরে। সোমবার শিবলিঙ্গে মধু দিয়ে রুদ্রাভিষেক করুন। শীঘ্রই আপনার ইচ্ছাপূরণ হবে।

- যদি কোষ্ঠীতে গ্রহের দোষে বিবাহে বিলম্ব হয় তাহলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করুন। শুক্লপক্ষের বৃহস্পতিবার স্ফটিকের মালা দিয়ে 'ওম লক্ষ্মী নারায়ণ নমঃ' মন্ত্রটি জপ করুন। তার পর ৩ মাস ধরে প্রতি বৃহস্পতিবার মন্দিরে হলুদ রঙের মিষ্টি প্রসাদ হিসেবে দিন।

- বৃহস্পতিবার হলুদ এবং শুক্রবার সাদা পোশাক পরলে বৃহস্পতি ও শুক্র রাশি শক্তিশালী হবে। শীঘ্রই বিবাহের যোগ তৈরি হবে।

- বিয়েতে বাধা থাকলে শনিবার ও অমাবস্যার দিনে প্রেমিক-প্রেমিকার দেখা করা উচিত নয়। শুক্রবার এবং পূর্ণিমার দিনে একসঙ্গে সময় কাটানো শুভ। এতে তাঁদের মধ্যে ভালোবাসা ও বিশ্বাস বাড়ে।

- রাধা কৃষ্ণ মন্দিরে ভগবান কৃষ্ণকে ফুলের মালা, চিনির মিছরি অর্পণ করুন। সেই সঙ্গে প্রার্থনা করুন জীবনে যেন ভালবাসা আসে।

Advertisement
Read more!
Advertisement
Advertisement