বছরের দ্বিতীয় মাস শুরু হয়ে গেছে। ফেব্রুয়ারি মাসে অনেকগুলি উৎসব রয়েছে। হিন্দু ধর্মের বেশ কয়েকটি পুজো ও উৎসব এই মাসেই পড়েছে। মৌনী একাদশী থেকে বাসন্তী পঞ্চমী, এমনকি বিনায়ক চতুর্দশী, এই সমস্ত পালিত হয় বিভিন্ন হিন্দু বাড়িতে। এক নজরে দেখে নিন ২০২১-এর ফেব্রুয়ারি মাসে কোন কোন উৎসব রয়েছে।
২০২১- এর ফেব্রুয়ারি মাসব্যাপী না না পুজো- পার্বণ
* ৪ ফেব্রুয়ারি ২০২১, বৃহস্পতিবার: বিবেকানন্দ জয়ন্তী
* ৯ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার: মেরু ত্রয়োদশী
* ১০ ফেব্রুয়ারি ২০২১, বুধবার: রটন্তী কালীপূজা
* ১১ ফেব্রুয়ারি ২০২১, বৃহস্পতিবার: মৌনী অমাবস্যা
১২ ফেব্রুয়ারি ২০২১, শুক্রবার: কুম্ভ সংক্রান্তি
১৫ ফেব্রুয়ারি ২০২১, সোমবার: গণেশ জয়ন্তী, বিনায়ক চতুর্থী
১৬ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার: বাসন্তী পঞ্চমী বা সরস্বতী পুজো
১৭ ফেব্রুয়ারি ২০২১,বুধবার: শীতল ষষ্ঠী
১৯ ফেব্রুয়ারি ২০২১,শুক্রবার: অচলা সপ্তমী, নর্মদা জয়ন্তী
২০ ফেব্রুয়ারি ২০২১, শনিবার: ভীষ্ম অষ্টমী
২৩ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার: জয়া একাদশী
২৭ ফেব্রুয়ারি ২০২১, রবিবার: মাঘী পূর্ণিমা
হিন্দু শাস্ত্র অনুযায়ী নিষ্ঠা করে এই ব্রত বা পুজো করলে পুণ্যলাভ হয়। তবে সর্বক্ষেত্রে জোরে মন্ত্র উচ্চারণ করলেই যে পুণ্যলাভ হয় এই ধারণা ভুল। এমনকি জোরে মন্ত্র উচ্চারণের থেকে মনে মনে নাম জপ করলেই বেশি পুণ্য লাভ হয় অনেক ক্ষেত্রে বলে মনে করা হয়। এছাড়া যারা নির্জলা উপোস করতে অক্ষম, তাঁরা দুধ ও ফল খেয়েও উপোস রাখতে পারেন। আসলে মনের ভক্তিই আসল।