Advertisement

Dussehra, Ganga Puja Date 2022 : এই বছর দশহরা কবে? জানুন পুজোর বিধি ও মাহাত্ম্য

জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন, এই বছর গঙ্গাপুজোর দিনে দুটি শুভ ঘটনা ঘটতে চলেছে। ওইদিনে তৈরি হচ্ছে রবি যোগ। এদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হবে রবি যোগ। এই শুভ যোগে পুজো ও শুভকাজ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে হস্তা নক্ষত্রে গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন। এবার হস্ত নক্ষত্র ৯ জুন ভোর ৪টে ৩১ মিনিট থেকে শুরু হবে এবং ১০ জুন ভোর ৪টে ২৬ মিনিট পর্যন্ত চলবে।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 01 Jun 2022,
  • अपडेटेड 9:37 PM IST
  • ৯ তারিখ দশহরা
  • রয়েছে গঙ্গাস্নানের রীতি
  • ১০ রকম ফুল দিয়ে করুন পুজো

জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে দশহরা বা গঙ্গাপুজো উদযাপিত হয়। হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে, এই দিনে মা গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন। ভগীরথ তাঁর পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন। প্রতি বছর দশহরার দিনে, পুণ্যকামী মানুষরা গঙ্গাস্নান করেন। কথিত আছে এই দিনে গঙ্গা স্নান করলে ১০ ধরনের পাপ মোচন হয়। এবার দশহরা আগামী ৯ জুন বৃহস্পতিবার। আর এবারের দশহরা বিশেষও হতে চলেছে।

শুভ যোগ
জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন, এই বছর গঙ্গাপুজোর দিনে দুটি শুভ ঘটনা ঘটতে চলেছে। ওইদিনে তৈরি হচ্ছে রবি যোগ। এদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হবে রবি যোগ। এই শুভ যোগে পুজো ও শুভকাজ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে হস্তা নক্ষত্রে গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন। এবার হস্ত নক্ষত্র ৯ জুন ভোর ৪টে ৩১ মিনিট থেকে শুরু হবে এবং ১০ জুন ভোর ৪টে ২৬ মিনিট পর্যন্ত চলবে।

দিনক্ষণ ও শুভ মুহূর্ত
এবার গঙ্গা দশেরা পালিত হবে ৯ জুন ২০২২ বৃহস্পতিবার। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথি ০৯ জুন বৃহস্পতিবার সকাল ৮টা ২১ মিনিট থেকে শুরু হয়ে ১০ জুন শুক্রবার সকাল ৭টা ২৫ মিনিট পর্যন্ত চলবে।

পুজোর বিধি
দশহরার দিন গঙ্গাস্নানের রীতি রয়েছে। আর যদি কেউ গঙ্গায় যেতে না পারেন তবে মা গঙ্গার নাম নিয়ে বাড়ির কাছের পুকুর বা নদীতেও ডুব দিতে পারেন। ডুব দেওয়ার সময় অবশ্যই 'ওম নমঃ শিবায় নারায়ণায় দশেরায় গঙ্গায় নমঃ' মন্ত্রটি উচ্চারণ করতে হবে। এমনকি চাইলে বাড়িতে স্নানের জলে গঙ্গাজল মিশিয়েও স্নান করতে পারেন।

দশহরার দিনে দানধ্যানের বিশেষ গুরুত্ব রয়েছে। ওই দিনে দান ও দানশীল কাজ করা খুবই শুভ বলে মনে করা হয়। ওই দিনে ১০ জিনিস দান করা খুবই শুভ বলে মনে করা হয়। পূজার উপকরণেও ব্যবহার করা উচিত ১০ সামগ্রী। সঙ্গে ১০ রকম ফুলও। 

Advertisement

আরও পড়ুন৮ সন্তানের মায়ের Video Viral, ফিটনেসের রহস্য জানেন?

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement