Advertisement

Garuda Purana : মৃত্যুর আগে ঠিক কী দেখতে পান মানুষ? গরুড় পুরাণ যা বলছে জানলে আঁতকে উঠবেন

গরুড় পুরাণে, ভগবান বিষ্ণু ব্যক্তির কর্ম, মৃত্যুর পরে তাঁর ফল ইত্যাদি সম্পর্কে বিশদভাবে ব্যাখ্যা করেছেন। এর সঙ্গে বলা হয়েছে সুন্দর ও সুখী জীবনযাপনের কথাও। স্বর্গ-নরকের ধারণা ব্যাখ্যা করা হয়েছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক মৃত্যুর সময় ঘটে যাওয়া অভিজ্ঞতা সম্পর্কে এতে কী বলা হয়েছে।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 18 Jan 2023,
  • अपडेटेड 6:31 PM IST
  • গরুড় পুরাণে রয়েছে প্রচুর বিষয়
  • জানেন মৃত্যুর আগে মানুষ কী দেখেন?
  • বলে দিচ্ছে গরুড় পুরাণ

হিন্দু ধর্মে গুরুড় পুরাণকে মহাপুরাণের মর্যাদা দেওয়া হয়েছে। এই পুরাণে ব্যক্তির জীবন, মৃত্যু এবং মৃত্যুর পর আত্মার যাত্রার কথাও বলা হয়েছে। গরুড় পুরাণে, ভগবান বিষ্ণু ব্যক্তির কর্ম, মৃত্যুর পরে তাঁর ফল ইত্যাদি সম্পর্কে বিশদভাবে ব্যাখ্যা করেছেন। এর সঙ্গে বলা হয়েছে সুন্দর ও সুখী জীবনযাপনের কথাও। স্বর্গ-নরকের ধারণা ব্যাখ্যা করা হয়েছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক মৃত্যুর সময় ঘটে যাওয়া অভিজ্ঞতা সম্পর্কে এতে কী বলা হয়েছে।

মৃত্যুর সময় যে জিনিসগুলি চোখের সামনে দেখা যায়
গরুড় পুরাণ অনুসারে, মানুষের মৃত্যুর আগে তার দৃষ্টিশক্তি কমতে শুরু করে। আশেপাশের লোকজনকেও সে দেখতে পায় না। মৃত্যু পথযাত্রী মানুষেরা কাচ, জল, তেল ইত্যাদিতে নিজেদের মুখ আর দেখতে পান না। একই সঙ্গে আয়নায় এমন ব্যক্তির মুখ বিকৃত দেখাতে শুরু করে। যমদূতেরা তাঁকে দেখা দিতে থাকেন এবং তিনি খুব ভয় পেয়ে যান। যাঁরা খারাপ কাজ করেছেন, তাঁরা সেই সব খারাপ কাজ চোখের সামনে হতে দেখেন। তিনি ভীত হয়ে পড়েন এবং নিজের পাপের জন্য ক্ষমা চান। তাঁর মৃত্যু খুবই বেদনাদায়ক হয়ে ওঠে। 
 
যাঁরা ভাল কাজ করেন তাঁরা ঐশ্বরিক আলো দেখতে পান
আর যাঁরা জীবনে ভাল কাজ করেছেন, মৃত্যুর সময় তাঁরা একটি ঐশ্বরিক আলো দেখতে পান। এ ধরনের মানুষ মৃত্যুর সময় মোটেও কষ্ট পান না, বরং সহজে ও শান্তিতে ইহলোক ছেড়ে সরাসরি ঈশ্বরের আশ্রয়ে স্থান পান। তাই মানুষের মৃত্যুর আগে আসক্তি ত্যাগ করা উচিত। এটি কোনও ব্যক্তিকে তাঁর শরীর ছেড়ে যেতে সুবিধা করে দেয়। মনে রাখবেন জীবনে সবসময় ভাল কাজ করা উচিত, কারণ ওই কাজের ভিত্তিতেই ঠিক হয় যে কোনও ব্যক্তি মৃত্যুর পর স্বর্গে যাবেন, নাকি তাঁর স্থান হবে নরকে। তাই সহজ ও শান্তির মৃত্যু পেতে প্রত্যেকেরই উচিত জীবনে ভাল কাজ করা। 

আরও পড়ুন

 

Read more!
Advertisement
Advertisement