Advertisement

Holi 2022: হোলি কবে? হোলিকা দহনে এই সময়ে পুজো সম্পন্ন না হলে বাধাবিপত্তি

Holika Dahan: চলতি বছর কবে পড়েছে হোলি? সনাতনী শাস্ত্র মতে হোলিকা দহনে মাথায় রাখতে হয় শুভ মুহূর্ত। তা পেরিয়ে গেলে জীবনে আসবে বাধাবিপত্তি।

Holi 2022: হোলি কবে? হোলিকা দহনের শুভ মুহূর্ত কখন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Mar 2022,
  • अपडेटेड 8:02 PM IST
  • হোলি কবে পড়েছে?
  • হোলিকা দহনের শুভ মুহূর্ত কখন?
  • হোলাষ্টকে কোনও শুভ কাজ নয়।

Holi 2022: ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে হোলিকা দহন উদযাপন করা হয়। তার পরের দিন চৈত্রমাসের প্রতিপদ তিথিতে রঙের উৎসব হোলি। সনাতনী অন্যান্য উৎসবের মতো হোলিও অসত্যের বিরুদ্ধে সত্যের জয়ের উদযাপন। হোলির ৮ দিন আগে শুরু হয় হোলাষ্টক (Holashtak 2022)। ওই দিন কোনও শুভ কার্য করবেন না। হোলির দিনক্ষণ নিয়ে প্রতিবছরই নানা অসামঞ্জস্য দেখা দেয়। চলুন দেখে নিই চলতি বছর পঞ্জিকা মেনে ঠিক কবে রঙের উৎসব।    

হোলিকা দহন ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে। এবার পূর্ণিমা ১৭ মার্চ। তাই ওই দিন হোলিকা দহন। পরের দিন চৈত্র মাসের প্রতিপদ তিথি। ওই দিন হোলি উদযাপন করা হবে। ১৮ মার্চ রঙের উৎসবে মেতে উঠবে গোটা দেশ।    

হোলিকা দহনের শুভ মুহূর্ত (Holika Dahan Puja Timings) 

১৭ মার্চ দুপুর ১টা ২৯ মিনিট থেকে শুরু হচ্ছে পূর্ণিমা তিথি। থাকবে ১৮ মার্চ ১২টা ৪৭ মিনিট পর্যন্ত। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, হোলিকা দহনের শুভ মুহূর্ত ১৭ মার্চ রাত ৯টা ২০ মিনিট থেকে রাত ১০টা ৩১ মিনিট পর্যন্ত থাকবে। হোলিকা দহনের জন্য প্রায় ১ ঘণ্টা ১০ মিনিট সময় পাওয়া যাবে। নির্দিষ্ট সময়ে হোলিকা দহন না হলে তা অশুভ হিসেবে গণ্য করা হয়। ফলে শুভ মুহূর্তে হোলিকা দহন করুন। 

কখন হোলিকা দহন

শাস্ত্র অনুযায়ী, হোলিকা দহন পূর্ণিমা তিথির প্রদোষ কালে করা উচিত। ভদ্রা রহিত, প্রদোষ ব্যাপিনী পূর্ণিমা তিথিতে হোলিকা দহন শুভ বলে বিবেচনা করা হয়। এমন যোগ না থাকলে ভদ্রা সময় শেষ হওয়ার পর হোলিকা দহন করা যেতে পারে। মাথায় রাখুন ভদ্রা মুখে হোলিকা দহন করবেন না। সেটা হলে শুধু দহনকারী নয় পুজোয় যাঁরা অংশগ্রহণ করবেন, তাঁদের সকলের ক্ষতি হতে পারে।       

Advertisement

কবে হোলাষ্টক? (Holashtak Date) 

ফাল্গুন মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি থেকে শুরু হয় হোলাষ্টক। হোলিকা দহনের সঙ্গে তা শেষ হয়। চলতি বছর ১০ মার্চ শুরু হচ্ছে হোলাষ্টক। ওই দিন দুপুর ২টো ৫৬ মিনিট থেকে হোলিকা দহন পর্যন্ত চলবে। শাস্ত্র অনুযায়ী, হোলাষ্টকে কোনও শুভকার্য করতে নেই। এতে নানা বাধার মুখে পড়তে হয়। হোলাষ্টকের সময় কোনও শুভ ও মঙ্গল কাজ করবেন না। 

আরও পড়ুন- বাসন্তীপুজোর মহাষ্টমী কবে? জানুন রাম নবমীর তিথি

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement