Advertisement

Toes Hair Grow: পায়ের আঙুলে চুল গজালে কিসের ইঙ্গিত, জানা উচিত

অনেকের পায়ের আঙুলে চুল গজায়। জ্যোতিষ মতে, পায়ের আঙুলে চুল থাকলে, তা বিশেষ অর্থবহ। পায়ের আঙুলের চুল দেখে যে কারও স্বভাব-চরিত্র যেমন বুঝতে পারা যায়, তেমনই আবার তাঁর ভাগ্য সম্পর্কেও ধারণা পাওয়া যায়। পায়ের আঙুলে চুল গজালে নানা ইঙ্গিত পাওয়া যায়। জেনে নিন বিশদে...

প্রতীকী চিত্র।প্রতীকী চিত্র।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 09 Jul 2025,
  • अपडेटेड 6:05 PM IST
  • অনেকের পায়ের আঙুলে চুল গজায়।
  • জ্যোতিষ মতে, পায়ের আঙুলে চুল থাকলে, তা বিশেষ অর্থবহ।
  • পায়ের আঙুলে চুল গজালে নানা ইঙ্গিত পাওয়া যায়।

জ্যোতিষ মতে, আমাদের শারীরিক গঠন নানা ইঙ্গিত দেয়। যে কারও শারীরিক নানা গঠন দেখে ভাগ্য নির্ধারণ করা যায়। আমাদের শরীরের বিভিন্ন অংশে অবাঞ্ছিত লোম গজায়। যার জেরে আমাদের নানা সমস্যায় পড়তে হয়। তবে জ্যোতিষ মতে, এই অবাঞ্ছিত লোম ভাগ্য বদলে দিতে পারে। 

অনেকের পায়ের আঙুলে চুল গজায়। জ্যোতিষ মতে, পায়ের আঙুলে চুল থাকলে, তা বিশেষ অর্থবহ। পায়ের আঙুলের চুল দেখে যে কারও স্বভাব-চরিত্র যেমন বুঝতে পারা যায়, তেমনই আবার তাঁর ভাগ্য সম্পর্কেও ধারণা পাওয়া যায়। পায়ের আঙুলে চুল গজালে নানা ইঙ্গিত পাওয়া যায়। জেনে নিন বিশদে...

পায়ের আঙুলে চুল গজালে কিসের ইঙ্গিত

* জ্যোতিষ মতে, পায়ের আঙুলে চুল গজানো অত্যন্ত শুভ লক্ষণ। 

* যাঁদের পায়ের আঙুলে চুল থাকে, তাঁরা ধনী হন। কখনও টাকার অভাব হয় না। 

* পায়ের আঙুলে চুল থাকলে সুখ-সমৃদ্ধি আসে জীবনে। 

* যে সকল ব্যক্তির পায়ের আঙুলে চুল থাকে, তাঁরা আত্মবিশ্বাসী হন। 

* পায়ের আঙুলে চুল থাকলে পরিশ্রমের সুফল পাওয়া যায়।

* যাঁদের পায়ের আঙুলে চুল থাকে, তাঁরা কর্মক্ষেত্রে সাফল্য লাভ করেন। সমাজে সুনাম বাড়ে এঁদের। 

* পায়ের আঙুলে চুল থাকলে সব ক্ষেত্রে সাফল্য আসে। 

* যে সকল ব্যক্তির পায়ের আঙুলে চুল থাকে, তাঁরা দায়িত্ববান হন। 

* পায়ের আঙুলে ঘন চুল থাকলে জাতকরা স্বভাবে অহংকারী হন। 

* যাঁদের পায়ের আঙুলে ঘন চুল থাকে, তাঁরা অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন। 

Read more!
Advertisement
Advertisement