Advertisement

Vastu Tips of Ganesh Idol: গণেশের এই মূর্তি ঘরে রাখলে ধনলাভ হবে, যেভাবে রাখবেন...

বাস্তু মতে, বাড়িতে গণেশ মূর্তি রাখা অত্যন্ত শুভ। ঘরে গণেশের মূর্তি রাখলে সব বাধা কেটে যায়। সংসার থেকে সমস্ত আঁধার দূর হয়। সুখ-শান্তি বজায় থাকে পরিবারে। তবে বাড়ির সঠিক জায়গায় গণেশের মূর্তি রাখা উচিত।

বাড়িতে কোন গণেশ মূর্তি রাখা শুভ, জানুন।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Feb 2024,
  • अपडेटेड 4:22 PM IST
  • বাস্তু মতে, বাড়িতে গণেশ মূর্তি রাখা অত্যন্ত শুভ।
  • ঘরে গণেশের মূর্তি রাখলে সব বাধা কেটে যায়।
  • বে বাড়ির সঠিক জায়গায় গণেশের মূর্তি রাখা উচিত।

হিন্দু ধর্মে গণেশ দেবতার বিশেষ মাহাত্ম্য রয়েছে। ঘরে ঘরে গণেশ পুজো করা হয়। আবার যে কোনও পুজোয় প্রথমে গণেশকেই পুজো করা হয়। প্রচলিত বিশ্বাস রয়েছে যে, সুখ-সমৃদ্ধি প্রদান করে থাকেন গণেশ। আবার গণপতির আরও এক নাম বিঘ্নহর্তা। সমস্ত বাধা-বিপত্তি দূর করেন গণেশ। দুর্গাপুজোর আগেই ঘটা করে গণেশ চতুর্থী পালন করা হয়। বিশেষত, মুম্বইয়ে গণেশ পুজো ধুমধাম করে হয়। ইদানীং, কলকাতা-সহ দেশের নানা প্রান্তে গণেশের আরাধনা করেন ভক্তরা। 


বাড়িতে ঠাকুরের আসনেও গণেশের মূর্তি থাকে। ঘরে ঘরে গণেশ পুজো করা হয়। বাস্তু মতে, বাড়িতে গণেশ মূর্তি রাখা অত্যন্ত শুভ। ঘরে গণেশের মূর্তি রাখলে সব বাধা কেটে যায়। সংসার থেকে সমস্ত আঁধার দূর হয়। সুখ-শান্তি বজায় থাকে পরিবারে। তবে বাড়ির সঠিক জায়গায় গণেশের মূর্তি রাখা উচিত। ভুল জায়গায় গণেশের মূর্তি রাখলে হিতে বিপরীত ঘটতে পারে। 


বাড়িতে কোন গণেশের মূর্তি রাখা শুভ, জেনে নিন...

* বাস্তু মতে বাড়িতে শ্বেতার্ক গণেশ মূর্তি রাখা খুব শুভ। বাড়িতে এই মূর্তি রেখে নিয়মিত পুজো করলে অর্থলাভ হয়। সম্পদ বৃদ্ধি হয়। 

* ঘরে ক্রিস্টালের গণেশ মূর্তি রাখাও ভাল। এই মূর্তি রাখলে পরিবারে সুখ-শান্তি বজায় থাকে। 

* আম বা নিম কাঠের তৈরি গণেশ মূর্তি ঘরে রাখা শুভ বলে মনে করা হয়। এতে ঘরে সুখ-সমৃদ্ধি আসে। 

* বাস্তু মতে, বাড়িতে সবসময় বসে রাখা গণেশ মূর্তি রাখা উচিত। বসে রাখা গণেশ মূর্তি বাড়ির জন্য শুভ। তবে বাড়ির দরজার বাইরে গণেশের মূর্তি রাখা ঠিক নয়। 

* বাস্তুশাস্ত্র অনুসারে, উন্নতি এবং সুখ-সমৃদ্ধির জন্য লাল রঙের গণেশ মূর্তি রাখা শুভ। 

Advertisement

* সাদা রঙের গণেশ মূর্তি রাখাও শুভ। তবে এই ধরনের মূর্তি বাড়ির প্রবেশদ্বারে রাখবেন না। 

এ বার জেনে নিন, বাড়ির কোন দিকে গণেশ মূর্তি রাখবেন...


* বাড়ির উত্তর-পূর্ব দিকে গণেশ মূর্তি রাখলে সম্পদ লাভ হয়। ঘরে সুখ বজায় থাকে। 

* বাস্তু মতে, বাড়ির পূর্ব বা পশ্চিম দিকে গণেশ মূর্তি রাখাও ভাল। এতে বিভিন্ন কাজে সাফল্য আসে। 

* তবে বাড়ির দক্ষিণ দিকে গণেশ মূর্তি রাখবেন না। 

* সিঁড়ির নীচে বা পাশে গণেশ মূর্তি রাখবেন না।

* বাড়িতে রাখা গণেশ মূর্তি সবসময় পরিচ্ছন্ন রাখুন। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement