Advertisement

Janmashtami 2022: জন্মাষ্টমীর শুভ মুহূর্ত ও পুজো বিধি

এ বার জন্মাষ্টমীতে বৃদ্ধি যোগ তৈরি হচ্ছে। তা অত্যন্ত শুভ ও ফলদায়ক বলে মত জ্য়োতিষ বিশেষজ্ঞদের। জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের শিশুরূপের পুজো করেন ভক্তরা। 

Kobe janmashtami 2022: জন্মাষ্টমী কবে?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Jun 2022,
  • अपडेटेड 12:48 PM IST
  • জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের শিশুরূপের পুজো করেন ভক্তরা। 
  • এ বার জন্মাষ্টমীতে বৃদ্ধি যোগ তৈরি হচ্ছে।
  • তা অত্যন্ত শুভ ও ফলদায়ক বলে মত জ্য়োতিষ বিশেষজ্ঞদের।

Janmashtami 2022: প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে উদযাপিত হয় জন্মাষ্টমী। কৃষ্ণভক্তরা এই দিন আরাধ্যের জন্মদিন ধুমধাম করে উদযাপন করেন। রোহিণী নক্ষত্রে অষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ। এ বার জন্মাষ্টমীতে বৃদ্ধি যোগ তৈরি হচ্ছে। তা অত্যন্ত শুভ ও ফলদায়ক বলে মত জ্য়োতিষ বিশেষজ্ঞদের। জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের শিশুরূপের পুজো করেন ভক্তরা। 

শুধু মথুরা, বৃন্দাবন বা দ্বারকায় নয় জন্মাষ্টমীর উৎসব সারাদেশে ধুমধাম করে উদযাপিত হয়। পশ্চিমবঙ্গে বহু বাড়িতে গোপালকে পুজো করেন গৃহকর্ত্রীরা। ঘরে ঘরে দোলনায় দোল খান গোপাল। জেনে নেওয়া যাক জন্মাষ্টমীর তিথি, শুভ সময় ও পুজোর বিধি।

জন্মাষ্টমীর তারিখ এবংশুভ সময় (Janmashtami 2022 Timing)

তারিখ- ১৮ অগাস্ট, বৃহস্পতিবার

অষ্টমী শুরু- ১৮ অগস্ট রাত ৯টা ২১ মিনিট থেকে।

অষ্টমী শেষ- ১৯ অগাস্ট রাত ১০টা ৫৯ মিনিট পর্যন্ত।

অভিজিৎ মুহূর্ত - ১৮ অগস্ট দুপুর ১২টা ৫ মিনিট থেকে ১২টা ৫৬ মিনিট পর্যন্ত।

বৃদ্ধি যোগ - ১৭ অগাস্ট রাত ৮ টা ৫৬ মিনিট থেকে ১৮ অগাস্ট রাত ৮টা ৪১ মিনিট। 

জন্মাষ্টমীর দিন রাহু কাল ১৮ আগস্ট দুপুর ২টো ৬ মিনিটে শুরু হবে এবং ৩টে ৪২ মিনিটে শেষ হবে। এই সময়ে কোনও শুভ কাজ করবেন না। 

জন্মাষ্টমী পুজো বিধি (Janmashtami 2022 Puja Vidhi)

জন্মাষ্টমীর দিন রাত ১২টায় জন্মগ্রহণ করেছিলেন  শ্রীকৃষ্ণ। এই দিনে শ্রীকৃষ্ণকে দুধ ও গঙ্গাজল দিয়ে স্নান করানো হয়। তার পর পরানো হয় নতুন পোশাক। এরপর ময়ূরের পালক, বাঁশি, মুকুট, চন্দন, মালা, তুলসি ইত্যাদি দিয়ে সাজানো হয় গোপালকে।  ফল, ফুল, মাখন, মাখন, চিনি, মিষ্টি, শুকনো ফল ইত্যাদি নিবেদন করুন। তার পর শ্রীকৃষ্ণের সামনে প্রদীপ ও ধূপ জ্বালান। শেষে শ্রী কৃষ্ণের শিশুরূপের আরতি করুন। সকলের মধ্যে প্রসাদ বিতরণ করুন। 

Advertisement

আরও পড়ুন- ঋতুমতী হন কৃষ্ণ-জায়া ভূদেবী, বর্ষার আগে এই রাজ্যে উদযাপিত 'রজ উৎসব'

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement