Advertisement

Kadam Phool Upay : পুজোর থালায় রাখুন এই ফুল, তুঙ্গে উঠবে বৃহস্পতি; হাতের মুঠোয় অর্থ-সম্মান

শাস্ত্রে কদম গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মনে করা হয় যে কদম গাছ ভগবান শ্রীকৃষ্ণেরও খুব প্রিয়। এমনটাও মনে করা হয় যে ভগবান শ্রীকৃষ্ণকে কদম ফুল নিবেদন করলে তাঁর আশীর্বাদ পাওয়া যায়। এছাড়া কদম ফুলের কিছু উপায় অবলম্বন করলে ব্যক্তির জীবনে আসে শান্তি, সুখ, সমৃদ্ধি। লাভ হয় সম্পদও।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 01 May 2023,
  • अपडेटेड 7:22 PM IST
  • কদম ফুল খুবই সুন্দর
  • এর অনেক বাস্তু গুণও আছে
  • উপায়গুলি জেনে নিন

ঘরের সৌন্দর্য বাড়াতে মানুষ নানা ধরনের গাছ-গাছালি দিয়ে ঘর সাজায়। এতে ঘর সুন্দর দেখায়। এর পাশাপাশি ঘরে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। শাস্ত্রে কদম গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মনে করা হয় যে কদম গাছ ভগবান শ্রীকৃষ্ণেরও খুব প্রিয়। এমনটাও মনে করা হয় যে ভগবান শ্রীকৃষ্ণকে কদম ফুল নিবেদন করলে তাঁর আশীর্বাদ পাওয়া যায়। এছাড়া কদম ফুলের কিছু উপায় অবলম্বন করলে ব্যক্তির জীবনে আসে শান্তি, সুখ, সমৃদ্ধি। লাভ হয় সম্পদও।

১. শাস্ত্রে বৃহস্পতিকে একটি শুভ গ্রহ হিসেবে বিবেচনা করা হয়েছে। এই গ্রহ ব্যক্তির কেরিয়ার এবং অর্থ সংক্রান্ত বিষয়ে সমাধান দেয়। কুণ্ডলীতে বৃহস্পতি অনুকূল অবস্থানে থাকলে ব্যক্তি জীবনে প্রচুর খ্যাতি অর্জন করেন। কথিত আছে ভগবান বিষ্ণুকে কদম ফুল নিবেদন করলে বৃহস্পতি গ্রহ শুভ অবস্থায় থাকে।

২. শাস্ত্র বলছে কদম গাছ জন্মকুণ্ডলীতে থাকা বৃহস্পতি গ্রহের সমস্যা থেকে মুক্তি দেয়। যাঁর কুণ্ডলীতে গুরু দোষ রয়েছে তাঁর এই ফুলটি জলে রেখে স্নান করা উচিত। তাতে মানুষ গুরু দোষ থেকে মুক্তি পান।

৩. শাস্ত্র অনুসারে বাড়ির দক্ষিণ-পশ্চিম বা পশ্চিম-দক্ষিণ দিকে কদম গাছ লাগালে ব্যক্তির অর্থনৈতিক অবস্থা ভাল থাকে।

৪. জ্যোতিষ শাস্ত্র অনুসারে, কদম ফুল যদি তোরণ আকারে বাড়ির মূল দরজায় রাখা হয়, তাহলে ঘরে পজিটিভ এনার্জি আসে। এ ছাড়া রাহুর পার্শ্বপ্রতিক্রিয়াও কমতে পারে।
 
৫. কদম ফুল মন্দিরে বা ভল্টে রাখলে দেবী লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদ পাওয়া যায়। এ ছাড়া আর্থিক সংকটও দূর হয়।

৬. অফিসে বা দোকানে কদম ফুল রাখলে উন্নতির পথ খুলে যায়।

৭. রুপোর থালায় কদম ফুল রেখে দেবতাদের পুজো করলে অর্থ লাভ হয়। 

Advertisement

আরও পড়ুন - বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ বহাল, গ্রুপ D মামলার শুনানি পিছোল

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement