Advertisement

Kali Puja 2021 Date & Time: কালীপুজো কবে? জানুন দিনক্ষণ, অমাবস্যা তিথি ও শুভ সময়

Kali Puja 2021 Date & Time: দেশের বিভিন্ন প্রান্তরে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এই বছরের কালী পুজোর প্রস্তুতি। শ্যামা মায়ের (Goddess Kali) আরাধনায় যাতে কোনো ত্রুটি না থাকে তাই তার চেষ্টা চলছে জোড়কদমে। 

শুরু হয়ে গেছে কালী পুজোর প্রস্তুতিশুরু হয়ে গেছে কালী পুজোর প্রস্তুতি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Oct 2021,
  • अपडेटेड 3:16 PM IST
  • দুর্গাপুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দীপাবলির কাউন্টডাউন শুরু হয়ে যায়।
  • কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে হয় কালী পুজো।
  • বাংলায় কালীপুজোকে দীপান্বিতা পুজো দীপাবলিও বলা হয়ে থাকে।

Kali Puja 2021 Date & Time: চলছে উৎসবের মরসুম (Festive Season)। দুর্গাপুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দীপাবলির (Deepawali) কাউন্ট ডাউন শুরু হয়ে যায়। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে হয় কালী পুজো (Kali Puja) বা শ্যামা পুজো (Shyama Puja)। দেশের বিভিন্ন প্রান্তরে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এই বছরের কালী পুজোর প্রস্তুতি। শ্যামা মায়ের (Goddess Kali) আরাধনায় যাতে কোনো ত্রুটি না থাকে তাই তার চেষ্টা চলছে জোড়কদমে। 

বিভিন্ন মন্দিরে তো বটেই, এছাড়াও যাঁদের বাড়িতে কালীপুজো হয়, তাঁরাও বেশ কিছুদিন আগে থেকেই লেগে পড়েন কালী পুজোর কাজে। বাংলায় কালীপুজোকে দীপান্বিতা পুজো (Dipanwita Puja) বা দীপাবলিও বলা হয়ে থাকে। বাংলার বাইরে এই উৎসব মূলত পালিত হয় দিওয়ালি (Diwali) নামে। দেখে নিন কালী পুজোর দিনক্ষণ, শুভ সময় (Kali Puja Fixture)। 

আরও পড়ুন

কালীপুজো ২০২১ -এর নির্ঘণ্ট (Kali Puja 2021 Date & Time)

* কালীপুজোর তারিখ - আগামী ৪ নভেম্বর, বৃহস্পতিবার। 

* অমাবস্যা তিথি - ৪ নভেম্বর সকাল ৬.০৩ মিনিট থেকে ৫ নভেম্বর মধ্যরাত ২.৪৪ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে। 

* লক্ষ্মীপুজোর সময়- সন্ধ্যা ৬.০৯ থেকে ৮.২০ মিনিট পর্যন্ত, অর্থাৎ মোট ১ ঘণ্টা ৫৫ মিনিট থাকছে শুভ মুহূর্ত 

অনেকে দীপাবলিতে লক্ষ্মী -গণেশের পুজোও করেন। জ্যোতিষীদের মতে, এই বছর সেই সময় চারটি গ্রহ থাকবে একই রাশিতে। ফলস্বরূপ কিছু মানুষের জন্য এই সময়কাল অত্যন্ত শুভ। তাঁদের উপর লক্ষ্মী -গণেশের আশীর্বাদ বিরাজ করবে এবং তাঁরা লাভবান হবেন। 

জ্যোতিষাচার্য অরবিন্দ মিশ্রের জানাচ্ছেন, কালী পুজোর দিন, সূর্য, চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি এই চারটি গ্রহই থাকবে তুলাতে। শুক্র হল তুলা রাশির গ্রহ। তাই এদিন লক্ষ্মীদেবীর পুজো করলে তা শুভ ফল দেবে তুলা রাশির জাতকদের। জ্যোতিষশাস্ত্রে শুক্রের প্রভাবেই আরাম ও বিলাসবহুল জীবনযাত্রা মেলে। 

Advertisement

অন্যদিকে সূর্যকে মনে করা হয় সমস্ত গ্রহের রাজা। মঙ্গল গ্রহের অধিনায়ক এবং বুধকে গ্রহের রাজপুত্র বলা হয়। এর সঙ্গে, চন্দ্রকে মনের কারণ হিসাবে বিবেচনা করা হয়। অন্যদিকে, সূর্যকে পিতা এবং চন্দ্রকে মাতা হিসেবে বিবেচনা করা হয়।

গত বছর থেকে কালী পুজোর আনন্দে ভাঁটা পড়েছে অনেকটাই। করোনা অতিমারীর প্রকোপে এই বছরও দুর্গাপুজো কেটেছে কিছুটা আশঙ্কায়। কালী পুজো অবধি ঠিক কী অবস্থা থাকবে না নিয়ে কিছুটা ভয় থেকেই যাচ্ছে।  

 

Read more!
Advertisement
Advertisement