Advertisement

Maa Lakshmi Dreams Meaning: এই স্বপ্নগুলি দেখিয়ে সংকেত দেন লক্ষ্মী, শীঘ্রই অর্থলাভ

স্বপ্নশাস্ত্র অনুযায়ী, একাধিক স্বপ্ন লক্ষ্মীলাভের ইঙ্গিত দেয়। তেমনই কয়েকটি স্বপ্নের কথা তুলে ধরা হল এই প্রতিবেদনে। 

স্বপ্নেই জানান দেন লক্ষ্মী।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 16 Jul 2022,
  • अपडेटेड 5:37 PM IST
  • স্বপ্নশাস্ত্র অনুযায়ী, একাধিক স্বপ্ন লক্ষ্মীলাভের ইঙ্গিত দেয়।
  • তেমনই কয়েকটি স্বপ্নের কথা তুলে ধরা হল এই প্রতিবেদনে। 

Dream Meaning For Money: ঘুমোনোর  সময় নানা স্বপ্ন আছে। অনেক কিছু ভেসে ওঠে। জ্যোতিষ অনুযায়ী প্রতিটি স্বপ্নেরই কোনও না কোনও অর্থ থাকে। স্বপ্ন শাস্ত্র অনুসারে,কিছু স্বপ্ন ভবিষ্যতের ঘটনা সম্পর্কে ব্যক্তিকে আগে থেকে সজাগ করে দেয়। বহু মানুষ রাতের স্বপ্ন নিয়ে ভাবতে থাকেন। তার অর্থ কী তা জানার জন্য ব্যাকুল হয়ে ওঠেন। স্বপ্নশাস্ত্র অনুযায়ী, একাধিক স্বপ্ন লক্ষ্মীলাভের ইঙ্গিত দেয়। তেমনই কয়েকটি স্বপ্নের কথা তুলে ধরা হল এই প্রতিবেদনে। 

দাঁত ভাঙা ও শিশুদের হাসি- স্বপ্নশাস্ত্র অনুসারে, স্বপ্নে ছোট বাচ্চাদের হাসতে বা হাঁটতে দেখা গেলে তা শুভ লক্ষণ। লোকবিশ্বাস, লক্ষ্মী ঘরে প্রবেশ করতে চলেছেন। স্বপ্নে দাঁত ভাঙাও শুভ বলে মনে করা হয়। এর অর্থ ওই ব্যক্তির কর্মজীবনে অগ্রগতি হতে চলেছে।

দাঁত মাজা- স্বপ্নে দাঁত মাজাও শুভ লক্ষণ বলে মনে করা হয়। এই স্বপ্নটি জানান দেয়, ভ্রমণের মাধ্যমে আর্থিক লাভ হতে চলেছে। স্বপ্নে কোনও ধরনের রক্তপাত দেখে ভয় পাবেন না। কারণ এটি শুভ লক্ষণ। এই স্বপ্নের অর্থ অনেক টাকা হাতে আসছে। 

জামাকাপড় সেলাই করতে দেখা-বিশ্বাস করা হয়, যদি কোনও ব্যক্তি স্বপ্নে কাপড় সেলাই দেখেন তা সম্পদ বৃদ্ধির লক্ষণ হিসাবে বিবেচিত হয়। চাকরি খোঁজা, কিছু ছিনিয়ে নেওয়া বা দ্রুত পালানোও শুভ লক্ষণ। এর অর্থ প্রচুর টাকা হাতে আসতে চলেছে।

স্বপ্নে সিঁড়ি চড়া- স্বপ্নে উপরে ওঠা বা মন্দিরে যাওয়া শুভ ফলের ইঙ্গিতবাহী। এর অর্থ সাফল্য অর্জন করতে চলেছেন। স্বপ্নে একটি সাদা সাপের কামড় আর্থিক লাভের কথা জানান দেয়। লক্ষ্মী আসছে ঘরে।  .

আরও পড়ুন- এই রাশিগুলিই শনিদেবের প্রিয়, কখনও সাড়ে সাতি ছুঁতে পারে না

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement