Advertisement

Sarada Devi Birthday Celebration : মা সারদার জন্মতিথি উদযাপন, বেলুড় মঠ-জয়রামবাটিতে উপচে পড়া ভিড়

বেলুড় মঠে (Belur Math) ভোর চারটে পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু হয় অনুষ্ঠান। প্রথমেই হয় মঙ্গল আরতি। তারপর চলে বেদ পাঠ ,স্তব গান ,ভজন, বিশেষ পুজো, হোম ,মাতৃসংগীত, শ্রী শ্রী মায়ের কথা পাঠ, ভক্তিগীতি ,গীতিনাট্য শ্যামা সংগীত, পদাবলী কীর্তন ভজন ,ধর্ম সভা ও প্রসাদ বিতরণ। এরপর রয়েছে প্রতিদিনের মতো সন্ধ্যা আরতি ও সবেশেষে। এই দিনে মঠে আসতে পেরে বহু ভক্ত দর্শনার্থী কার্যত আবেগাপ্লুত। অনেকের চোখেই দেখা গেল আনন্দাশ্রু। গোটা উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে জোর দেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থাতেও।

মা সারদাদেবীমা সারদাদেবী
Aajtak Bangla
  • বেলুড়/বাঁকুড়া,
  • 15 Dec 2022,
  • अपडेटेड 2:24 PM IST
  • মা সারদাদেবীর জন্মতিথি
  • বেলুড় মঠে উদযাপন
  • ভক্ত সমাগম জয়রামবাটিতে

আজ শ্রী শ্রী মা সারদাদেবীর (Sri Sri Sarada Ma) ১৭০তম জন্মতিথি। সেই উপলক্ষে সারাদিনব্যাপী বেলুড় মঠে আয়োজন করা হয়ে বিভিন্ন অনুষ্ঠান। বহু মানুষের সমাগম হয়েছে এই অনুষ্ঠানে। গত বছরও এই দিনটি মহাসমারোহে উদযাপন করা হয়। কারণ তার আগের বছর থেকে করোনার কারণে বন্ধ ছিল বেলুড় মঠ। আগের বছরও দর্শনার্থীরা এসেছিলেন। এরপর এবারেও সমাগম হয়েছে ভক্তদের। করোনাকাল অতিক্রম করে পরপর দু'বছর এই বিশেষ দিনে মঠে আসতে পেরে আনন্দের সীমা নাই দর্শনার্থীদের। 

এই বছরও বেলুড় মঠে (Belur Math) ভোর চারটে পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু হয় অনুষ্ঠান। প্রথমেই হয় মঙ্গল আরতি। তারপর চলে বেদ পাঠ ,স্তব গান ,ভজন, বিশেষ পুজো, হোম ,মাতৃসংগীত, শ্রী শ্রী মায়ের কথা পাঠ, ভক্তিগীতি ,গীতিনাট্য শ্যামা সংগীত, পদাবলী কীর্তন ভজন ,ধর্ম সভা ও প্রসাদ বিতরণ। এরপর রয়েছে প্রতিদিনের মতো সন্ধ্যা আরতি ও সবেশেষে। এই দিনে মঠে আসতে পেরে বহু ভক্ত দর্শনার্থী কার্যত আবেগাপ্লুত। অনেকের চোখেই দেখা গেল আনন্দাশ্রু। গোটা উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে জোর দেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থাতেও।

অন্যদিকে একইরকম জাঁকজমকের সঙ্গে শ্রী শ্রী মা সারদাদেবীর জন্মতিথি উদযাপন হচ্ছে তাঁর জন্মভূমি বাঁকুড়ার জয়রামবাটি। শ্রীশ্রী মা সারদার ১৭০-তম জন্মতিথি উপলক্ষে সেখানেও ভোরে মঙ্গলারতির মধ্যে দিয়ে শুরু হয়েছে উৎসব উদযাপন। দিনভর পুজো, ভোগ ও সন্ধ্যা আরতি, ভক্তিগীতি ও বিভিন্ন ভক্তিমূলক রচনা পাঠ করা হয়। একদম সকাল থেকেই ভক্ত সমাগম ঘটে জয়রামবাটি মাতৃমন্দিরে। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ভিড়ি জমান দর্শনার্থীরা। আর শুধু জয়রামবাটিই নয়, দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা অনেকেই এদিন একসঙ্গে ঘুরে দেখেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের (Ramakrishna Paramahamsa) জন্মভিটে কামারপুকুরও। প্রসঙ্গত, কামারপুকুর ও জয়রামবাটি (Jayrambati Kamarpukur) বাংলার দুটি বিখ্যাত ধর্মীয় পর্যটনস্থলও। সারাবছরই সেখানে ভিড় লেগে থাকে ভক্তদের। তারমধ্যে বিশেষ দিনগুলিতে ভক্তদের ভিড় একপ্রকার উপচে পড়ে। 

Advertisement

আরও পড়ুন

 

Read more!
Advertisement
Advertisement