Advertisement

Magh Bengali Month Auspicious Dates: বিয়ে, গৃহপ্রবেশ থেকে সরস্বতী পুজো! জানুন, মাঘ মাসের সবচেয়ে শুভ দিনক্ষণ, মুহূর্ত

Magh Bengali Month Auspicious Dates: পৌষ মাস বাঙালি হিন্দুদের মলমাস, তাই কোনও শুভ কাজ হয় না। এজন্যে অনেকেই অপেক্ষা করে থাকেন মাঘ মাসের। বাংলা সনের দশম মাস মাঘ। তবে ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের এটি একাদশ মাস।

মাঘ মাসের সবচেয়ে শুভ দিনক্ষণ, মুহূর্ত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Jan 2022,
  • अपडेटेड 7:09 PM IST
  • বাংলা সনের দশম মাস হল মাঘ।
  • 'মাঘ' নামটি এসেছে মঘা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে।
  • ১৫ জানুয়ারি থেকে ১৩ ফ্রেবুয়ারি পর্যন্ত পড়েছে এই বছরের মাঘ মাস।

Magh Bengali Month Auspicious Dates: বাংলা সনের দশম মাস মাঘ (Magh Month)। তবে ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের এটি একাদশ মাস। বাংলা মাঘ এবং শকাব্দের 'মাঘা' (Magha) নামটি এসেছে মঘা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। খনার বচনে রয়েছে, "যদি বর্ষে মাঘের শেষ, ধন্যি রাজার পূণ্যি দেশ"। সিজারিয়ান বর্ষপঞ্জী অনুযায়ী জানুয়ারি মাসের (January) মধ্য ভাগ থেকে ফেব্রুয়ারি মাস (February) পর্যন্ত মাঘ মাসের ব্যাপ্তি।

সাধারণত মাঘ মাসে ৩০ দিন থাকে। ১৫ জানুয়ারি থেকে ১৩ ফ্রেবুয়ারি পর্যন্ত পড়েছে এই বছরের মাঘ মাস। পৌষ মাস বাঙালি হিন্দুদের মলমাস, তাই কোনও শুভ কাজ হয় না। এজন্যে অনেকেই অপেক্ষা করে থাকেন মাঘ মাসের। বাঙালি হিন্দুদের (Bengali Hindus) যাবতীয় শুভ কাজ হয় বাংলা ক্যালেন্ডার (Bengali Calendar) বা পঞ্জিকা (Pajika) অনুসারে। তাই জেনে নিন, মাঘ মাসে কোন কোন দিন শুভ। 

আরও পড়ুন:  সূর্যাস্তের পর এভাবে শিব ও শনিদেবের ব্রত পালনে দূর হবে সমস্ত বাধা-বিপত্তি

 

মাঘ মাসের শুভ দিন (Auspicious Days in Magh Month)

* পূর্ণিমা – ৩ (১৭ জানুয়ারি), পূর্বদিন রাত্রি ঘ ২।৫৮ থেকে অদ্য শেষরাত্রি ঘ ৪।৪৮ পর্যন্ত। 

* অমাবস্যা - ১৮ (১ ফেব্রুয়ারি), মৌনী অমাবস্যা - পূর্বদিন দিবা ঘ ১।৩৮ থেকে অদ্য দিবা ঘ ১১।৩৬ পর্যন্ত।   

* একাদশী – ১৪ (২৮ জানুয়ারি), ২৯ (১২ ফেব্রুয়ারি)

* বিয়ে –  ৮ (২২ জানুয়ারি), ১০ (২৪ জানুয়ারি), ১৯ (২ ফেব্রুয়ারি), ২২ (৫ ফেব্রুয়ারি), ২৪ ( ৭ ফেব্রুয়ারি)   

Advertisement

* অন্নপ্রাশন – ১৯ (২ ফেব্রুয়ারি), ২৩ (৬ ফেব্রুয়ারি)

* উপনয়ন – ২১ (৪ ফেব্রুয়ারি) , ২৩ (৬ ফেব্রুয়ারি)

* সাধভক্ষণ - ১৯ (২ ফেব্রুয়ারি), ২০ (৩ ফেব্রুয়ারি), ২৩ (৬ ফেব্রুয়ারি), ২৭ (১০ ফেব্রুয়ারি)   

* বিশেষ উৎসব - ২২ মাঘ (৫ ফেব্রুয়ারি) সরস্বতী পুজো

 

আরও পড়ুন: উল্টো পথে হাঁটবে বুধ! বিপদ এড়াতে সাবধানে থাকতে হবে এই ৫ রাশিকে

হিন্দু ধর্ম মতে পঞ্জিকার এই তারিখগুলি মেনেই শুভ কাজ করতে হয়। যে কোনও পুজো, আচার, ও শুভ কাজে পঞ্জিকা আবশ্যক। মনে করা হয় এই দিনগুলিতে শুভ কাজ করলে সংসারের জন্য তা শুভ হয়।  

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement