Advertisement

Maha Shivratri 2021: শিব চতুর্দশীর ব্রত পালন করছেন? জানুন চার প্রহরের নিয়ম ও মন্ত্র

শুধু বিবাহিত মহিলা নয়, অবিবাহিত মহিলা এবং অনেক পুরুষও এই ব্রত পালন করেন নিষ্ঠা করে। মাঘ মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহা শিবরাত্রি (Maha Shivratri) পালন করা হয়। জেনে নিন শিবরাত্রির নিয়ম কানুন, সময়সূচী ও আরও নানা তথ্য।

 শিবরাত্রি ব্রত পালনের নিয়ম ও মন্ত্র
সৌমিতা চৌধুরী
  • কলকাতা,
  • 11 Mar 2021,
  • अपडेटेड 4:21 PM IST
  • মাঘ মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহা শিবরাত্রি পালন করা হয়।
  • মহাদেব বেলপাতাতেই সবচেয়ে বেশি তুষ্ট হন।   
  • চার প্রহরের পুজোর জন্যে আছে আলাদা নিয়ম ও মন্ত্র।

মাঘ মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহা শিবরাত্রি (Maha Shivratri) পালন করা হয়। শিবরাত্রিতে মূলত স্বামীর মঙ্গল কামনায় উপবাস করে থাকেন মহিলারা। তবে শুধু বিবাহিত মহিলা নয়, অবিবাহিত মহিলা এবং অনেক পুরুষও এই ব্রত পালন করেন নিষ্ঠা করে। প্রচলিত কথা অনুয়ায়ী বলা হয়, অবিবাহিত মেয়েরা এই ব্রত পালন করেন, যাতে তাঁরা শিবের মতো বর পান, যাকে তাঁরা আদর্শ পুরুষ হিসাবে মনে করেন। জেনে নিন শিবরাত্রির নিয়ম কানুন, সময়সূচী ও আরও নানা তথ্য।

 শিবরাত্রি ব্রত পালনের উপকরণ

গঙ্গামাটি বা শুদ্ধ মাটি, বেল পাতা, গঙ্গা জল, দুধ, দই, ঘি, মধু, কলা, বেল, বেলের কাঁটা ও মহাদেবের পছন্দের কোনও ফুল

শিবের পছন্দের ফুল

বেলপাতা,ধুতুরা, আকন্দ, অপরাজিতা, কলকে প্রভৃতি ফুল শিবের প্রিয় বলে জানা যায়। তবে মহাদেব বেলপাতাতেই সবচেয়ে বেশি তুষ্ট হন।   

ব্রতের নিয়ম 

শিবরাত্রির ব্রত পালন করার আগের দিন সংযম করতে হয়। এদিন সিদ্ধ চালের ভাত বা আমিষ খেতে নেই। আতপ চালের সিদ্ধ ভাত খাওয়ার নিয়ম এদিন। এছাড়া কেউ চাইলে ময়দার তৈরি খাবারও খেতে পারেন। তবে সন্দক লবণ দিয়েই রান্না করতে হয়। এদিন সাধারণ লবণ একদমই খেতে নেই। ব্রতের দিন উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব।  

চার প্রহরে পুজোর নিয়ম ও মন্ত্র 

বাড়িতে প্রতিষ্ঠিত শিব থাকলে তাতে চার প্রহরে, চার বার পুজো করতে হয়। তা নাহলে মন্দিরে গিয়েও শিবলিঙ্গে জল ঢালতে পারেন।

 * প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান করাতে হয়। মন্ত্র- ইদং স্নানীয়দুগ্ধং ওঁ হৌঁ ঈশানায় নমঃ। 

Advertisement

 * দ্বিতীয় প্রহরে দই দিয়ে স্নান করানোর নিয়ম। মন্ত্র - ইদং স্নানীয়ং দধি ওঁ হৌঁ অঘোরায় নমঃ।  

* তৃতীয় প্রহরে ঘি দিয়ে স্নান করাতে হয়। মন্ত্র- ইদং স্নানীয়ং ঘৃতং ওঁ হৌঁ বামদেবায় নমঃ। 

* চতুর্থ প্রহরে মধু দিয়ে শিবকে অবশ্যই স্নান করাতে হয়। ইদং স্নানীয়ং মধু হৌঁ সদ্যোজাতায় নম। 

 তাছাড়া প্রতি প্রহরে উৎসর্গ করা খাবারও আলাদা আলাদা হয়।

শিবরাত্রির প্রণাম মন্ত্র

ওঁ অবিঘ্নেন ব্রতং দেব ত্বৎপ্রসাদাৎ সমর্পিতম। 
ক্ষমস্ব জগতাং নাথ ত্রৈলোক্যাধিপতে হর।।
যন্মায়াদ্য় কৃতং পুণ্যং তদ্রুদস্য নিবেদিতম। 
তৎ প্রসাদান্ময়া দেব ব্রতমদ্য সমাপিতম। 
প্রসন্ন ভবো মে শ্রীমন মদ্ভুতি প্রতিপাদ্যতাম। 
ত্বদালোকন-মাত্রেণ পবিত্রোহস্মি ন সংশয়ঃ।।

শিবের ব্রতের ফলাফল 

যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনই পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল শিব চতুর্দশীর ব্রত। তাই শিবরাত্রির ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ- এই চতুর্বিধ ফল লাভ হয়।

আরও পড়ুন: রাত পোহালেই শিব চতুর্দশী! ভার্চুয়াল শুভেচ্ছায় কী লিখবেন,দেখে নিন এক নজরে 

এই বছরের শিবরাত্রির দিনক্ষণ

সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ মাসে শিবরাত্রির তিথি পড়ে। এই বছর ১১ মার্চ, বৃহস্পতিবার পড়েছে মহাশিবরাত্রির তিথি। ১১ মার্চ দুপুর ২.৪২ থেকে ১২ মার্চ দুপুর ২.৪১ মিনিট পর্যন্ত থাকবে শিবরাত্রির তিথি। তবে সবটাই মনের ওপর নির্ভর করে। ভক্তি ও নিষ্ঠার সঙ্গে শিবরাত্রির ব্রত পালন করলে পুণ্য হয় বলে হিন্দু ধর্মের বিশ্বাস। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement