Advertisement

Manglik Dosha Tips: মঙ্গলের দোষ কাটবে রাতারাতি, এই টোটকাতেই সুখের জীবন

মাঙ্গলিক হলে বিশেষ কিছু রীতি মেনে চলতে হয়। ঘরে মঙ্গলের দোষ থাকলে বাস্তু মতে কিছু জিনিস রাখলে, তা থেকে রেহাই পাওয়া যায়। বাস্তুশাস্ত্রে মঙ্গলের দোষ কাটানোর জন্য ঘরে বিশেষ কিছু জিনিস রাখা উচিত। তাহলেই কাটবে মঙ্গলের দোষ। 

এই টোটকাতেই মঙ্গলের দশা কাটবে।এই টোটকাতেই মঙ্গলের দশা কাটবে।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 03 Jul 2025,
  • अपडेटेड 5:39 PM IST
  • মাঙ্গলিক হলে বিশেষ কিছু রীতি মেনে চলতে হয়।
  • ঘরে মঙ্গলের দোষ থাকলে বাস্তু মতে কিছু জিনিস রাখলে, তা থেকে রেহাই পাওয়া যায়।
  • বাস্তুশাস্ত্রে মঙ্গলের দোষ কাটানোর জন্য ঘরে বিশেষ কিছু জিনিস রাখা উচিত।

জ্যোতিষ মতে, বিভিন্ন গ্রহের মধ্যে অন্যতম হল মঙ্গল। লাল গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। কোষ্ঠীতে মঙ্গল ভাল অবস্থানে থাকলে উন্নতি হয় জীবনে। তবে যাঁদের মঙ্গল দুর্বল অবস্থায় থাকে, তাঁরা জীবনে নানা বাধার মুখোমুখি হন। তাই মঙ্গলের দোষ থাকলে, সাবধানে থাকতে হয়। 

মাঙ্গলিক হলে বিশেষ কিছু রীতি মেনে চলতে হয়। ঘরে মঙ্গলের দোষ থাকলে বাস্তু মতে কিছু জিনিস রাখলে, তা থেকে রেহাই পাওয়া যায়। বাস্তুশাস্ত্রে মঙ্গলের দোষ কাটানোর জন্য ঘরে বিশেষ কিছু জিনিস রাখা উচিত। তাহলেই কাটবে মঙ্গলের দোষ। 

মঙ্গলের দোষ কাটানোর উপায়:

জেনে নেওয়া যাক, ঘরে কোন কোন জিনিস রাখলে মঙ্গলের দোষ কেটে যায়...

* মঙ্গলের রং হল লাল। মঙ্গলবার লাল রঙের পোশাক পরুন। এতে মঙ্গলের আশীর্বাদ পাওয়া যায়। যাঁদের মঙ্গলের দোষ রয়েছে, তাঁরা যদি বেশি লাল রঙের পোশাক পরেন, তা হলে সব বাধা কেটে যায়। 

*নিয়মিত গুড় খেলে মঙ্গলের দোষ কেটে যায়। রোজ গুড় খেলে শক্তি বাড়বে। পাশাপাসি, গরু বা বাঁদরকে গুড় খাওয়ালে মঙ্গলের শুভ প্রভাব পাওয়া যায়। সেরে যায় রোগ-জ্বালাও। 

* মঙ্গলের দোষ কাটাতে পরুন তামার ব্রেসলেট। তামার জিনিস ব্যবহার করলে সাহস ও আত্মবিশ্বাস বাড়বে। 

* নিয়মিত বার্লি খেলেও মঙ্গলের দোষ কেটে যায়। পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে বাড়িতে যজ্ঞ করে বার্লি নিবেদন করলে সমৃদ্ধি বাড়ে। 

*পুরাণ মতে, মাটি দিয়ে তৈরি বা মাটিতে তৈরি হয় এমন সব জিনিসে মঙ্গলের প্রভাব থাকে। মঙ্গলবার মাটির পাত্র দান করলে মঙ্গলের অশুভ প্রভাব কেটে যায়। মাটির পাত্রে জল খাওয়া শুভ বলে মনে করা হয়। ঘরে মাটির পাত্র রাখলেও মঙ্গলের দোষ কেটে যায়। 


 

Read more!
Advertisement
Advertisement