Advertisement

Mecca Hajj: হজযাত্রায় এটা না নিলে মক্কায় ঢোকা নিষেধ, ধরা পড়লে ৬ মাস জেল, ১১ লাখ জরিমানা

হজের মরসুমে ভ্রমণ ভিসায় সৌদি আরবের পবিত্র শহর মক্কায় যেতে চাইলে যেতে পারবেন না। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ভ্রমণ ভিসাধারী যাত্রীদের হজ মৌসুমে মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে না। মন্ত্রক এক বিবৃতিতে বলেছে যে এই নিষেধাজ্ঞা ২৩ মে থেকে ২১ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 24 May 2024,
  • अपडेटेड 7:24 PM IST
  • হজের মরসুমে ভ্রমণ ভিসায় সৌদি আরবের পবিত্র শহর মক্কায় যেতে চাইলে যেতে পারবেন না।
  • সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ভ্রমণ ভিসাধারী যাত্রীদের হজ মৌসুমে মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে না।

হজের মরসুমে ভ্রমণ ভিসায় সৌদি আরবের পবিত্র শহর মক্কায় যেতে চাইলে যেতে পারবেন না। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ভ্রমণ ভিসাধারী যাত্রীদের হজ মৌসুমে মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে না। মন্ত্রক এক বিবৃতিতে বলেছে যে এই নিষেধাজ্ঞা ২৩ মে থেকে ২১ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানায়, ভ্রমণ ভিসায় সৌদি আরবে আসা বিদেশিদের হজের সময় মক্কা ভ্রমণ না করার জন্য অনুরোধ করা হয়েছে। মন্ত্রক বলেছে যে, মক্কায় হজ করতে ইচ্ছুক যে কোনও ব্যক্তির হজ পারমিট লাগবে। কারণ ভ্রমণ ভিসার অধীনে হজের অনুমতি নেই। 

ওমরার জন্য নিবন্ধনও বন্ধ
সৌদি গেজেটের প্রতিবেদনে আরও বলা হয়েছে, হজ ও ওমরাহ মন্ত্রণালয়ও হজ পারমিট দেওয়ার অনলাইন পোর্টাল নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট দেওয়া বন্ধ করে দিয়েছে। সৌদি কর্মকর্তারা বলেছেন, যারা ভ্রমণ ভিসা নিয়ে মক্কায় প্রবেশ করবে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে এবং সেই সঙ্গে ভারী জরিমানাও দিতে হবে। মন্ত্রণালয় এই সপ্তাহের শুরুতে এক বিবৃতিতে বলেছে, "হজের নিয়ম ভঙ্গের জন্য কঠোর শাস্তি আরোপ করা হবে।" 

হজ পারমিট ছাড়া মক্কা ও পবিত্র স্থানে ধরা পড়লে ২,৬৬৬ ডলার (২ লাখ ২২ হাজার ৬৫১ টাকা) জরিমানা করা হবে। এই জরিমানা সকল নাগরিক, সৌদি বাসিন্দা এবং বিদেশীদের জন্য প্রযোজ্য হবে। বারবার লঙ্ঘনকারীদের জন্য জরিমানা দ্বিগুণ করা হবে। সৌদিতে বসবাসকারী বিদেশীরা নিয়ম ভঙ্গ করলে তাদের দেশে ফেরত পাঠানো হবে এবং সৌদিতে প্রবেশ নিষিদ্ধ করা হবে। হজ যাত্রীদেরকে হজ পারমিট ছাড়া মক্কায় নিয়ে যাওয়ার সময় ধরা পড়লে তাকে ছয় মাসের কারাদণ্ড এবং ৫০,০০০ সৌদি রিয়াল (১১ লাখ, ১৩ হাজার ৩৫২ টাকা) জরিমানা করতে হবে। 

হজ ২০২৪ কবে করা হচ্ছে? 
এবার ১৪-১৯ জুনের মধ্যে হজ করা যাবে। নুসুক প্ল্যাটফর্ম থেকে হজের পারমিট পাওয়া যাবে। সৌদি আরবের ইসলামি শহর মক্কায় অবস্থিত মসজিদে হজ করা হয়। ইসলামে মুসলমানদের জীবনে একবার হজ করা বাধ্যতামূলক। বলা হয়েছে, শারীরিক ও আর্থিকভাবে সক্ষম মুসলমানদের জীবনে একবার হজ করা বাধ্যতামূলক।

Advertisement

 

TAGS:
Read more!
Advertisement
Advertisement