ঘরে গাছগাছালি থাকলে প্রশান্তি মেলে। তেমনই ঘর সাজানোর জন্য অনেকে এখন গাছগাছালি রাখেন। আর সহজেই বেড়ে ওঠে মানি প্ল্যান্ট। এখন প্রায় সব বাড়িতেই দেখা যায় এই গাছ। বিশেষ যত্নও নিতে হয় না। এমনিই বাড়ে মানি প্ল্যান্ট। ফ্ল্যাটের অন্দরসজ্জা বা বারান্দায় মানি প্ল্যান্ট রাখলে চিত্তাকর্ষক লাগে। অফিসের ডেস্কেও রাখেন বহু মানুষ। মানি প্ল্যান্টকে নিয়মিত পরিচর্যা করতে হয় না, খালি জল দিলেই গাছ বাড়ে। ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি বাস্তু শাস্ত্রেও গুরুত্ব রয়েছে মানি প্ল্যান্টের। বাস্তু অনুসারে, বাড়িতে মানি প্ল্যান্ট থাকলে ইতিবাচক শক্তি আসে। টাকা-পয়সাও থাকে ঘরে।
বাস্তুতে মানি প্ল্যান্টের বিবিধ উপকারিতার কথা রয়েছে। বাড়িতে মানি প্ল্যান্ট রাখলে অর্থের সংকট হয় না। মানি প্ল্যান্টের সঙ্গে আবার সম্পর্ক শুক্র গ্রহের। বাড়িতে মানি প্ল্যান্ট সঠিক দিকে রাখা হলে শুক্র গ্রহের নেতিবাচক ধারকাছ ঘেঁষে না। সুখ-সমৃদ্ধি থাকে বাড়িতে। তবে শুধু মানি প্ল্যান্ট রাখলেই হবে না, এর সঙ্গে আরও একটি প্রতিকার দারুণ ফলদায়ী। খুব ভাল ফল মেলে। কী রকম?
আগে জানব মানি প্ল্যান্ট বাড়ির কোন দিকে রাখবেন?
মানি প্ল্যান্ট সবসময় ঠিক দিকে রাখতে হবে। দক্ষিণ-পূর্ব দিকে রাখলে শুভ ফল মেলে। এই দিকে গণেশের কৃপা থাকে বলে লোকবিশ্বাস। এই দিকে রাখলে গণেশের কৃপায় অর্থসম্পদ পাওয়া যায়।
ভুলেও নোংরা জায়গায় রাখবেন না মানি প্ল্যান্ট। সব সময় পরিষ্কার পাত্রে রাখুন। মানি প্ল্যান্টের চারপাশে অপরিচ্ছন্ন থাকলে অর্থহানি হতে পারে।
মানি প্ল্যান্ট শুকিয়ে যাওয়া অশুভ লক্ষণ। সেটা হতে দেবেন না। নিয়মিত জল দিন।
খেয়াল রাখবেন মানি প্ল্যান্টের লতা যেন মাটি স্পর্শ না করে, এটা অশুভ লক্ষণ। একটা লাঠি বা সুতো দিয়ে বেঁধে দিন।
চুরি করে মানি প্ল্যান্ট গাছ লাগাবেন না। এতে উপকার মেলে না।
কী বাঁধবেন?
বাস্তু মতে, মানি প্ল্যান্ট প্ল্যান্টের সঙ্গে একটি লাল সুতো বাঁধলে শুভ ফল মেলে। দশকর্মার দোকানে লাল সুতো পাওয়া যায়। এই সুতো কিনে আনুন। তার পর বেঁধে দিন মানি প্ল্যান্টে। অর্থ সংকট থেকে মিলবে মুক্তি। শুক্রবার মানি প্ল্যান্ট প্ল্যান্টে এই লাল সুতো বাঁধুন। আর্থিক কষ্ট থাকবে না। আয় বাড়বে। সেই সঙ্গে শুক্রের কৃপায় বৈভবেরও শ্রীবৃদ্ধি হবে।
মানি প্ল্যান্টে লাল সুতো বাঁধার সময় মেনে চলতে হবে কয়েকটি নিয়ম। শুক্রবার সকালে স্নান করে দেবী লক্ষ্মীর পুজো দিয়ে ধূপ ও প্রদীপ জ্বালান। মানি প্ল্যান্টে যে লাল সুতোটি বাঁধবেন তা আগে দেবী লক্ষ্মীর পায়ে অর্পণ করুন। লক্ষ্মীপুজো করে লাল সুতোয় লাগান দেবীর সিঁদুর। এরপর সুতোটি মানি প্ল্যান্টের কাণ্ডের চারপাশে বেঁধে দিন। কদিন পরেই দেখবেন ভাগ্যের টাকা ঘুরছে।
আরও পড়ুন- রাহুর উপর শনির কৃপায় লাভবান ৪ রাশি, সূর্যের অশুভ ফলে ৪ রাশির দুর্ভাগ্য