Advertisement

Name Astrology: এই নামের ব্যক্তিরা হন ভাগ্যবান, পরিশ্রম করলেই সত্যি হয় সব স্বপ্ন

নামের আদ্যক্ষরের ভিত্তিতে মানুষের ব্যক্তিত্ব, রুচি, ভবিষ্যৎ ইত্যাদি সম্পর্কে জানা যায়। এমন কিছু মানুষ আছেন যাঁদের নামের প্রথম অক্ষরই তাঁকে ভাগ্যবান করে তোলে। তাঁদের সমস্ত স্বপ্নও পূরণ হয়। 

নাম জ্যোতিষ। নাম জ্যোতিষ।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 May 2022,
  • अपडेटेड 9:28 PM IST
  • নাম দিয়ে যায় চেনা।
  • জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ নাম জ্যোতিষ।

নাম দিয়ে যায় চেনা। জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ নাম জ্যোতিষ। নামের আদ্যক্ষরের ভিত্তিতে মানুষের ব্যক্তিত্ব, রুচি, ভবিষ্যৎ ইত্যাদি সম্পর্কে জানা যায়। এমন কিছু মানুষ আছেন যাঁদের নামের প্রথম অক্ষরই তাঁকে ভাগ্যবান করে তোলে। তাঁদের সমস্ত স্বপ্নও পূরণ হয়। 

নামের আদ্যক্ষর C বা চ 

এই অক্ষর দিয়ে যাঁদের নাম শুরু হয় তাঁরা খুব ভাগ্যবান হন। ভাগ্যবান হওয়ার পাশাপাশি তাঁদের এমন কিছু বৈশিষ্ট্যও রয়েছে, যা তাঁদের খুব সফল এবং জনপ্রিয় করে তোলে। এই ব্যক্তিরা কর্মজীবনে প্রচুর সাফল্য পান। তাঁরা জীবনে প্রচুর অর্থ উপার্জন করে এবং সমস্ত স্বপ্ন পূরণ করতে সক্ষম হন।

আরও পড়ুন

নামের আদ্যক্ষর D বা দ, ড

এই অক্ষর দিয়ে যাঁদের নাম শুরু হয় তাঁরা খুবই বুদ্ধিমান হন। বিদ্যার দেবী দেবী সরস্বতী এবং সম্পদের দেবী লক্ষ্মীর আশীর্বাদ সবসময় তাঁদের সঙ্গে থাকে। সর্বদা খুশি থাকেন এই নামের ব্যক্তিরা। অযথা সময় নষ্ট করেন না। তাঁরা ব্যবসা করেন। নিজের স্বপ্নকে সত্যি করার জন্য সবরকম চেষ্টা করেন।

নামের আদ্যক্ষর P বা প

এই নামের ব্যক্তিদের জীবনে বেশি লড়াই করতে হয় না। তা সত্ত্বেও তাঁরা জীবনে প্রচুর সাফল্য পান। তাঁদের জীবনে ভালবাসা, অর্থ, উন্নতি, নামযশ থাকে।

নামের আদ্যক্ষর R বা র

এই নামের ব্যক্তিদের ভাগ্যও দুর্দান্ত হয়। স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করেন তাঁরা। প্রচন্ড চতুর হন। এই নামের ব্যক্তিরা সহজেই অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নিতে সক্ষম। ছোটবেলা থেকেই তাঁরা আদরে মানুষ হন। সকলে তাঁদের ভালবাসে। 

 নাম শুরু S বা শ, স 

এই নামের ব্যক্তিদের জীবনে থাকে সংগ্রাম। তবে তাঁরা লক্ষ্যে পৌঁছতে সক্ষম হন। এই ধরনের লোকেরা পরিশ্রমী এবং বুদ্ধিমান হন। স্বপ্নপূরণের জন্য সবরকম চেষ্টা করেন। এই ব্যক্তিরা বিলাসবহুল জীবনযাপন করেন। কর্মজীবনে নামযশ উপার্জন করেন। মানুষের সম্মান পান। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement