Advertisement

Numerology: এই তারিখগুলিতে জন্মানো ব্যক্তিরা লক্ষ্মীর প্রিয়, থাকেন বৈভবে, গুপ্তরোগের ঝুঁকি

মূলাঙ্ক ধরে ব্যক্তিত্ব স্বভাব-চরিত্র ইত্যাদি জানা যায়। মূলাঙ্ক নির্ভর করে জন্ম তারিখের উপর। ১ থেকে ৯ পর্যন্ত হয় মূলাঙ্ক। যেমন কারও জন্ম মাসের ১৭ তারিখ হলে তাঁর মূলাঙ্ক ১ ও ৭-র যোগফল ৮। তেমনই ২ তারিখে জন্ম হলে মূলাঙ্ক ২। 

মা লক্ষ্মীর কৃপা মূলাঙ্ক ৬-কে।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 08 Oct 2022,
  • अपडेटेड 6:49 PM IST
  • সংখ্য়াতত্ত্বে মূলাঙ্ক ৬-র উপরে থাকে মা লক্ষ্মীর আশিস।
  • সংখ্যাতত্ত্ব অনুসারে, মাসের ৬, ১৫ এবং ২৪ তারিখে জন্মানো ব্যক্তিদের মূলাঙ্ক হয় ৬।

জ্যোতিষশাস্ত্রে ব্যক্তির রাশি অনুযায়ী চলে গণনা। রাশি ধরে বলা হয় তাঁর ভবিষ্যৎ। আর সংখ্যাতত্ত্বে গুরুত্ব দেওয়া হয় মূলাঙ্ককে। মূলাঙ্ক ধরে ব্যক্তিত্ব স্বভাব-চরিত্র ইত্যাদি জানা যায়। মূলাঙ্ক নির্ভর করে জন্ম তারিখের উপর। ১ থেকে ৯ পর্যন্ত হয় মূলাঙ্ক। যেমন কারও জন্ম মাসের ১৭ তারিখ হলে তাঁর মূলাঙ্ক ১ ও ৭-র যোগফল ৮। তেমনই ২ তারিখে জন্ম হলে মূলাঙ্ক ২। 

সংখ্য়াতত্ত্বে মূলাঙ্ক ৬-র উপরে থাকে মা লক্ষ্মীর আশিস। সংখ্যাতত্ত্ব অনুসারে, মাসের ৬, ১৫ এবং ২৪ তারিখে জন্মানো ব্যক্তিদের মূলাঙ্ক হয় ৬। এই মূলাঙ্কের অধিপতি শুক্র। শুক্র জীবনকে আরাম-বৈভব দান করে। শুক্র জীবনে আনে সৌন্দর্য, উপভোগ, বিলাসিতা, প্রেম এবং শান্তি। এ কারণে এই রাশির জাতক-জাতিকারা সুন্দরী এবং ধনী হন। তাঁদের আকর্ষণী ক্ষমতাও দুর্দান্ত। বন্ধুত্বপূর্ণ হন খুব। তাঁদের স্বভাব ভাল হওয়ায় মানুষ মুগ্ধ হন। 

বৈভব পছন্দ শুক্র অধিপতি। সেই সঙ্গে মা লক্ষ্মীর কৃপা। সেজন্য ৬ মূলাঙ্কের জাতক-জাতিকারা প্রচণ্ড বৈভবের জিনিস পছন্দ করেন।তাঁরা সৌন্দর্যের প্রেমিক। শিল্প ভালবাসেন। দামি জিনিস পছন্দ করেন তা কাপড় হোক বা গাড়ি। ব্র্যান্ডেড জিনিস ব্যবহার করতে পছন্দ করেন। তাঁরা মনে করেন পার্থিব সুখই সব। তাঁরা নির্ভরযোগ্য হন। স্বভাবে প্রফুল্ল। এই মূলাঙ্কের জাতক-জাতিকাদের আকর্ষণী ক্ষমতা থাকে। তাঁরা অজানা মানুষকেও বন্ধু করে ফেলেন। আরামদায়ক জীবনযাপন করেন।
 

লক্ষ্মীর আশীর্বাদে সম্পদ বৃদ্ধি

ধন-সম্পদ বৃদ্ধির জন্য মা লক্ষ্মীর আশীর্বাদ আবশ্যক। দেবী দুর্গার আরাধনা করলে জীবনের সকল বাধা দূর হয়। যাঁরা প্রতিদিন দুর্গা সপ্তশতী পাঠ করেন তাঁরা আর্থিক সচ্ছলতা, সম্মান ও যশ লাভ করেন।

বন্ধুত্বপূর্ণ প্রকৃতি 

তাঁদের ব্যক্তিত্ব আকর্ষণীয়। কণ্ঠের মাধুর্য রয়েছে। বিবাহিত জীবন সুখে কাটে। অচেনা মানুষের মধ্যে দ্রুত মিশে যাওয়া তাঁদের স্বভাব। বন্ধুদের জন্য সব সময় পাশে থাকেন।  ব্যক্তিত্ব বন্ধুসুলভ যে কারণে পরিবার ও সমাজের সর্বত্রই তাঁদের লোকে পছন্দ করেয়।

Advertisement

কেরিয়ার

শিল্পকলায় আকর্ষণ থাকে এই মূলাঙ্কের জাতক-জাতিকাদের। তাঁরা বিনোদনশিল্পের সঙ্গে যুক্ত থাকলে লাভবান হবেন। ফিল্ম, নাটক, থিয়েটার, স্বর্ণ, রৌপ্য ও হীরা ইত্যাদি সম্পর্কিত কাজ আপনার জন্য শুভ। কাপড়ের ব্যবসায় লাভবান হতে পারেন।সঙ্গীত, শিল্প, হোটেল, কম্পিউটার ইত্যাদির সঙ্গে সম্পর্কিত কাজগুলিও করতে পারেন তাঁরা। নেতা-অভিনেতা, লেখক, রসায়নবিদ, জনসংযোগ আধিকারিকও হতে পারেন ৬ মূলাঙ্কের জাতক-জাতিকারা। 

শুভ বার, সংখ্যা ও রং

মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার দিনগুলি এই মূলাঙ্কের জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ। ১, ৬ এবং ৯ সংখ্যা শুভ। তাঁদের শুভ রং লাল, নীল ও সবুজ। হিরা পরলে শুভ ফল পাবেন। 

অতিরিক্ত মিষ্টি খাওয়া এড়িয়ে চলুন
 

এই মূলাঙ্কের জাতক-জাতিকারা আকর্ষণক্ষমতা দুর্দান্ত। তবে আত্মশক্তির অভাব রয়েছে। গলা, নাক, ফুসফুস, বক্ষ ও গুপ্তরোগ থেকে দূরে থাকুন। এ ছাড়া চিনির ব্যাপারেও সচেতন হতে হবে। মিষ্টি খাওয়া কমানোর চেষ্টা করুন।

আরও পড়ুন- ৩ রাশির সাফল্যের পথ তৈরি করছেন শনিদেব, আর ৩ রাশির ভয়ঙ্কর খারাপ দিন

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement