Advertisement

Bhagya Rekha : হাতে এই রেখা আছে? কোনওদিন হবে না অর্থাভাব

হস্তরেখাবিদ্যা অনুযায়ী, হাতের রেখা দিতে পারে আপনার ভবিষ্যতের ইঙ্গিত। হাতের তালুতে থাকা ভাগ্য রেখা অন্য সব ধরনের রেখার মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ। ভাগ্যরেখা ভাল হলে ব্যক্তি জীবনে সম্পদ ও সম্মান লাভ করেন।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 10 Jul 2022,
  • अपडेटेड 4:18 PM IST
  • হাতে ভাগ্যরেখা বিশেষ গুরুত্বপূর্ণ
  • এই রেখা মাঝপথে ছেদ হওয়া ঠিক নয়
  • জানুন ভাগ্যরেখার বিস্তারিত তথ্য

প্রতিটি মানুষই নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। যদিও কর্ম ছাড়া কিছুই সম্ভব নয়। তবে হস্তরেখাবিদ্যা অনুযায়ী, হাতের রেখা দিতে পারে আপনার ভবিষ্যতের ইঙ্গিত। হাতের তালুতে থাকা ভাগ্য রেখা অন্য সব ধরনের রেখার মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ। ভাগ্যরেখা ভাল হলে ব্যক্তি জীবনে সম্পদ ও সম্মান লাভ করেন।

এই হল ভাগ্য রেখা
জ্যোতিষ মতে, হাতের তালু থেকে শুরু হয়ে সোজা মধ্যমা পর্যন্ত বিস্তৃত রেখাকে বলা হয় ভাগ্যরেখ। যেখান থেকে ভাগ্যরেখা শুরু হয়, তাকে মণিবন্ধ বলা হয়। চলুন এই রেখা সম্পর্কে জেনে নেওয়া যাক।

এই ধরনের মানুষের জীবনে টাকার অভাব থাকে না
জ্যোতিষ মতে, এই রেখায় মাঝপথে ছেদ না হওয়া ভাল। এই ধরনের ব্যক্তিদের অর্থ, জ্ঞান, স্বাস্থ্য, প্রতিভা এবং ভালবাসার অভাব হয় না। যাঁদের হাতে এই রেখা নেই, তাঁরা জীবনে দারিদ্র্যতা থেকেই যায়। মণিবন্ধ থেকে শুরু হয়ে শনির স্থানে পৌঁছান ভাগ্যরেখা, বুদ্ধিমত্তা, সমৃদ্ধি, সুখ এবং সৌভাগ্য সংকেত দেয়।

জীবনে সুখ বজায় থাকে
ভাগ্যরেখার শেষাংশ যদি উপরের দিকে ঝুঁকে থাকে, তাহলে সেইসন ব্যক্তিরা সর্বদা সুখী থাকেন। এ ধরনের মানুষ কোনও অবস্থাতেই মনমরা থাকেন না। আবার যাঁদের হাতের তালুতে ভাগ্য রেখার শেষ প্রান্তটি নিচের দিকে চলে গেছে, তাঁরা ধনী হলেও জীবনে সমস্যা থেকেই যায়। প্রতিদিনই তাঁরা কোনও না কোনও সমস্যার সম্মুখীন হন।

বিদেশে সুনাম পায়
ভাগ্যরেখা যদি অনামিকার গোড়ার দিকে চলে যায়, তাহলে সেই ব্যক্তিরা অনেকের সহযোগিতায় সুখ পেতে পারেন। এই রেখা যদি কনিষ্ঠা আঙুল থেকে মূলে যায়, তাহলে তাঁর বিদেশেও প্রচুর খ্যাতি ও অর্থ লাভ হয়। 

বৃদ্ধ বয়সে উন্নতি
ভাগ্যরেখা যদি শনির স্থানে পৌঁছে বহুস্পতির স্থানের দিকে মোড় নেয় তাহলে সেই ব্যক্তির বার্ধক্যে বেশি উন্নতি হয়। 

Advertisement

আরও পড়ুনজোহানেসবার্গে পানশালায় হত্যালীলা, বন্দুকবাজদের হামলায় নিহত ১৪

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement