Advertisement

বাড়িতে পুজোয় রোজ প্রদীপ জ্বালান? এই ভুল করলে মঙ্গলের থেকে অমঙ্গল হবে বেশি

পুজোর পর এমন কয়েকটি জিনিস রয়েছে, যেগুলি পুনরায় ব্যবহার করা যায়। আবার এমন কিছু জিনিস রয়েছে যেগুলি আর ব্যবহার করা যায় না, অর্থাৎ একবারই ব্যবহার করা যায়।

পুজো প্রদীপের তেলপুজো প্রদীপের তেল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Dec 2025,
  • अपडेटेड 2:25 PM IST
  • বাড়িতে পুজো দেওয়া হলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়।
  • এমন কিছু জিনিস রয়েছে যেগুলি পুজোয় একবারই ব্যবহার করা যায়।
  • অনেকেই বাড়িতে পুজোয় ব্যবহৃত প্রদীপের তেল বারেবারে কাজে লাগান।

প্রতিটি হিন্দু বাড়িতেই দিনে একবার হলেও পুজো দেওয়ার রেওয়াজ রয়েছে। সনাতন মতে বিশ্বাস করা হয়, বাড়িতে পুজো দেওয়া হলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় ও ঈশ্বরের কৃপা পাওয়া যায়। মনে করা হয়, পুজোয় ব্যবহৃত প্রতিটি জিনিসের নিজস্ব পবিত্রতা রয়েছে। তবে অনেকেই জানেন না, পুজোর পর এমন কয়েকটি জিনিস রয়েছে, যেগুলি পুনরায় ব্যবহার করা যায়। আবার এমন কিছু জিনিস রয়েছে যেগুলি একবারই ব্যবহার করা যায়।

অনেকেই বাড়িতে পুজোয় ব্যবহৃত প্রদীপের তেল বারেবারে কাজে লাগান। তা কিন্তু উচিত নয়। প্রদীপে যতখানি তেল পলতে জ্বলার পরও পড়ে থাকে, তা ফেলে দেওয়া উচিত। কারণ প্রদীপের তেল পুজোয় একবারই ব্যবহার করা যায়।

একইভাবে ধর্মীয় বিশ্বাস মতে, নৈবেদ্য, জল, ফুল এবং মালা, চন্দন কাঠ, ধূপ এবং প্রদীপের সলতে, নারকেল এবং অবিচ্ছিন্ন চালের দানা এবং জ্বলন্ত প্রদীপে অবশিষ্ট তেল বা ঘি পুজোয় একবারই ব্যবহার করা উচিত। বিশ্বাস করা হয়, এই জিনিসগুলি একবার ব্যবহারের পরে তাদের বিশুদ্ধতা হারায়। তাই পুনরায় ব্যবহার করলে পুজার উদ্দেশ্য সম্পূর্ণরূপে পূরণ হয় না। 

কোন কোন জিনিস আবার ব্যবহার করতে পারবেন?

ধর্মীয় বিশ্বাস অনুসারে, পুজোয় ব্যবহৃত রুপো, পিতল বা তামার পাত্র পুনরায় ব্যবহারযোগ্য। একইভাবে মূর্তি, ঘণ্টা, শঙ্খ, মন্ত্রপূতঃ মালা এবং আসনও পুনঃব্যবহারযোগ্য। তাই পুজোর পরে এই জিনিসগুলি যত্ন করে রাখা উচিত।

অনেকেই জানেন না যে, পুজোয় ব্যবহৃত তুলসী পাতা দিয়ে আবারও পুজো করা যায়। কারণ বিশ্বাস করা হয়, তুলসী কখনই অপবিত্র বা বাসি হয় না। তাই যদি কোনও কারণে নতুন তুলসী পাওয়া না যায়, তাহলে আগে পুজোয় দেওয়া তুলসী পাতা ফের ব্যবহার করা যেতে পারে।

পুরাণ মতে, ভগবান শিবের বেলপত্র খুব প্রিয়। শিব পুরাণ অনুসারে, বেলের পাতা ছয় মাস ধরে বাসি হয় না। ফলে এই কারণে শিবলিঙ্গে দেওয়া বেল পাতা ধুয়ে ব্যবহার করা যেতে পারে। তবে, দেখে নিতে হবে বেল পাতাগুলি ভেঙে গেছে বা নষ্ট হয়ে গিয়েছে কিনা।
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement