Advertisement

Puri Jagannath Temple Viral Video: পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় পাখির ঝাঁক! ভাইরাল ভিডিও ঘিরে জল্পনা, কোনও সঙ্কেত?

Puri Jagannath Temple Viral Video: এই ঘটনার প্রসঙ্গে নতুন করে আলোচনায় এসেছে ওডিশার প্রাচীন গ্রন্থ ‘ভবিষ্য মালিকা’। ১৫-১৬ শতকে সাধক অচ্যুতানন্দ দাস ও আরও পাঁচজন সন্তের লেখা এই গ্রন্থে কলিযুগের শেষ পর্ব সংক্রান্ত নানা ভবিষ্যদ্বাণীর উল্লেখ রয়েছে।

Aajtak Bangla
  • পুরী,
  • 15 Dec 2025,
  • अपडेटेड 11:00 PM IST

Puri Jagannath Temple Viral Video: পুরীর জগন্নাথ মন্দিরের শিখরের উপর পাখির ঝাঁক বসার একটি ভিডিও ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি ভাইরাল হতেই অনেকে একে ‘ভবিষ্য মালিকা’ গ্রন্থের ভবিষ্যদ্বাণীর সঙ্গে মিলিয়ে অশুভ সংকেত বলে দাবি করছেন। তবে এই ব্যাখ্যা মানতে নারাজ মন্দির কর্তৃপক্ষ।

মন্দির প্রশাসনের বক্তব্য, শিখরের উপর পাখির বসা সম্পূর্ণ স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা। এর সঙ্গে কোনও অশুভ ইঙ্গিত বা ভবিষ্যদ্বাণীর যোগ নেই। গুজব না ছড়ানোর আবেদনও জানানো হয়েছে।

এই ঘটনার প্রসঙ্গে নতুন করে আলোচনায় এসেছে ওডিশার প্রাচীন গ্রন্থ ‘ভবিষ্য মালিকা’। ১৫-১৬ শতকে সাধক অচ্যুতানন্দ দাস ও আরও পাঁচজন সন্তের লেখা এই গ্রন্থে কলিযুগের শেষ পর্ব সংক্রান্ত নানা ভবিষ্যদ্বাণীর উল্লেখ রয়েছে।

আরও পড়ুন

গ্রন্থের একটি শ্লোকে বলা হয়েছে, ভগবান নীলাচল ত্যাগ করার সময় রত্নখচিত ছত্রে আগুন লাগবে, রাতে মন্দিরে চুরি হবে, শিখর থেকে পাথর পড়বে, ঝড়ে নীলচক্র বেঁকে যাবে এবং অরুণ স্তম্ভে গৃধ্র পাখি বসবে। ভাইরাল ভিডিওর পাখির দৃশ্যকে কেউ কেউ এই শ্লোকের সঙ্গে জুড়ে দেখছেন।

এর আগেও এমন ঘটনা ঘটেছে। চলতি বছরের এপ্রিল মাসে মন্দিরের শিখরের কাছে একটি গরুড় পাখিকে ধ্বজ উড়িয়ে প্রদক্ষিণ করতে দেখা যায়। সেই সময়ও অশুভ ইঙ্গিতের দাবি উঠলেও পুরোহিত ও মন্দির কর্তৃপক্ষ একে স্বাভাবিক ঘটনা বলে ব্যাখ্যা করেছিলেন। এমনকি ওই ধ্বজ জগন্নাথ মন্দিরের নয় বলেও জানানো হয়েছিল।

মন্দির প্রশাসনের স্পষ্ট বক্তব্য, ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে বিভ্রান্তি ছড়ানো ঠিক নয়। পুরীর জগন্নাথ মন্দিরে প্রতিদিন বহু প্রাকৃতিক ঘটনা ঘটে, তার সঙ্গে ভবিষ্যদ্বাণী জুড়ে আতঙ্ক তৈরি করার কোনও কারণ নেই।
 

 

Read more!
Advertisement
Advertisement